চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ আসল সময়সূচি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর সময়সূচি ঘোষণা করেছে। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে। “হাইব্রিড মডেল” সমঝোতার ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহন করবে ভারত। ভারত এর খেলাগুলো হবে আরব আমিরাত (ইউএই) মাঠে। বাংলাদেশ ক্রিকেট খেলার আসল ইতিহাস

Table of Contents

চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত-পাকিস্তান খেলা

ভারত-পাকিস্তানের খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে আকর্ষণীয় ম্যাচটি আয়োজন করা হয়েছে। দর্শকদের ও কমতি নেই এই ম্যাচটি নিয়ে। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে আগ্রহে থাকে ম্যাচটি।

চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ দলগুলোর স্কোয়াড

বাংলাদেশ দল স্কোয়াড :

তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার,পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত  (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

ভারত দল স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা,ওয়াশিংটন সুন্দর,আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি ।

পাকিস্তান দল স্কোয়াড :

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ফখর জামান, সৌদ শাকিল, তায়্যিব তাহির, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, সালমান আলী আগা,খুশদিল শাহ, আবরার আহমেদ,ফাহিম আশরাফ,মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ ও কামরান গুলাম ।

অস্ট্রেলিয়া দল স্কোয়াড :

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ম্যাথু শর্ট, ট্রাভিস হেড,ন্যাথান এলিস,জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস,অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক,জশ হ্যাজেলউড ও অ্যারন হার্ডি ।

নিউজিল্যান্ড দল স্কোয়াড :

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল,গ্লেন ফিলিপস, ন্যথান স্মিথ, উইল ইয়াং, টম ল্যাথাম, বেন সিয়ার্স, উইলিয়াম ও’রোর্ক, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন।

ইংল্যান্ড দল স্কোয়াড :

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, আদিল রশিদ,সাকিব মাহমুদ,জেমি স্মিথ ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা দল স্কোয়াড :

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, রাসি ফন ডার ডুসেন,মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি, ভিয়ান মুল্ডার ও লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান দল :

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কে কতবার নিয়েছে

১৯৯৮ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ

চ্যাম্পিয়ন: দক্ষিণ আফ্রিকা
রানার্স-আপ: ওয়েস্ট ইন্ডিজ

২০০০ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কেনিয়া

চ্যাম্পিয়ন: নিউজিল্যান্ড
রানার্স-আপ: ভারত

২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা

চ্যাম্পিয়ন: ভারত এবং শ্রীলঙ্কা

(যৌথ বিজয়ী, ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত)

২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড

চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ
রানার্স-আপ: ইংল্যান্ড

২০০৬ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্স-আপ: ওয়েস্ট ইন্ডিজ

২০০৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্স-আপ: নিউজিল্যান্ড

২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড

চ্যাম্পিয়ন: ভারত
রানার্স-আপ: ইংল্যান্ড

২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড

চ্যাম্পিয়ন: পাকিস্তান
রানার্স-আপ: ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ

গ্রুপ এ : বাংলাদেশ, নিউজিল্যান্ড,ভারত ও পাকিস্তান

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দেশ এবং সালে

দেশ জয় সাল
ভারত ২ বার ২০০২ ও ২০১৩
অস্ট্রেলিয়া ২ বার ২০০৬ ও ২০০৯
পাকিস্তান ১ বার ২০০৭
শ্রীলঙ্কা ১ বার ২০০২
দক্ষিণ আফ্রিকা ১ বার ১৯৯৮
নিউজিল্যান্ড ১ বার ২০০০
ওয়েস্ট ইন্ডিজ ১ বার ২০০৪
বাংলাদেশ ০ বার ____

চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি

( সব ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী দেখানো হয়েছে )

তারিখ দল স্টেডিয়াম সময়
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান
v
নিউজিল্যান্ড
করাচি দুপুর ৩ টা
২০ ফেব্রুয়ারিবাংলাদেশ v ভারত দুবাই দুপুর ৩ টা
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান
v
দক্ষিণ আফ্রিকা
করাচি দুপুর ৩ টা
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া
v
ইংল্যান্ড
লাহোর দুপুর ৩ টা
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান
v
ভারত
দুবাই দুপুর ৩ টা
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ
v
নিউজিল্যান্ড
রাওয়ালপিন্ডি দুপুর ৩ টা
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া
v
দক্ষিণ আফ্রিকা
রাওয়ালপিন্ডি দুপুর ৩ টা
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান
v
ইংল্যান্ড
লাহোর দুপুর ৩ টা
২৭ ফেব্রুয়ারি পাকিস্তান
v
বাংলাদেশ
রাওয়ালপিন্ডি দুপুর ৩ টা
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান
v
অস্ট্রেলিয়া
লাহোর দুপুর ৩ টা
১ মার্চ দক্ষিণ আফ্রিকা
v
ইংল্যান্ড
করাচি দুপুর ৩ টা
মার্চনিউজিল্যান্ড v ভারত দুবাই দুপুর ৩ টা
৪ মার্চ ১ম সেমি-ফাইনাল দুবাই দুপুর ৩ টা
৫ মার্চ ২য় সেমি-ফাইনাল লাহোর দুপুর ৩ টা
৯ মার্চ ফাইনাল লাহোর দুপুর ৩ টা

( ভারত ফাইনালে পৌঁছালে ফাইনাল ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে।)

ফাইনাল এর জন্য একদিন এক‌ই খেলা অন্য কোন দিনে অনুষ্ঠিত হ‌ওয়াকে রাখা হয়েছে

রিজার্ভ ডে কি?

রিজার্ভ ডে হলো নির্ধারিত দিনের খেলা কোনো কারণে না হলে বিজয়ী দল নির্ধারণের জন্য এক‌ই খেলা অন্য কোন দিনে অনুষ্ঠিত হ‌ওয়া। সাধারণত নক‌আউট রাউন্ড এর খেলার জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করা হয়।

Leave a Comment