অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টুয়েন্টি সিরিজ ২০২৫ এর সময় সূচী ও দুই দলের স্কোয়াড

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টুয়েন্টি সিরিজ ২০২৫ এর সময় সূচী ও দুই দলের স্কোয়াড প্রকাশ পেয়েছে।আগামী ২১শে জুলাই থেকে শুরু হওয়া টি টুয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দল স্কোয়াড ঘোষণা করেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া টি টুয়েন্টি রাঙ্কিং এ ২ নম্বর এ থাকলেও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৬ নম্বরে। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিবে না। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে অস্ট্রেলিয়া রণ কৌশল নিয়ে মাঠে নামবে।

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি -২০ সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াড

মিচেল মার্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস,নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জাভিয়ার বার্টলে, জশ ইংলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, অ্যাডাম জ্যাম্পা,ম্যাথু শর্ট।

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি -২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেদিয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মতি রোভম্যান, পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

বাংলাদেশ বনাম পাকিস্তান টি টুয়েন্টি সিরিজ ২০২৫ এর দুই দলের স্কোয়াড ও অতীত পরিসংখ্যান সম্পর্কে জেনে নিন

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি -২০ সিরিজের সময় সূচী

দুইটি আলাদা মাঠে হবে সিরিজের ৫ টি ম্যাচ। যা সিরিজকে আকর্ষণীয় করবে। ২১ শে জুলাই মাঠে নামবে দুই দল। এক দিন বিরতি দিয়ে ২৩ শে জুলাই কিংস্টনে ২য় ম্যাচে মোকাবেলা করবে দুই দল। এর পর দুইদিন বিরতি দিয়ে ২৬ শে জুলাই বাসেটেরে মাঠে নামবে দুই দল ।এর পর ২৭ শে জুলাই ও ২৯ শে জুলাই বাসেটের ৪র্থ ও শেষ টি টুয়েন্টি অনুষ্ঠিত হবে।

ম্যাচ তারিখ ভেন্যুসময়
১ম টি টুয়েন্টি ২১-৭-২৫ কিংস্টনে সকাল ৬ টা
২য় টি টুয়েন্টি২৩-৭-২৫কিংস্টনেসকাল ৬ টা
৩য় টি টুয়েন্টি২৬-৭-২৫বাসেটেরে সকাল ৫ টা
৪র্থ টি টুয়েন্টি২৭-৭-২৫ বাসেটেরেসকাল ৫ টা
৫ম টি টুয়েন্টি২৯-৭-২৫ বাসেটেরেসকাল ৫ টা

Leave a Comment