আজ আমরা জানব জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর সম্পর্কে। জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ১ম টি- টুয়েন্টিতে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ১ম ম্যাচ জিতে সিরিজের ১-০ তে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ২য় ম্যাচে সেই জয়ের ধারা রেখে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা এদিকে ২য় ম্যাচে জয় নিয়ে সিরিজ সমতায় নিয়ে আসতে খেলবে জিম্বাবুয়ে। হারারেতে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ এ শুরু হবে ২য় টি- টুয়েন্টি ম্যাচ।
১ম ম্যাচে ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। ১ম ইনিংসে ব্রায়ান বেনেটের ৮১ রানের বড় ইনিংসে ৭ উইকেটে ১৭৫ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ২য় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নিশাঙ্কার হাফ সেঞ্চুরি ও কামিন্দু মেন্ডিসের ঝর ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। ১ম ম্যাচ হেরে ২য় ম্যাচে নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স, টিনোটেন্ডা মাপোসা, রিচার্ড নাগারাভা, মুজারাবানির আশীর্বাদ, ওয়েলিংটন মাসাকাদজা, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর, ক্লাইভ মাদানে, ট্রেভর গোয়ান্ডু।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস, চ্যারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডি, দাসুন শানাকা, দুষণ হেমন্ত, দুষ্মন্ত চামিরা, মহীশ থীকশানা, নুয়ান তুষারা, চামিকা করুনারত্নে, দুনিথ ওয়েলালাগে, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, কামিল মিশারা, ভিশেন হালামবাগে।
জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর
জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ম্যাচের লাইভ স্কোর বিভিন্ন আলাদা আলাদা টিভি চ্যানেল সহ অনলাইন ভিক্তিক বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। বাংলাদেশ থেকে স্টার স্পোর্টস দর্শকদের আলাদা কেন্দ্র বিন্দুতে থাকবে। এছারাও লাইভ স্কোর ক্রিকবাজ ,ক্রেক্সসহ আরও বিভিন্ন সাইটে।
জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ম্যাচ সময়সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৬ সেপ্টেম্বর | জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা | হারারে স্পোর্টস ক্লাব, হারারে | বিকাল ৫ টা ৩০ |
২২ বছর পর ডারউইনে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট জানতে এখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার হয়ে টি- টুয়েন্টি বিশ্বকাপে নতুন রূপে মাক্সওয়েল জানতে এখানে ক্লিক করুন

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
1 thought on “জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর”