ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ এর সময়সূচী এবং সকল দলের স্কোয়াড প্রকাশ পেয়েছে।দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (WCL) T20 লীগ ১ম সিজনে সফলভাবে শেষে ১৮জুলাই শুরু হচ্ছে ২য় সিজন। ছয়টি দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় লীগটি। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ৬টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের আসর।
১ম আসরের থেকেও ২য় আসরে আরো বেশি আকর্ষণীয় করবে বলে জানিয়েছেন আয়োজন কমিটি। এবারের আসরে ভেন্যু সংখ্যাও বাড়ছে । এছাড়াও দলগুলো তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে যা টুর্নামেন্টিকে আরো আকর্ষণীয় করবে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের।
১৮ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন। ১৯ জুলাই রয়েছে দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন এর মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন। একইদিনে ২য় ম্যাচে মোকাবেলা করবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। ২০ জুলাই আসরের সবচেয়ে আকর্ষীয় ম্যাচ ভারত চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন।
একদিন বিরতি দিয়ে ২২ জুলাই মোকাবেলা করবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন। একই দিনে আরেক ম্যাচে মোকাবেলা করবে ভারত চ্যাম্পিয়ন বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন। ২৩ জুলাই মোকাবেলা করবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন। ২৪ জুলাই মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন। ২৫জুলাই পাকিস্তান চ্যাম্পিয়ন বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন মোকাবেলা করবে। ২৬ জুলাই আসরের আরো বড় ম্যাচ একটি ভারত চ্যাম্পিয়ন বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন।২৬ জুলাই আরেক ম্যাচে মোকাবেলা করবে পাকিস্তান চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন।২৭ জুলাই মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন।
২৭ জুলাই আরেকবার মোকাবেলা করবে ভারত চ্যাম্পিয়ন বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বের শেষদিনে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন আরেক ম্যাচে ভারত চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন মোকাবেলা করবে।
একদিন বিরতি দিয়ে একই দিনে ৩১ জুলাই নকআউট স্টেজের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২রা আগস্ট এজবাস্টনের বার্মিংহাম শহরে টুর্নামেন্ট এর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।
গ্লোবাল সুপার লীগ ২০২৫ এর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে এখানে ক্লিক করুন
ইন্ডিয়া চ্যাম্পিয়নস স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
যুবরাজ সিং, শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, পীযূষ চাওলা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, বিনয় কুমার, অভিমন্যু মিঠুন, সিদ্ধার্থ কৌল, গুরকিরাত মান।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
ব্রেট লি, শন মার্শ, ক্রিস লিন, ময়েসেস হেনরিকস, বেন কাটিং, ডি’আর্সি শর্ট, নাথান কোল্টার-নাইল, পিটার সিডল, ক্যালাম ফার্গুসন, ড্যান ক্রিশ্চিয়ান, বেন ডাঙ্ক, স্টিভ ও’কিফ, রব কুইনি, জন হেস্টিংস।
ইংল্যান্ড চ্যাম্পিয়ন স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
ইয়ন মরগান, মঈন আল, অ্যালিস্টার কুক, ইয়ান বেল,রবি বোপারা, সামিত প্যাটেল, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ট্রেমলেট, আজমল শাহজাদ, দিমিত্রি মাসকারেনহাস, ফিল মাস্টার্ড, টিম অ্যামব্রোস, রায়ান সাইডবটম, স্টুয়ার্ট মিকার, উসমান আফজা।
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমল, ক্রিস মরিস, অ্যালবি মরকে, জেপি ডুমিনি, ইমরান তাহির, ওয়েইন পার্নেল, জেজে স্মাটস, হার্ডাস ভিলজোয়েন, রিচার্ড লেভি, ডেন ভিলাস, এসজে এরউই, ডুয়ান অলিভিয়ার, মরনে ভ্যান উইক, অ্যারন ফাঙ্গিসো।
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, শেলডন কটরেল, শিবনারায়ণ চন্দরপল, চ্যাডউইক ওয়ালটন, শ্যানন গ্যাব্রিয়েল, অ্যাশলে নার্স, ফিদেল এডওয়ার্ডস, উইলিয়াম পার্কিন্স, সুলেমান বেন, ডেভ মোহাম্মদ, নিকিতা মিলার।
পাকিস্তান চ্যাম্পিয়ন স্কোয়াড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫
শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শারজিল খান, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, কামরান আকমল, আমির ইয়ামিন, সোহেল খান, সোহেল তানভীর, সাঈদ আজমল।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ এর সময়সূচী
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
ইংল্যান্ড বনাম পাকিস্তান | ১৮-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | রাত ১০টা |
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা | ১৯-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | সন্ধ্যা ৬টা |
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | ১৯-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | রাত ১০টা |
ভারত বনাম পাকিস্তান | ২০-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | রাত ১০টা |
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | ২২-৭-২০২৫ | কাউন্টি গ্রাউন্ড, নর্থাম্পটন | সন্ধ্যা ৬টা |
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ২২-৭-২০২৫ | কাউন্টি গ্রাউন্ড, নর্থাম্পটন | রাত ১০টা |
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ | ২৩-৭-২০২৫ | কাউন্টি গ্রাউন্ড, নর্থাম্পটন | রাত ১০টা |
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | ২৪-৭-২০২৫ | গ্রেস রোড, লিসেস্টারশায়ার | রাত ১০টা |
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | ২৫-৭-২০২৫ | গ্রেস রোড, লিসেস্টারশায়ার | রাত ১০টা |
ভারত বনাম অস্ট্রেলিয়া | ২৬-৭-২০২৫ | হেডিংলি, লিডস | সন্ধ্যা ৬টা |
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ | ২৬-৭-২০২৫ | হেডিংলি, লিডস | রাত ১০টা |
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া | ২৭-৭-২০২৫ | হেডিংলি, লিডস | সন্ধ্যা ৬টা |
ভারত বনাম ইংল্যান্ড | ২৭-৭-২০২৫ | হেডিংলি, লিডস | রাত ১০টা |
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | ২৯-৭-২০২৫ | গ্রেস রোড, লিসেস্টারশায়ার | সন্ধ্যা ৬টা |
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | ২৯-৭-২০২৫ | গ্রেস রোড, লিসেস্টারশায়ার | রাত ১০টা |
সেমিফাইনাল ১ | ৩১-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | সন্ধ্যা ৬টা |
সেমিফাইনাল ২ | ৩১-৭-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | রাত ১০টা |
ফাইনাল | ০২-৮-২০২৫ | এজবাস্টন স্টেডিয়াম, বার্মিংহাম | রাত ১০টা |
[বাংলাদেশ সময় অনুযায়ী ]

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.