তাসকিন আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান

তাসকিন আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান সম্পর্কে জানবো। আজ আমরা তাসকিন আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি একজন বোলার। বাংলাদেশের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ।

তাসকিন আহমেদের পরিচয়

তাসকিন আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেট দলের খেলোয়াড়। দলে জায়গা পেয়ে তিনি সফলতার মুখ দেখেছেন। তাসকিন আহমেদ ঢাকা বিভাগ থেকে উঠে এসেছেন। তাসকিন আহমেদ ৩ এপ্রিল ১৯৯৫ সালে জন্মগ্রহন করেন। তাসকিন আহমেদ ১০ জানুয়ারি ২০০৭ সালে তার ক্রিকেট যাত্রা শুরু করেন আহবানী খেলার মাঠে। তাসকিন আহমেদ ২০১১ সালের অক্টোবরে ঢাকা মেট্রোপলিসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হন। তাসকিন আহমেদ ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন। বিপিএল-৩ এ তাসকিন আহমেদ চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন। ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্রাফের পর তাসকিন আহমেদকে সিলেট সিক্সার্স দলে সুযোগ দেওয়া হয়।

তাসকিন আহমেদ ২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া বিপক্ষে টি টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হন। ২০১৪ সালের জুনে ভারতের বিপক্ষে টি টুয়েন্টিতে তাসকিন আহমেদের ওয়ানডেতে অভিষেক হয়। ওয়ানডেতে অভিষেক ম্যাচে ৫ উইকেট শিকারি হিসাবে তিনি প্রথম বোলার। ২০১৭ সালের ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে অভিষেক হন।

তাসকিন আহমেদের শিক্ষাগত যোগ্যতা

তাসকিন আহমেদ কিং খালেদ ইনস্টিটিউ থেকে এস এস সি পাস করেন। তিনি স্ট্যামফোর্ড কলেজ থেকে এইচ এস সি পাস করেন। এরপর তাসকিন আহমেদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) তে পড়াশুনা করেন।

তাসকিন আহমেদের অভিষেক

তাসকিন আহমেদ টি- টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট তিনটি ফরম্যাটে অভিষেক হয়েছেন। তিনি ২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হন। এরপর একই বছর জুনে ভারতের বিপক্ষে টি টুয়েন্টিতে তাসকিন আহমেদের ওয়ানডেতে অভিষেক হয়। ১৭ সালের ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে অভিষেক হন।১৭ সালের ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে অভিষেক হন।

তাসকিন আহমেদের বোলিং

তাসকিন আহমেদ একজন ডানহাতি ফাস্ট বোলার। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য। তিনি তার ফাস্ট বোলিং ও লেন্সের জন্য পরিচিত। তাসকিন আহমেদ বোলিং এ অসাধারন অবদান রাখেন। তাসকিন আহমেদ এ পর্যন্ত টি- টুয়েন্টিতে ৭৬ ওয়ানডেতে ৮১ এবং টেস্টে ১৭ টি ম্যাচ খেলেছেন।

তাসকিন আহমেদের বোলিং পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ ইনিংস উইকেট সর্বোচ্চইকোনমি
টি- টুয়েন্টি ৭৬৭৪৮৮৪/১৬৭.৬০
ওয়ানডে৮১৭৯১১৭৫/২৮৫.৩৬
টেস্ট ১৭৩২৪৯৬/৬৪৩.৬৩

আরো পড়ুন

শেখ মেহেদী হাসানের পরিচয় ও বাড়ি কোথায় এবং ব্যাটিং বোলিং সহ সকল পরিসংখ্যান

পারভেজ হাসান ইমন এর পরিচয় বাড়ি কোথায় এবং ব্যাটিং পরিসংখ্যান

শামীম হোসেন পাটোয়ারীর পরিচয় ও বাড়ি কোথায় ব্যাটিংসহ সকল পরিসংখ্যান


তাসকিন আহমেদের বিপিএল ক্যারিয়ার

তাসকিন আহমেদ ২০১২ সালে চিটাগং কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ অভিষেক হন। এর পর ২০১৫ সালে ২০১৫-১৬ মৌসুমে চিটাগং কিংসের হয়ে আবার দলে ডাক পান । ২০১৭ সালে ২০১৭-১৮ মৌসুমে তাকে আবার একই দলে ডাক দেওয়া হয়। ২০১৯ সালের ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সসারসের দলে ডাক দেওয়া হয় । ২০২০ সালের ২০১৯-২০ মৌসুমে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেন। ২০২১ সালের ২০২১-২২ মৌসুমে তাকে আবার সিলেট সিক্সার দলে নেওয়া হয় । ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে ঢাকা ডায়নামাইটসে খেলেন। সর্বশেষ ২০২৫ সালের ২০২৪-২৫ মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে খেলেন।

তাসকিন আহমেদের বিপিএল পরিসংখ্যান

বছর দল ম্যাচ উইকেট সর্বোচ্চ ইকোনমি
২০১২-১৩চট্টগ্রাম৪/৩১৭.৬০
২০১৫-১৬ চট্টগ্রাম১/২৩৮.৫২
২০১৬-১৭ চট্টগ্রাম১১১৫৫/৩১৮.১১
২০১৭-১৮ চট্টগ্রাম১১১৪৩/৩১৯.৩৪
২০১৮-১৯ সিলেট ১২২২৪/২৮৮.৫৫
২০১৯-২০ রংপুর ১১৪/২৯৯.১৫
২০২১-২২সিলেট ৩/২২৮.৯২
২০২২-২৩ ঢাকা ১০৪/৯৬.০২
২০২৩-২৪ঢাকা ১২১৩২/২৭৮.৩১
২০২৪-২৫রাজশাহী ১২২৫৭/১৯৬.৪৯

তাসকিন আহমেদের অজানা বিষয়

তাসকিন আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ঢাকা বিভাগ থেকে বাংলাদেশ দলে উঠে এসেছেন। তার জন্ম ৩ এপ্রিল ১৯৯৫। তাসকিন আহমেদ মূলত ডান- হাতি ফাস্ট বোলার। তিনি বাম-হাতি ব্যাটসম্যান। তাসকিন আহমেদের বাবার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম সাবিনা ইয়াসমিন। তাসকিন আহমেদ তার শৈশব কালের বান্ধুবি সায়েদা রাবেয়া নাইমাকে বিয়ে করেন। সাকিব আল হাসানের পর তিনি এক মাত্র বোলার যিনি বিপিএল এ ১০০ উইকেট শিকার করেছেন। ২০১৫ সালে বংলাদেশ থেকে গুগলে সর্বোচ্চ সার্চ করা ৪ নম্বর ব্যাক্তি ছিলেন। তিনি সব ফরম্যাটে উইকেট শিকার করতে পারদর্শী। বাংলাদেশের বোলিং ভরসার অন্যতম নাম তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশের হয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করেন। ক্রিকেট প্রেমীদের আশা তিনি একদিন বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।

1 thought on “তাসকিন আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান”

Leave a Comment