আজ আমরা জানব দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট সম্পর্কে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এই স্টেডিয়ামটি ক্রিকেট খেলার জন্য ব্যবহার করা হয়। এর দর্শক ধারন ক্ষমতা ২৫ হাজার হলেও ৩০ হাজার দর্শক ধারণযোগ্য।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০০৯ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচ এর মাধ্যমে অভিষেক হয়। ২২ শে এপ্রিল ২০০৯ সালে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই ম্যাচে পাকিস্তান জয় লাভ করে। স্টেডিয়ামটিতে প্রথম খেলয়ার হিসাবে ৫ উইকেট নেন পাকিস্তানের শিদ আফ্রিদি। এই স্টেডিয়ামে সর্বোচ্চ বেক্তিগত রান করেন জ্যাক ক্যালিস। তিনি ১৩৫ রান করে অপরাজিত ছিলেন। এরপর পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে টি- টুয়েন্টি সিরিজের আয়োজন করে। এই স্টেডিয়ামের ২য় ম্যাচটি ছিল অজি অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডস এর শেষ ম্যাচ।
২০১০ সালে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাধ্যমে টেস্টে অভিষেক হয়। স্টেডিয়ামটিতে ২০১২ সালে পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টে তে পাকিস্তান জয় পায় যা ছিল স্টেডিয়ামটির ১ম জয়। স্টেডিয়ামটিতে টেস্ট ওয়ানডে ও টি – টুয়েন্টি তিন ফরম্যাটে অভিষেক হয়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এই পিচে ব্যাটাররা ভালো সুবিধা করতে পারে। পিচটি স্পিনারদের জন্য অনেক সহায়ক যার কারনে তারা ভালো পারফর্ম করতে পারে। এই পিচে দিনের বেলায় বিশাল কংক্রিটের ছায়ার কারনে পিচ টি দিনে ধির গতির হয়ে থাকে। তবে রাতের বেলা হালকা শিশিরের প্রভাব থাকে যা খেলাকে প্রভাবিত করে। স্টেডিয়ামটিতে বিশাল কংক্রিটের কারনে ছায়া পরে যার কারনে পিচের আচরনের পরিবর্তন দেখা যেতে পারে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরিসংখ্যান
ফরম্যাট | মোট ম্যাচ | ১ম ইনিংসে জয় | ২য় ইনিংসে জয় | গড় রান |
টি- টুয়েন্টি | ১১০ | ৫১ | ৫৮ | ১৩৯ |
ওয়ানডে | ৬৩ | ২৩ | ৩৮ | ২২০ |
টেস্ট | ১৩ | ৬ | ৪ | ৫৭৯ |
আরো পড়ুন
এশিয়া কাপে বাংলাদেশের সকল পরিসংখ্যান

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.