ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী ও দলগুলোর স্কোয়াড প্রকাশ পেয়েছে। এই টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ ক্রিকেট টুর্নামেন্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টটি ১৪ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬ টি ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ দল
২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ টি দল অংশগ্রহণ করবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গুলো যথাক্রমে সেন্ট লুসিয়া কিংস, অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকনস, বার্বাডোস রয়্যালস, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস এবং ত্রিনবাগো নাইট রাইডার্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ ভেন্যু
২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ৬ টি ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১০ টি করে ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টের ভেন্যু যথাক্রমে অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, গায়ানা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া ও ত্রিনিদাদ ও টোবাগো। এই ভেন্যুতে ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ দলগুলোর স্কোয়াড
অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকনসের স্কোয়াড
ইমাদ ওয়াসিম, সাকিব আল হাসান, ফ্যাবিয়ান অ্যালেন, নবীন-উল-হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিয়ান স্মিথ, জুয়েল অ্যান্ড্রু ,শামার স্প্রিংগা্ আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহ্যাম এবং জোশুয়া জেমস।
বার্বাডোস রয়্যালসের স্কোয়াড
রোভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, শেরফেন রাদারফোর্ড, কুইন্টন ডি কক, মুজিব উর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, জোমেল ওয়ারিকান, কাদিম অ্যালেন, শাক্কেরে প্যারিস, কোফি জেমস, নাইম ইয়ং, রিভালদো ক্লার্ক, জিশান মোতারা, জোহান লেইন এবং র্যামন সিমন্ডস।
গায়ানা আমাজন ওয়ারিয়র্সের স্কোয়াড
ইমরান তাহির, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, শাই হোপ, রহমানউল্লাহ গুরবাজ, গুডাকেশ মোতি, মঈন আলী, শামার জোসেফ, কিমো পল, ডোয়াইন প্রিটোরিয়াস, শামার ব্রুকস, কেমল স্যাভরি, হাসান খান, জেদিয়াহ ব্লেডস, কেভলন অ্যান্ডারসন, কোয়েন্টিন স্যাম্পসন ।
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের স্কোয়াড
কাইল মেয়ার্স, জেসন হোল্ডার, ফজলহক ফারুকী, এভিন লুইস, নাসিম শাহ, ওয়াকার সালামখিল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ নওয়াজ, ডমিনিক ড্রেকস, মিকাইল লুই, জাইড গুলি, লেনিকো বাউচার,
সেন্ট লুসিয়া কিংসের স্কোয়াড
টিম ডেভিড, আলজারি জোসেফ, জনসন চার্লস, টিম সেইফার্ট, রোস্টন চেজ, তাবরেজ শামসি, ডেভিড উইজ, ডেলানো পটজিটার, ম্যাথু ফোর্ড, অ্যারন জোন্স, খারি পিয়ের, জাভেল গ্লেন, মিকা ম্যাকেঞ্জি, শ্যাড্রাক ডেসকার্ট, এবং আকিম অগাস্ট।
ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াড
কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, অ্যালেক্স হেলস, আকিল হোসেন, মোহাম্মদ আমির, কলিন মুনরো, উসমান তারিক, আলী খান, ড্যারেন ব্রাভো, কেসি কার্টি, টেরেন্স হিন্ডস, ম্যাকেনি ক্লার্ক, জোশুয়া দা সিলভা, নাথান এডওয়ার্ড।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস | ১৫ আগস্ট | সেন্ট কিটস | ভোর ৫টা |
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ১৬ আগস্ট | সেন্ট কিটস | ভোর ৫টা |
অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস বনাম বার্বাডোস রয়্যালস | ১৭ আগস্ট | অ্যান্টিগুয়া | ভোর ৫টা |
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | ১৭ আগস্ট | সেন্ট কিটস | ভোর ৫টা |
অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস বনাম সেন্ট লুসিয়া কিংস | ১৮ আগস্ট | অ্যান্টিগুয়া | ভোর ৫টা |
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া কিংস | ২০ আগস্ট | সেন্ট কিটস | ভোর ৫টা |
অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | ২১ আগস্ট | অ্যান্টিগুয়া | ভোর ৫টা |
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম বার্বাডোস রয়্যালস | ২২ আগস্ট | সেন্ট কিটস | ভোর ৫টা |
অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ২৩ আগস্ট | অ্যান্টিগুয়া | ভোর ৫টা |
সেন্ট লুসিয়া কিংস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | ২৪ আগস্ট | সেন্ট লুসিয়া | ভোর ৫টা |
অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | ২৪আগস্ট | অ্যান্টিগুয়া | রাত ৯টা |
সেন্ট লুসিয়া কিংস বনাম বার্বাডোস রয়্যালস | ২৫আগস্ট | সেন্ট লুসিয়া | ভোর ৫টা |
সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ২৭আগস্ট | সেন্ট লুসিয়া | ভোর ৫টা |
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস | ২৮ আগস্ট | ত্রিনিদাদ | ভোর ৫টা |
সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | ২৯ আগস্ট | সেন্ট লুসিয়া | ভোর ৫টা |
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস | ৩০ আগস্ট | ত্রিনিদাদ | ভোর ৬টা |
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ৩১ আগস্ট | ত্রিনিদাদ | ভোর ৫টা |
সেন্ট লুসিয়া কিংস বনাম অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস | ৩১আগস্ট | সেন্ট লুসিয়া | রাত ৯ টা |
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | ১ সেপ্টেম্বর | ত্রিনিদাদ | রাত ৯ টা |
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস | ৪ সেপ্টেম্বর | ত্রিনিদাদ | ভোর ৫টা |
বার্বাডোস রয়্যালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ৫সেপ্টেম্বর | বার্বাডোস | ভোর ৫টা |
বার্বাডোস রয়্যালস বনাম অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস | ৬ সেপ্টেম্বর | বার্বাডোস | ভোর ৫টা |
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | ৭ সেপ্টেম্বর | গায়ানা | ভোর ৫টা |
বার্বাডোস রয়্যালস বনাম সেন্ট লুসিয়া কিংস | ৭সেপ্টেম্বর | বার্বাডোস | রাত ৯ টা |
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | ৮ সেপ্টেম্বর | গায়ানা | ভোর ৫টা |
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস | ১১ সেপ্টেম্বর | গায়ানা | ভোর ৫টা |
বার্বাডোস রয়্যালস বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস | ১২সেপ্টেম্বর | বার্বাডোস | ভোর ৫টা |
বার্বাডোস রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স | ১৩ সেপ্টেম্বর | বার্বাডোস | ভোর ৫টা |
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস | ১৩ সেপ্টেম্বর | গায়ানা | রাত ৯ টা |
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোস রয়্যালস | ১৫ সেপ্টেম্বর | গায়ানা | ভোর ৫টা |
এলিমিনেটর | ১৬ সেপ্টেম্বর | গায়ানা | সকাল ৬টা |
১ম কোয়ালিফায়ার | ১৭ সেপ্টেম্বর | গায়ানা | সকাল ৬টা |
২য় কোয়ালিফায়ার | ১৯ সেপ্টেম্বর | গায়ানা | সকাল ৬টা |
ফাইনাল ২২ সেপ্টেম্বর সকাল ৬ টা গায়ানা

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
2 thoughts on “ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী ও দলগুলোর স্কোয়াড”