আজ আমরা জানব নাঈম শেখ এর ক্রিকেট ক্যারিয়ার এবং তার সকল পরিসংখ্যান সম্পর্কে। নাঈম শেখ বাংলাদেশ ক্রিকেট দলের একজন সদস্য।তিনি বাংলাদেশের হয়ে ওপেনিং পজিশনে ব্যাটিং করতে আসেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ না হলেও সুযোগ পেলে তার সামর্থের প্রমাণ দেন। তিনি বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত পারফরমেন্স না করলেও ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে তিনি থাকেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে।
নাঈম শেখ এর বাড়ি কোথায়
নাঈম শেখ ফরিদপুর জেলার শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন। জানা যায় ফরিদপুর জেলার গোয়ালচামটায় তার বাড়ি। ১৯৯৯ সালের ২২ আগস্ট বাবা আবদুল আজিজ শেখ ও মা কেয়া বেগম এর কোল আলো করে জন্ম নেন নাঈম শেখ। ছোট বেলা থেকেই নাঈম ছিল খেলাধুলা নিয়ে অনেক বেশি তৎপর।
ফরিদপুর থেকেই নাঈম শেখের ক্রিকেট এ হাতেখড়ি। তিনি ফরিদপুর জেলা দলের হয়ে নজরকাড়া ক্রিকেট খেলে ঢাকা বিভাগের হয়ে খেলার সুযোগ পান। এরপর আর পিছনে ফিরে থাকাতে হয়নি এই ওপেনারকে।
নাঈম শেখ এর ব্যাটিং
নাঈম শেখ মূলত মারমূখী ব্যাটসম্যান।তিনি দ্রুত রান তোলাতে পটু।টি-টুয়েন্টিতে ভারত এর তার দানবীয় ইনিংস এখন মানুষের মনে দাগ কেটে আছে।সেই ইনিংস দিয়েই অলোচনায় আসেন এই ব্যাটসম্যান। ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় করেন ৮১ রান করা ইনিংসটি ছিল তার ক্যারিয়া সেরা ইনিংস গুলোর মধ্যে একটি। বাংলাদেশ জাতীয় দলের টি-টুয়েন্টিতে এক সময় নিয়মিত থাকলেও টেস্ট কিংবা ওয়ানডে বিবেচনায় রাখা হত না তাকে। দিন যত এগিয়েছে নাঈম শেখ নিজেকে পরিণত করেছেন তিন ফরম্যাটের জনই।
নাঈম শেখ ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ | ১০০ |
ওয়ানডে | ৮ | ৭ | ৯৫ | ২৮ | ১৩.৫৭ | ৬০.৫০ | ০ | ০ |
টি-টুয়েন্টি | ৩৫ | ৩৫ | ৮১৫ | ৮১ | ২৩.৯৭ | ১০৩.৪২ | ৪ | ০ |
টেস্ট | ১ | ৮ | ২ | ২৪ | ১২.০০ | ২৩.৩০ | ০ | ০ |
নাঈম শেখের বিপিএল ব্যাটিং পরিসংখ্যান
নাঈম শেখ বাংলাদেশ এর একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৯ সাল থেকে নিয়মিত খেলে আসছেন। নাঈম শেখ বিপিএলে থাকে সবসময় উজ্জল।তিনি বিপিএল এর ৬ টি মৌসু্মে ৩টি দলের হয়ে খেলেছেন। ঢাকা,রংপুর ও খুলনায় হয়ে তাকে বিপিএল মাতাতে দেখা গিয়েছে।সর্বশেষ বিপিএল ২০২৪-২৫ এ তিনি যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। খুলনার হয়ে নিজের নামের পাশে যোগ করেন ৫১১ রান। নাঈম শেখ সেই মৌসুমে সেরা রান সংগ্রাহকদের মধ্যে একজন ছিলেন।
লিটন দাসের এর বাড়ি কোথায় পরিসংখ্যানসহ আরো অজানা বিষয় বিষয় জানতে এখানে ক্লিক করুন
নাঈম শেখের বিপিএল পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ | ১০০ |
২০২৪-২৫ | খুলনা টাইগার্স | ১৪ | ৫১১ | ১১১* | ৪২.৫৮ | ১৪৩.৯৪ | ৩ | ১ |
২০২৩-২৪ | ঢাকা ক্যাপিটালস | ১২ | ৩১০ | ৬৪ | ২৫.৮৩ | ১১৯.৬৯ | ২ | ০ |
২০২২-২৩ | রংপুর রাইডার্স | ১৩ | ২১৭ | ৪৫ | ১৬.৬৯ | ১১.১.২৮ | ০ | ০ |
২০২১-২২ | ঢাকা ক্যাপিটালস | ৮ | ৫০ | ১৫ | ৮.৩৩ | ৬৫.৭৮ | ০ | ০ |
২০১৯-২০ | রংপুর রাইডার্স | ১২ | ৩৫৯ | ৭৮ | ৩২.৬৩ | ১১৫.৪৩ | ২ | ০ |
২০১৮-১৯ | ঢাকা ডায়নামাইটস | ৫ | ৬২ | ২৫* | ৩১.০০ | ৯৩.৯৩ | ০ | ০ |
নাঈম শেখের এর বয়স কত
নাঈম শেখ ১৯৯৯ সালের ২২শে আগস্ট জন্মগ্রহণ করেন।এখন তার বয়স ২৫ বছর।
নাঈম শেখের উচ্চতা কত
নাঈম শেখ এর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। যা একজন ব্যাটসম্যান এর উচ্চতা হিসাবে একদম সঠিক। বোলারদের মোকাবেলা করতে তার উচ্চতা অনেক সহায়ক ভূমিকা পালন করে।
নাঈম শেখের বিবাহিত জীবন
নাঈম শেখ সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।তার স্ত্রীর নাম বাসসামা আলম।নাঈম শেখ পরিবারিক ভাবেই তার বিয়ের কাজটি শেষ করেন।
নাঈম শেখ কত টাকার মালিক
বিভিন্ন পরিসংখ্যানের দেখা গেছে নাঈম শেখের আনুমানিক সম্পদ পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।খিলক্ষেতে জেসেল টুরস অ্যান্ড ট্রাভেলসের মালিকও তিনি।
নাঈম শেখের অজানা বিষয়
নাঈম শেখ বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার। তিনি ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সেখানে বলার মত কোন পারফমেন্স না করলেও পরে তিনি নিজেকে দারুণভাবে ফিরে পান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
নাঈম শেখ ছোটবেলা থেকেই খেলাধুলা প্রমী বালক। নাঈম শেখ ছোটবেলা থেকেই ক্রিকেটের পিছনে অনেক ছুটেছেন।আশেপাশের সকল টুর্নামেন্ট এ তিনি অংশগ্রহণ করতেন।পড়ালেখার পাশাপাশি জেলার মাঠে খেলা শুরু করেছিল এবং ক্রিকেট সম্পর্কে সেখান থেকেই গভীর আগ্রহ জন্মায় যা নাঈম শেখকে আজকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে।
নাঈম শেখ তার ছোট ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন। ভালো সময় সকল এর অভিন্দন পেলেও খারাপ সময়ে তিনি সমালোচনার শিকার হয়েছেন।যা তাকে ভালো খেলার প্রতি আরো আগ্রহ করে তুলেছে। ভবিষ্যতে নাঈম শেখ বাংলাদেশকে বিশ্বসেরার আসনে বসাতে অবদান রাখবে এই প্রত্যাশা সসকল ক্রিকেট অনুরাগীর।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
2 thoughts on “নাঈম শেখ এর ক্রিকেট ক্যারিয়ার তার বাড়ি কোথায় এবং সকল পরিসংখ্যান”