টপ এন্ড টি – টুয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের স্কোয়াড ও সময়সূচী

টপ এন্ড টি – টুয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের স্কোয়াড ও সময়সূচী প্রকাশ পেয়েছে। বাংলাদেশ এ দল অংশ নেবে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি -টুয়েন্টি সিরিজে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সফরকে সামনে রেখে সোমবার স্কোয়াড ঘোষণা করেছে। কিপার -ব্যাটার নুরুল হাসান সোহানকে অধিনায়ক করা হয়েছে এই সিরিজে।

বাংলাদেশ এ- দল টপ এন্ড টি- টুয়েন্টি সিরিজে প্রতিপক্ষ হিসাবে পাবে বিগ ব্যাশ লিগের দুই দল  মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ছারাও পাকিস্তান এ দল , নেপাল , পার্থ স্কোর্চার্স, নর্দার টেরিটরি স্ট্রাইককে। সোহানরা এই সফরে একটি চার দিনের ম্যাচে অংশ নিবেন। বাংলাদেশ এ দল ৯ আগস্ট ডারউইনে পা রাখবে। ১৪ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। এরপর যথাক্রমে খেলবে নেপাল , পার্থ স্কোর্চার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক,মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ২৪ আগস্ট হবে এই সিরিজের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। বাংলাদেশ এ দল এই সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চারদিনের ম্যাচ খেলবে দক্ষিন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশ এ দলের স্কোয়াড

নুরুল হাসান সোহান ( অধিনায়ক) সাইফ হাসান, মোহাম্মদ নাইম, জিসান আলম, ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

টপ এন্ড টি- টুয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের সময়সূচি

তারিখম্যাচ ভেন্যুসময়
১৪ আগস্ট বাংলাদেশ এ বনাম পাকিস্তান শাহিনস ডারউইন সন্ধ্যা ৭ টা
১৬ আগস্ট বাংলাদেশ এ বনাম নেপালডারউইনসন্ধ্যা ৭ টা
১৭ আগস্ট বাংলাদেশ এ বনাম পার্থ স্কর্চার্স একাডেমি ডারউইনসন্ধ্যা ৭ টা
২১ আগস্ট বাংলাদেশ এ বনাম মেলবোর্ন স্টার্স একাডেমিডারউইনসন্ধ্যা ৭ টা
২৩ আগস্ট বাংলাদেশ এ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইন বিকাল ৫ টা

২০২৫ সালের বিসিবির পুরুষ চুক্তিতে সকল খেলোয়াড়দের তালিকা জানতে এখানে ক্লিক করুন

নেদারল্যান্ডের বিপক্ষে ও এশিয়া কাপে বাংলাদেশের দলের প্রাথমিক ২৫ সদস্যের স্কোয়াড জানতে এখানে ক্লিক করুন

এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচী জানতে এখানে ক্লিক করুন

টপ এন্ড টি- টুয়েন্টি সিরিজের সময়সূচী

তারিখম্যাচ ভেন্যু সময়
১৪আগস্ট পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ ডারউইনসন্ধ্যা ৭ টা
১৫আগস্ট অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইন সকাল ১১ টা
১৫আগস্টমেলবোর্ন রেনেগেডস একাডেমি বনাম মেলবোর্ন স্টার্স একাডেমিডারউইনদুপুর ২ টা
১৫আগস্ট পার্থ স্কর্চার্স একাডেমি বনাম শিকাগো কিংসম্যানডারউইনবিকাল ৪ টা
১৫আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স বনাম নেপালডারউইন সন্ধ্যা ৬ টা
১৬আগস্টমেলবোর্ন রেনেগেডস একাডেমি বনাম অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ডারউইনসকাল ১১ টা
১৬আগস্টমেলবোর্ন স্টার্স একাডেমি বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইন দুপুর ২ টা
১৬আগস্টপাকিস্তান শাহিনস বনাম পার্থ স্কর্চার্স একাডেমি ডারউইন বিকাল ৪ টা
১৬আগস্টবাংলাদেশ এ বনাম নেপাল ডারউইন সন্ধ্যা ৭ টা
১৭আগস্টশিকাগো কিংসম্যান বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইন সকাল ১১ টা
১৭আগস্টনর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইন দুপুর ১ টা
১৭আগস্ট পার্থ স্কর্চার্স একাডেমি বনাম বাংলাদেশ এ ডারউইনসন্ধ্যা ৭ টা
১৮আগস্ট নেপাল বনাম মেলবোর্ন স্টার্স একাডেমি ডারউইন সকাল ১১ টা
১৮আগস্টনর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স বনাম অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ডারউইনদুপুর ২ টা
১৮আগস্টমেলবোর্ন রেনেগেডস একাডেমি বনাম পাকিস্তান শাহিনস ডারউইনসন্ধ্যা ৭ টা
১৯আগস্টঅ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি বনাম পার্থ স্কর্চার্স একাডেমিডারউইনসকাল ১০ টা
১৯আগস্টশিকাগো কিংসম্যান বনাম পাকিস্তান শাহিনসডারউইনদুপুর ১ টা
১৯আগস্টনেপাল বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইন বিকাল ৩ টা
১৯আগস্টডারউইনসন্ধ্যা ৬ টা
২০আগস্টশিকাগো কিংসম্যান বনাম অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ডারউইনসকাল ১০ টা
২০আগস্ট মেলবোর্ন স্টার্স একাডেমি বনাম পার্থ স্কর্চার্স একাডেমিডারউইনদুপুর ১ টা
২০আগস্ট নেপাল বনাম মেলবোর্ন রেনেগেডস একাডেমি ডারউইনবিকাল ৩ টা
২০আগস্টপাকিস্তান শাহিনস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইনসন্ধ্যা ৭ টা
২১আগস্টমেলবোর্ন রেনেগেডস একাডেমি বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইনসকাল ১০ টা
২১আগস্টস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইনদুপুর ১ টা
২১আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স বনাম শিকাগো কিংসম্যান ডারউইনবিকাল ৩ টা
২১আগস্টবাংলাদেশ এ বনাম মেলবোর্ন স্টার্স একাডেমি ডারউইনসন্ধ্যা ৭ টা
২২আগস্টমেলবোর্ন রেনেগেডস একাডেমি বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইনসকাল ১১ টা
২২আগস্টনর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্স একাডেমিডারউইনবিকাল ৩ টা
২২আগস্টপাকিস্তান শাহিনস বনাম নেপাল ডারউইনসন্ধ্যা ৭ টা
২৩আগস্টশিকাগো কিংসম্যান বনাম হোবার্ট হারিকেনস একাডেমিডারউইনসকাল ১১ টা
২৩আগস্টঅস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বনাম মেলবোর্ন স্টার্স একাডেমি ডারউইন দুপুর ২ টা
২৩আগস্টবাংলাদেশ এ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিডারউইনবিকাল ৫ টা
২৪আগস্ট১ম সেমিফাইনালডারউইনসকাল ১০ টা
২৪আগস্ট২য় সেমিফাইনাল ডারউইনসকাল ১০ টা
২৪আগস্ট ফাইনাল ডারউইন বিকাল ৪ টা

Leave a Comment