অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজ ২০২৫ সময়সূচী প্রকাশ পেয়েছে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টি টি টুয়েন্টি ও ৩ টি ওডিআই খেলবে। সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দুই দলের জন্য। দুই দলের কাছেই এই সিরিজটি হতে চলেছে নিজেদের প্রমানের এক মঞ্চ।
১০ আগস্ট অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি টুয়েন্টি সিরিজ। ১দিন বিরতি দিয়ে ১২ তারিখ ২য় ও ৩দিন বিরতি দিয়ে ৩য় ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৩.১৫ মিনিটে শুরু হবে সবগুলো টি টুয়েন্টি ম্যাচ গুলো। এর পর ১৯ শে আগস্ট কেয়ার্নসের কাজালিস স্টেডিয়ামে শুরু হবে ওডিআই সিরিজটি। ২ দিন বিরতি দিয়ে ২য় ওডিআই ও ১ দিন বিরতি দিয়ে ৩য় ওডিআই ম্যাচে মাঠে নামবে দুই দল। মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, কাজালিস স্টেডিয়াম কেয়ার্নস এবং গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা ম্যাকে স্টেডিয়ামে টি- টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫ এর সময়সূচী
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী ও দলগুলোর স্কোয়াড
অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজ ২০২৫ সময়সূচী
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
১ম টি- টুয়েন্টি | ১০- ০৮- ২০২৫ | মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন | বিকাল ৩ টা ১৫ মিনিট |
২য় টি- টুয়েন্টি | ১২ – ০৮- ২০২৫ | মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন | বিকাল ৩ টা ১৫ মিনিট |
৩য় টি- টুয়েন্টি | ১৬ – ০৮- ২০২৫ | কাজালিস স্টেডিয়াম কেয়ার্নস | বিকাল ৩টা ১৫ মিনিট |
১ম ওয়ানডে | ১৯ – ০৮- ২০২৫ | কাজালিস স্টেডিয়াম কেয়ার্নস | সকাল ১০ টা ৩০ মিনিট |
২য় ওয়ানডে | ২২ – ০৮- ২০২৫ | গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে | সকাল ১০ টা ৩০ মিনিট |
৩য় ওয়ানডে | ২৪ – ০৮- ২০২৫ | গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে | সকাল ১০ টা ৩০ মিনিট |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
1 thought on “অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজ ২০২৫ সময়সূচী”