টপ এন্ড টি- টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এ- দল ও পাকিস্তান এ- দলের ম্যাচের সময়সূচী ও স্কোয়াড প্রকাশ পেয়েছে।গত বছর টপ এন্ড টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ এ- দলের। অস্ট্রেলিয়ার ডারউইনে এবারের আসরেও অংশ নিয়েছে বাংলাদেশ এ- দল। উদ্বোধনী ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ এ- দল। বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ম্যাচটি শুরু হবে টি টেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।
নুরুল হাসান সোহান, নাইম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন এর মত জাতীয় দলের খেলোয়াড়রা আছেন বাংলাদেশ এ- দলে। বাংলাদেশ এ -দলে বোলিং আক্রমণে আছেন রিপন মণ্ডল, রাকিবুল ইসলাম, মুসফিক হাসান, মাহফুজুর রাহমান রাব্বিরা। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক সার্কিটে পরীক্ষিত না হলেও ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটে তারা অনেক সারা ফেলেছেন।
টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ এ দলের প্রস্তুতি হয়েছে বেশ দারুন। ডারউইনে নিজেদের একটি মাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এ- দল স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারায়। বাংলাদেশ এ দলের জন্য ডারউইনের আবহাওয়া- উইকেট সব কিছুই আলাদা। তবে প্রস্তুতি ম্যাচে সেখানকার উইকেটের ধরনের পার্থক্য আলাদা বাংলাদেশ এ দলের জন্য।
প্রস্তুতি ম্যাচে আগাম ধারণা পেয়েছে সোহানের দল। ডারউইনের মাঠে অনেক মাঠে অনেক বাতাস তাই কোন লেন্থে বোলিং করতে হয় সেটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যেই লেন্থে বোলিং করা হয় সেখানে সেই লেন্থে বোলিং করা সমস্যা হয়। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এ দল আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮১ রান করে।
বাংলাদেশ এ দলের জন্য ইতিবাচক হতে পারে সোহানের দক্ষ নেতৃত্ব। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ), এনসিএল, ডিপিএলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা এইবার কাজে লাগাতে চান টপ এন্ড টি টুয়েন্টি টুর্নামেন্টে।
টপ এন্ড টি – টুয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের স্কোয়াড ও সময়সূচী দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ এ- দলের স্কোয়াড
সাইফ হাসান, নাইম শেখ, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মণ্ডল, রাকিবুল হাসান, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী, আফিফ হোসাইন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, মুসফিক হাসান, হাসান মাহমুদ,নুরুল হাসান।
পাকিস্তান এ -দলের স্কোয়াড
ইয়াসির খান, আব্দুল সামাদ, ইরফান খান নিয়াজি, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, মায সাদাকাত, মেহরান মমতাজ, খাজা নাফেহ, গাজী ঘুরি, মুবাসির খান, সাদ মাসুদ, শহিদ আজিজ, উবাইদ শাহ, মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বাংলাদেশ এ – দল বনাম পাকিস্তান এ- দলের ম্যাচ সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৪ আগস্ট | বাংলাদেশ এ -দল বনাম পাকিস্তান এ -দল | মারারা ক্রিকেট গ্রাউন্ড ডারউইন | সন্ধ্যা ৭ টা |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
1 thought on “টপ এন্ড টি- টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এ- দল ও পাকিস্তান এ- দলের ম্যাচের সময়সূচী ও স্কোয়াড”