তানজিদ হাসান তামিম এর পরিচয় এবং ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে জানব। তানজিদ হাসান তামিম বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার। তানজিদ হাসান তামিম বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটার ও বটে। তানজিদ হাসান তামিম বাংলাদেশ হয়ে খেলার অভিজ্ঞতা কম থাকলেও ইতিমধ্যেই তিনি তার প্রমাণ দিয়ে আসছেন।
আজ আমরা জানব তানজিদ হাসান তামিম এর পরিচয়,বাড়ি কোথায়,উচ্চতা,বৈবাহিক জীবন, ব্যাটিং পরিসংখ্যান ,বিপিএল পরিসংখ্যান এবং অজানা বিষয় সম্পর্কে।
তানজিদ হাসান তামিম এর পরিচয়
তানজিদ হাসান তামিম বাংলাদেশ বর্তমান সময়ের সেরা ওপেনার দের মধ্যে একজন।ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশকে তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। তানজিদ হাসান তামিম বগুড়া জেলা সোনাতলা উপজেলা ফাজিলপুর গ্রাম থেকে উঠে এসেছেন।
তানজিদ হাসান তামিম এর ২০১৯-২০ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের মাধ্যমে তার অভিষেক হয়।২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতে আয়োজন করা হয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট। সেখানে তানজিদ হাসান তামিম কে নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়।
বাংলাদেশ এর হয়ে তানজিদ হাসান তামিম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ওপেনিং সামলেছেন।তিনি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন এবং সে ম্যাচ বাংলাদেশ দাপুটে জয়লাভ করে।
ফাইনালে বাংলাদেশ ভারত কে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।তানজিদ হাসান তামিম বাংলাদেশের চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য।
তানজিদ হাসান তামিম এর বাড়ি কোথায়
তানজিদ হাসান তামিম রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে উঠে এসেছেন।তানজিদ হাসান তামিম সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখান থেকেই তিনি প্রথম ক্রিকেট খেলা শুরু করেন।
তানজিদ হাসান তামিম এর উচ্চতা
তানজিদ হাসান তামিম এর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। যা একজন ব্যাটসম্যান এর উচ্চতা হিসাবে একদম সঠিক। বোলারদের মোকাবেলা করতে তার উচ্চতা অনেক সহায়ক ভূমিকা পালন করে।
তানজিম হাসান সাকিব এর পরিচয় উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা জানতে ক্লিক করুন
তানজিদ হাসান তামিম এর বয়স কত
তানজিদ হাসান তামিম ২০০০ সালে ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বয়স ২৪ বছর।
তানজিদ হাসান তামিম কি বিবাহিত
তানজিদ হাসান তামিম বিবাহ করেন নি।
তানজিদ হাসান তামিম ব্যাটিং
তানজিদ হাসান তামিম একজন বামহাতি ব্যাটসম্যান। তিনি বাংলাদেশের ওপেনার পরিশনের খেলোয়াড়।তিনি বাংলাদেশের একজন আক্রমণাত্মক ক্রিকেটার।তিনি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে তার দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে মুগ্ধ করেন সকল ক্রিকেট প্রেমীকে।
বিপিএল এ তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত ৩ টি সিজন খেলেছেন। ৩ টি সিজনেই তিনি ছিলেন দুর্দান্ত।একটি সিজনে তিনি ছিলেন চতুর্থ রান সংগ্রাহক। তানজিদ হাসান তামিম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
তানজিদ হাসান তামিম ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ |
ওয়ানডে | ২৩ | ২২ | ৪৬২ | ৮৪ | ২১.০০ | ১০০ | ৩ |
টি-টুয়েন্টি | ১৮ | ১৮ | ৩৪৫ | ৬৭ | ২১.৫৬ | ১১৪.২৩ | ৩ |
তানজিম হাসান তামিম বিপিএল ইতিহাস
তানজিদ হাসান তামিম বিপিএল ২০২১-২২ থেকে বিপিএল এ অংশগ্রহণ করে আসছেন। তানজিদ হাসান তামিম ৩টি সিজন বিপিএল এ অংশ নিলেও ৩ টি সিজনেই ৩টি আলাদা আলাদা দলের হয়ে মাঠ মাতিয়েছেন।
তানজিদ হাসান তামিম ২০২১-২২ খুলনা টাইগার্স, ২০২৩-২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ,২০২৪-২৫ ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএল খেলেন। এখন পর্যন্ত ২০২৪ বিপিএল তার ক্যারিয়ার এর সবচেয়ে উজ্জল বিপিএল। ২০২৫ বিপিএলে তিনি ১২ ম্যাচ এ ৪৮৫ রান করেন।
তানজিম হাসান তামিম বিপিএল পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ | ১০০ |
২০২১-২২ | খুলনা | ২ | ১১ | ৯ | ৫.৫০ | ৮৪.৬১ | ০ | ০ |
২০২৩-২৪ | চট্টগ্রাম | ১২ | ৩৮৪ | ১১৬ | ৩২.০০ | ১৩৫.৬ | ২ | ১ |
২০২৪-২৫ | ঢাকা | ১২ | ৪৮৫ | ১০৮ | ৪৪.০৯ | ১৪১.৩৯ | ৪ | ১ |
তানজিম হাসান তামিম অজানা বিষয়
তানজিদ হাসান তামিম বাংলাদেশের ক্রিকেট দলের সাম্প্রতি সময়ের একজন তরুণ তুর্কি ।তিনি প্রতিপক্ষের বোলাদের বিরুদ্ধে সামনে থেকে মোকবেলা করেন।
তানজিদ হাসান তামিম শুরুটা করেন সাধারণভাবেই। বাবা তেমন ভাবে ক্রিকেট খেলাটা পছন্দ না করলেও মায়ের শক্তিতেই তানজিদ হাসান তামিম আজকের ক্রিকেটার।
তানজিদ হাসান তামিম ছোট থেকেই পড়াশুনায় ছিলেন অনেক ভালো। তিনি ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলে যেতেন। তার মা তাকে শর্ত দেন পরীক্ষায় ভালো করলেই প্রতিযোগিতা মূলক ক্রিকেট এ অংশগ্রহণের সু্যোগ পাবেন। তার মার শর্ত পূরণের মাধ্যমে তিনি পরিবার থেকে খেলার সুযোগ পান। প্রতিযোগিতা মূলক ক্রিকেট এসে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তানজিদ হাসান তামিম বাংলাদেশের আগামীর একজন সম্ভাবনাময় ক্রিকেট। তিনি বাংলাদেশ কে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবেন এই আশা সকল ক্রিকেটপ্রেমীর।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.