গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী প্রকাশ পেয়েছে। গ্লোবাল সুপার লিগে এবারের আসরেও রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছে। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে।প্রথম আসরটা সাদামাটা হলেও এইবারের আসরটা জমজমাট হওয়ার আসা করছে অনেক ক্রিকেট প্রেমিরা।বাংলাদেশ সহ ৫ টি দেশের ফ্রাঞ্চাইজিকে নিয়ে শুরু হচ্ছে এবারের আসর।

এবারে আসরের সব ম্যাচগুলো হবে গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে। এবারের আসরে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশি দল রংপুর রাইডার্স এর পাশাপাশি থাকছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স,সংযুক্ত আরব আমিরাতের আইএলটি ২০ এবারের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস , বর্তমান নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

এবারের আসরের রংপুর রাইডার্স গ্রুপ পর্বে ৪ টি ম্যাচে অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনের ২য় ম্যাচে ১১ তারিখ ভোর ৫ টায় মুখোমুখি হবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ এ ১২ তারিখ রাতে হোবার্ট হারিকেন্সএর মুখোমুখি হবে রংপুর রাইডার্স।এরপর ১৬ তারিখ রাত ৮ টায় রংপুর রাইডার্সএর মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স। শেষ ম্যাচে ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগস এর বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ এর সময়সূচী এবং সকল দলের স্কোয়াড দেখতে এখানে ক্লিক্ম করুন

গ্লোবাল সুপার লীগ ২০২৫ রংপুর রাইডার্স ম্যাচের এর সময়সূচি

ম্যাচতারিখভেন্যুসময়
গায়ানা অ্যামাজন
বনাম
রংপুর রাইডার্স
১১-৭-২০২৫গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামভোর ৫টা
হোবার্ট হারিকেন্স
বনাম
রংপুর রাইডার্স
১৩-৭-২০২৫গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়াম

রাত ৮টা
দুবাই ক্যাপিটালস
বনাম
রংপুর রাইডার্স
১৬-৭-২০২৫গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামরাত ৮টা
সেন্ট্রাল স্ট্যাগস
বনাম
রংপুর রাইডার্স
১৭-৭-২০২৫গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামরাত ৮টা

[সকল সময় বাংলাদেশ সময় অনুযায়ী ]

1 thought on “গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী”

Leave a Comment