এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী চূড়ান্ত করা হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। এবারে এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। এবারের আসর ভারতে হওয়ার কথা থাকেলও ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারনে সংযুক্ত আরব আমিরাতে খেলা নেওয়া হয়েছে। এবারের আসরের সবগুলো খেলা সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই। বাংলাদেশ সময় রাত ৮ টায় হবে সবগুলো ম্যাচ।
এবারের আসরে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। দলগুলো যথাক্রমে ভারত, পাকিস্তান বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ টুর্নামেন্টি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আফগানিস্তান, শ্রীলঙ্কা স্বয়ংক্রিয় ভাবে অংশ নিবে। আর বাকি তিন দল হংকং ওমান, সংযুক্ত আরব আমিরাত অংশ নিবে ২০২৪ এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল ) কাপ শীর্ষ তিন শেষ করে।
এশিয়া কাপ ২০২৫ দল
২০২৫ এশিয়া কাপে মোট ৮ টি দল অংশ গ্রহণ করবে। দল গুলো যথাক্রমে ভারত, পাকিস্তান বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা।বাকি তিন দল ২০২৪ এসিসি কাপ শেষ তিন শেষ করে টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।
এশিয়া কাপের গ্রুপ পর্ব
এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ টি দলকে ২ টি গ্রুপ এ ভাগ করা হবে । প্রতিটি দল প্রতিটি দলের সাথে ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের শীর্ষ ২ টি করে দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। গ্রুপ এ ও গ্রুপ বি এই দুইটি গ্রুপ এ ৪ টি করে দল থাকবে।
গ্রুপ – এ
অবস্থান | দল | খেলা | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | ভারত | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | পাকিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | সংযুক্ত আরব আমিরাত | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | হংকং | ০ | ০ | ০ | ০ | ০ | – |
গ্রুপ- বি
অবস্থান | দল | খেলা | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | বাংলাদেশ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | আফগানিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | শ্রীলঙ্কা | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | ওমান | ০ | ০ | ০ | ০ | ০ | – |
সুপার ফোর
অবস্থান | টিম | ম্যাচ | জয় | হার | ফলাফল | পয়েন্ট | নেট রান রেট |
১ | এ -১ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
২ | এ- ২ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৩ | বি- ১ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
৪ | বি-২ | ০ | ০ | ০ | ০ | ০ | – |
অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজ ২০২৫ সময়সূচী
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী ও দলগুলোর স্কোয়াড
এশিয়া কাপ ২০২৫ সময়সূচী
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
আফগানিস্তান বনাম হংকং | ৯ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত | ১০ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত | ১১ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
পাকিস্তান বনাম ওমান | ১২ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ১৩ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম পাকিস্তান | ১৪ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান | ১৫ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | সন্ধ্যা ৬ টা ৩০ |
শ্রীলঙ্কা বনাম হংকং | ১৫ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
বাংলাদেশ বনাম আফগানিস্তান | ১৬ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত | ১৭ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | ১৮ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
ভারত বনাম ওমান | ১৯ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
সুপার ফোর | ২০ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
সুপার ফোর | ২১ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
সুপার ফোর | ২৩ সেপ্টেম্বর | শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি | রাত ৮ টা |
সুপার ফোর | ২৪ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
সুপার ফোর | ২৫ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
সুপার ফোর | ২৬ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |
ফাইনাল | ২৮ সেপ্টেম্বর | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই | রাত ৮ টা |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
2 thoughts on “এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী”