খুব কম সময় সাফল্য পেয়েছে এই তালিকায় অনেকে থাকলেও নাহিদ রানা পুরো দুনিয়ার কাছে একজন বিস্ময়। ২২ গজে গতির ঝড় তুলতে তিনি যেন একদম পটু। বাংলাদেশ দল এর তার মত একজন কে অনেক দরকার। নাহিদ রানা যেন কোন দলের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে।
কে এই নাহিদ রানা প্রশ্নে গোটা দুনিয়া এখন এক ছাদের তলায়। নাহিদ রানা বাংলাদেশ এর একজন ক্রিকেটের।তিনি বাংলাদেশের একজন ডানহাতি ফাস্ট বোলার। তিনি বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে গতিশীল বোলার। নাহিদ রানার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫২ কিলোমিটার।
নাহিদ রানার বাড়ি কোথায়
নাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার জীবনের প্রথম ধাপ পার করেন।২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করে নাহিদ রানা রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে তার ক্রিকেট যাত্রা শুরু করেন।সেখান থেকেই নিজের জাত চিনাতে থাকেন তিনি।
নাহিদ রানা বয়স কত
নাহিদ রানা কে যেন প্রথম দেখলে মনে হবে সদ্য কৈশোর। কিন্তু তিনি যে কারিয়ারের মাঝ বয়সে আছেন প্রথম দেখাতেই বোঝা মুশকিল। তিনি ২২ বছর এ পা রেখেছেন। তিনি তার সেরা সময় পার করছেন এখন।
নাহিদ রানার অভিষেক
বাংলাদেশের ক্রিকেটে নাহিদ নামক নক্ষত্রের শুরু হয় বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) দিয়ে। বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) দিয়ে নাহিদ রানার শুরু হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ২২ মার্চ ২০২৪ এ টেস্ট অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে।একই বছরের শেষের দিকে ওয়ানডেতেও অভিষেক হয় এই বোলারের। আফগানিস্তান এর বিপক্ষে অভিষেক হয় ওয়ানডেতে।
নাহিদ রানা বিপিএল ইতিহাস
নাহিদ রানা ২০২৩ সালে খুলনা টাইগার্স হয়ে প্রথম বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) মাতান। সেবারই তার সেরা পেসার হওয়ার প্রমাণ পায় বাংলাদেশ।একেক টা গতিশীল বল খেলতে যেন ব্যাটসম্যানরা অনেক পরীক্ষা দিতে হয়।
২০২৪ বিপিএলে ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) নাহিদ রানার ঠিকানা বদলে যায়। রংপুর রাইডার্স এর হয়ে ২০২৪ বিপিএল মাতান এই স্পিডস্টার। এবার যেন তিনি আরো ভয়ানক ভাবে নিজেকে তুলে ধরেন। রাইডার্স এর পেস ইউনিটের সামনে থেকে নেতৃত্ব দেন। বাংলাদেশ ক্রিকেট খেলার আসল ইতিহাস
নাহিদ রানার বলের গতি কত
নাহিদ রানা এখন পর্যন্ত বাংলাদেশের বোলিং ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটি করেছে। তিনি পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করে এই ইতিহাস করেন। বাংলাদেশের কোন বোলার এখন ১৫০ এর ঘরও ছুঁতে পারেননি।
নাহিদ রানা উচ্চতা কত ফুট
নাহিদ রানা বাংলাদেশের একজন পেস বোলার। তিনি বাংলাদেশের সবচেয়ে গতিশীল বোলার। তার উচ্চতা মূলত তাকে এ কাজে অনেকটাই সাহায্য করেছে। তার উচ্চতা ৬ ফিট ৫ ইঞ্চি।
নাহিদ রানা কি বিবাহিত
তিনি তার সেরা সময়ে তার জীবনের গুরুত্বপূর্ণ কাজটি করেন।নাহিদ রানা ২০২৪ সালের শেষের দিকে বিবাহ সম্পন্ন করেছেন।
নাহিদ রানা বোলিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | উইকেট | সর্বোচ্চ উইকেট | ইকোনোমি | ৫ উইকেট |
টেস্ট | ৬ | ১১ | ২০ | ৫/৬১ | ৪.৫৬ | ১ বার |
ওয়ানডে | ৩ | ৩ | ৪ | ২/৪০ | ৪.৭২ | ০ বার |
নাহিদ রানার অজানা বিষয়
নাহিদ রানা বাংলাদেশের সবচেয়ে গতিশীল বোলার। তার বিষয়ে আগ্রহ থাকবে সবার এটাই স্বাভাবিক। তিনি কিভাবে এত জোরে বোলিং করেন এ নিয়ে আগ্রহ যেমন সবার আইসিসির ও আগ্রহ রয়েছে। তিনি বাংলাদেশের প্রথম বোলার যিনি ১৫২ গতিতে বোলিং করেছে।যা এখন পর্যন্ত সর্বোচ্চ গতি। তিনি নিজেই বলেছেন তার এই বোলিং এর রহস্য।
তিনি নিয়মিত তার ফিটনেস নিয়ে কাজ করেন। তিনি তার কোচ পরিকল্পনা নিয়েই তার ফিটনেস নিয়ে কাজ করেন। তিনি আর ডায়েট নিয়েও অনেক সচেতন। শরীরকে ফিট রাখাই তার জোরে বোলিং এর মূল রহস্য।
তিনি এখন পর্যন্ত সকলকে ছাড়িয়ে গেছেন। তার বোলিং এতটাই আক্রমণাত্মক যে সে ব্যাটসম্যানকে তার বোলিং এর মাধামে সহজেই হুমকির মধ্যে ফেলতে পারে। এখন পর্যন্ত দেখা গেছে নাহিদ রানার শক্তির জায়গা তার দ্রুত গতির পেস। বিপিএল থেকে শুরু করে ঘরোয়া ম্যাচ গুলোতে তিনি তার পেস কে সঠিক ভাবে ব্যাবহার করে সফল হয়েছেন।
নাহিদ রানা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তেমন ভাবে থিতু হতে পারেন নাই। তার শিখার অনেক কিছুই আছে যার তার পরবর্তীতে তার পেস কে জেনারেট করতে আরো সাহায্য করবে।
নাহিদ রানা এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২১ টি। সেখানে তিনি আস্থার প্রতিদান দিয়েছেন। তারপর তিনি টেস্ট দিয়ে তার ক্রিকেট এর যাত্রা শুরু করেন। কিন্তু ওয়ানডে তিনি তেমন সুযোগ এখনো পান নি।মাত্র ৩টি ওয়ানডে তে সু্যোগ পেয়েছেন। তিনি আগামীতে বাংলাদেশ ক্রিকেট কে দু হাত ভরে দিবেন এই আশা বাংলার ক্রিকেট প্রেমীদের।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
great post