তানজিম হাসান সাকিব এর পরিচয় উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সবার অনেক জানার আগ্রহ রয়েছে। বাংলাদেশের ক্রিকেট এ কিছু বছর আগেও ভালো মানের পেসার পাওয়া অনেকটা শামুকে মুক্তা খোঁজার মত। কিন্তু তানজিম হাসান সাকিব এর মত পেসারদের জন্য আজ বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের চোখে চোখ রেখে বল করতে পারে।
তানজিম হাসান সাকিব বাংলাদেশের একজন বোলার। তিনি একই সাথে তিনি একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তারা ভারতকে হারিয়ে এ সম্মান নিয়ে আসে।তিনি সেখানেই তার বোলিং এর যাদু দিয়ে নিজেকে প্রমাণ করেছেন।
তানজিম হাসান সাকিব এর জন্ম ও পরিচয়
তানজিম হাসান সাকিব সিলেটের বালাগঞ্জ এ ২০০২ সালের ২০ অক্টোবর জন্ম গ্রহন করেন। তানজিম সাকিব বাংলাদেশের একজন ডানহাতি বোলার। তিনি বাংলাদেশের একজন লিড বোলার ও যেতে বোলার পারে। তানজিম সাকিব সিলেট বিভাগ থেকে উঠে এসেছেন। পিতা গৌছ আলী ও মাতা সেলিনা বেগম এর ঘর আলো করে আসেন তানজিম হাসান সাকিব। ৪ ভাই বোনের মধ্যে সাকিব ছিল তৃতীয় সন্তান। ছোট বেলা থেকেই সাকিব ছিলেন অসাধারণ মেধাবী। ৫ম শ্রেনীতে তিনি বৃত্তি পান।তখন ও সে ক্রিকেট এর সাথে জড়িয়ে পরেনি।
তিনি যখন ৮ম শ্রেনীতে পড়েন তখনই তার মূলত প্রতিযোগিতা মূলক ক্রিকেট এ পথচলা।এরপরই তিনি বিকেএসপিতে ভর্তি হন।তারপর থেকে তিনি সাফল্য পেতে থাকে। অনূর্ধ্ব-১৭ হয়ে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেন। ২০১৯ সালে তার অভিষেক হয় লিস্টের ক্রিকেট এ।২০২১ সালে তিনি ফাস্ট ক্লাস ক্রিকেট খেলেন।
তানজিম হাসান সাকিব এর উচ্চতা
তানজিম হাসান সাকিব উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।যা একজন পেস বোলার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একজন পেস বোলার এর গতির সঠিক ব্যবহার করতে পারেন যখন তার উচ্চতা সঠিক হয়ে থাকে। তাই সঠিক উচ্চতা থাকাটা তানজিম হাসান সাকিব এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ।
তানজিম হাসান সাকিব কি বিবাহিত
তানজিম হাসান সাকিব বিবাহ করেছেন।
তানজিম হাসান সাকিব এর শিক্ষাগত যোগ্যতা
তানজিম হাসান সাকিব শিক্ষা জীবন শুরু করেন তার জন্মস্থান থেকেই। বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ তিনি স্কুল জীবন শুরু করেন। সেখান থেকেই তিনি পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী ) পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেন। ট্যালেন্টপুল বৃত্তি সহ স্কলারশিপ পান।
প্রাথমিক শিক্ষা পর উচ্চ শিক্ষার জন্য তিনি বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে এ ভর্তি হন। তানজিম হাসান সাকিব অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি খেলায় মনোযোগী হয়ে পরেন। এর তিনি বিকেএসপিতে খেলাধুলার পাশাপাশি পড়াশুনাও চালিয়ে যান।
তানজিম হাসান সাকিব বিপিএল ইতিহাস
তামজিদ হাসান সাকিব বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) এ ২০২৩ সালে অভিষেক ম্যাচ খেলেন। তিনি এখন পর্যন্ত বিপিএলে ৩ টি সিজন খেলেছেন। তামজিদ হাসান সাকিব ৩ টি সিজন খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
তানজিম হাসান সাকিব অভিষেক
তামজিদ হাসান সাকিব বাংলাদেশের একজন উদীয়মান খেলোয়ার। ওয়ানডেতে জাতীয় দলের হয়ে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম খেলার সুযোগ পান।
একই বছর ২০২৩ সালের ২৭ ডিসেম্বর টি-টুয়েটিতেও নিউজিল্যান্ড এর বিপক্ষে তার প্রথম মাঠে নামার সু্যোগ হয়।
জাকের আলী সম্পর্কে জানতে এখনে ক্লিক করুন
তানজিম হাসান সাকিব বোলিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | উইকেট | সর্বোচ্চ উইকেট | ইকোনোমি | ৫ উইকেট |
ওয়ানডে | ১০ | ১০ | ১৩ | ৩/১৪ | ৫.৮৮ | ০ |
টি-টুয়েন্টি | ১৮ | ১৮ | ২৪ | ৪/৭ | ৮.৪৩ | ০ |
তানজিম হাসান সাকিব ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ |
ওয়ানডে | ১০ | ৬ | ৯৫ | ৪৫ | ২৩.৮ | ৭৬.৬ | ০ |
টি-টুয়েন্টি | ১৮ | ১১ | ৬০ | ১৭ | ১০.০ | ৮৪.৫ | ০ |
তানজিম হাসান সাকিব এর এখনো টেস্ট এ অভিষেক হয়নি।
তানজিম হাসান সাকিব এর অজানা বিষয়
তানজিম হাসান সাকিব বাংলাদেশের একজন ডানহাতি বোলার। তিনি তার আজকের অবস্থানের জন্য তার কঠিন পরিশ্রম কে সাফল্যর একমাত্র চাবিকাঠি হিসাবে মেনে নিয়েছেন।তিনি তার জীবনে অনেক পরিশ্রম করেছেন যা তাকে আজকের সম্মান এনে দিয়েছে।
তানজিম হাসান সাকিব এর ক্রিকেট এর পিছনে তার মায়ের অবদান ছিলো সবচেয়ে বেশি।তার বাবা খেলাধুলা বেশি পছন্দ করতেন না।কিন্তু সাকিব ছিলেন ক্রিকেট প্রেমী। তিনি তার মাকে বুজিয়েছেন ক্রিকেট খেলে দেশের জন্য অনেক সম্মান অর্জন করা যেতে পারে।
তার মা তার বাবা বুজিয়ে তার ক্রিকেট চালিয়ে যেতে সাহস দেন।আস্তে আস্তে বাবার এ বিষয়ে তার ধারণা পাল্টে ছেলেকে সাহস দিতে থাকেন পরের গল্পটা ত সবার জানা।
তানজিম হাসান সাকিব বাংলাদেশের তরুণ খেলোয়ার। এখনো তার দেশকে দেয়ার মত অনেক বাকি আছে। সকল ক্রিকেট প্রেমীর চাওয়া তিনি বাংলাদেশের হয়ে বিশ্বজয়ের অবদান রাখবেন।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.