আজ আমরা জানব ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা ৩য় টি- টুয়েন্টি ম্যাচের একাদশ ও লাইভ স্কোর সম্পর্কে। ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকার টি- টুয়েন্টি সিরিজে ১ম টি তে দক্ষিন আফ্রিকা জয় পায়। ২য় টি- টুয়েন্টি তে ইংল্যান্ড ম্যাচটি জিতে সিরিজে ১-১ সমতায় নিয়ে আসে। ৩য় টি- টুয়েন্টিতে ১৪ সেপ্টেম্বর সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে দুই দল। ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে দুই দলই সমানে সমানে লড়াই করবে। ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জস বাটলার, হ্যারি ব্রুক, ফিলিপ সল্ট, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড, জেমি ওভারটন, সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স, জেমি স্মিথ,রেহান আহমেদ।
দক্ষিন আফ্রিকার সম্ভাব্য একাদশ
এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, বজর্ন ফরচুইন, কোয়েনা মাফাকা, লিজাদ উইলিয়ামস, করবিন বোশ, সেনুরান মুথুসামি, নান্দ্রে বার্গার।
ইংল্যান্ড বনাম দক্ষিন আফিকা ম্যাচ লাইভ স্কোর
ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচ লাইভ স্কোর আলাদা আলাদা টিভি চ্যানেল ও সকল অনলাইন ওয়েবসাইটে দেখা যাবে। বাংলাদেশ থেকে স্টার স্পোর্টস দর্শকদের কেন্দ্র বিন্দুতে থাকবে। এছাড়া লাইভ স্কোর ক্রিকবাজ সহ বিভিন্ন সাইটে দেখা যাবে।
ইংল্যান্ড বনাম দক্ষিন আফিকা ম্যাচ সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৪ সেপ্টেম্বর | ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা | ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ক্রিকেট স্টেডিয়াম, ইংল্যান্ড | সন্ধ্যা ৭ টা |
আরো পড়ুন
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.