নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তিনি বাংলাদেশকে তিন বিভাগেই নেতৃত্ব দিয়ে থাকেন। নাজমুল হাসান শান্ত বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার ব্যাটিং এর মাধ্যমেও তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন।
আজ আমরা জানব নাজমুল হোসেন শান্ত পরিচয় শিক্ষাগত যোগ্যতা এবং সকল পরিসংখ্যান সম্পর্কে।
নাজমুল হোসেন শান্তর জন্ম এবং পরিচয়
নাজমুল হাসান শান্ত বাংলাদেশের একজন ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত ১৯৯৮ সালে ২৫ মে জন্মগ্রহণ করেন। তার রাজশাহী বিভাগে জন্ম এবং সেখান থেকেই প্রথম ক্রিকেট খেলা শুরু করেন। তিনি মূলত একজন বাম হাতি ব্যাটসম্যান । নাজমুল হাসান বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম আস্থার একটি নাম।নাজমুল হাসান শান্ত বাংলাদেশকে তার ব্যাটিং দিয়ে অনেক সাহায্য করে আসছেন।
নাজমুল হাসান শান্ত প্রথম সামনে আসেন ২০১৬ সালের বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্স মাধ্যমে। তিনি ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এ দুটি ম্যাচ এ সেরা খেলোয়ার নির্বাচিত হন। সেবার বাংলাদেশ দেশের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও সেমি-ফাইনালে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ এর পরাজন মেনে নিতে হয়। ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন শেষ করে।
নাজমুল হাসান শান্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ২০১৭ সালে এর পর থেকে তিনি তিন ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছেন। বাংলাদেশের ঘরোয়া লীগ গুলোতেও নাজমুল হাসান শান্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) এ তিনি নিয়মিত মুখ।তিনি নিয়মিত দলের সেরাদের একজন হয়ে দলের হাল ধরে থাকেন।
নাজমুল হাসান শান্তর বেতন কত এবং কিভাবে
বর্তমান সময়ে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্রিকেট দলের সর্বোচ্চ বেতন পান। তিনি বাংলাদেশের তিন বিভাগেই নেতৃত্ব দানের জন্য তিনি বেতন পান ৯ লক্ষ ১০ হাজার বাংলাদেশি টাকা।যা বছর শেষে দাঁড়ায় ১ কোটি ১০ লাক্ষে।
টেস্টে ফরম্যাটে জন্য চুক্তির জন্য তিনি বেতন পান ৪ লক্ষ ৫০ হাজার টাকা।ওয়ানডের জন্য পান ২ লক্ষ এবং টি-টোয়েন্টিতে থাকার জন্য ১ লক্ষ .৪০ হাজার টাকা। কোন খেলোয়াড় যদি কোন ফরম্যাটের জন্য অধিনায়ক নির্বাচিত হন তিনি অতিরিক্ত ৪০ হাজার টাকা পান।নাজমুল হাসান শান্ত তিন ফরম্যাটেই অধিনায়ক তাও তিনি অতিরিক্ত ১ লক্ষ ২০ হাজার টাকা পান। যা মাস শেষে ৯ লক্ষ ১০ হাজার এসে দাঁড়ায়।
নাজমুল হোসেন শান্তর শিক্ষাগত যোগ্যতা
নাজমুল হাসান শান্ত বাংলাদেশের হয়ে খেলার পাশাপাশি সমান তালের তার পড়াশুনাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে তার পড়াশুনা চালিয়ে যাচ্ছেন।নাজমুল হাসান শান্ত সেখানে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) তে পড়ছেন।
নাজমুল হাসান শান্ত বিবাহিত জীবন
নাজমুল হাসান শান্ত ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিন সুলতানা রত্নাকে তিনি করোনাকালীন সময়ে তাকে বিয়ে করেন। সাবরিন সুলতানা রত্না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।শোনা যায় তারা দুইজন চার বছর থেকে প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
হাসান মাহমুদ এর পরিচয় শিক্ষাগত যোগ্যতা এবং বোলিং পরিসংখ্যান সম্পর্কে এখানে ক্লিক করুন
নাজমুল হাসান শান্ত ব্যাটিং
নাজমুল হাসান শান্ত দলের একজন নিয়মিত সদস্য। তিনি বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি দলের হয়ে সামনের দিকে ব্যাটিং করে থাকেন। তিনি তার ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন। যা দলকে ভালো একটি সংগ্রহের দিকে নিয়ে যায়।
নাজমুল হাসান শান্ত ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ | ১০০ |
ওয়ানডে | ৪৯ | ৪৮ | ১৫৬৫ | ১২২ | ৩৪.৭৮ | ৭৯.৩৩ | ১০ | ৩ |
টি-টুয়েন্টি | ৪৯ | ৪৭ | ৯৬০ | ৭১ | ২২.৮৬ | ১০৮.৩৬ | ৪ | ০ |
টেস্ট | ৩৫ | ৬৬ | ১৮৮৯ | ১৬৩ | ২৯.০৬ | ৫২.৪৬ | ৫ | ৫ |
নাজমুল হাসান শান্ত এর বিপিএল ইতিহাস
নাজমুল হাসান ২০১৬ সাল থেকে বিপিএল খেলে আসছেন।এখন পর্যন্ত তিনি ৪ টি দলের হয়ে বিপিএল মাতিয়েছেন। প্রায় সব সিজনেই তিনি ছিলেন দারুণ ধারাবাহিক। তিনি কুমিল্লা,খুলনা,বরিশাল এবং সিলেটের হয়ে বিপিএল খেলেছেন।
নাজমুল হাসান শান্ত বিপিএল পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ | ১০০ |
২০১৬-১৭ | কুমিল্লা | ১২ | ১৮০ | ৫৪* | ২৫.৭১ | ১০৯.৭৫ | ১ | ০ |
২০১৭-১৮ | খুলনা | ১২ | ২০৭ | ৪৯ | ১৭.২৫ | ১১৬.২৯ | ০ | ০ |
২০১৮-১৯ | খুলনা | ১০ | ১৩৮ | ৪৮ | ১৫.৩৩ | ১১২.১৯ | ০ | ০ |
২০১৯-২০ | খুলনা | ১১ | ৩০৮ | ১১৫* | ৩৮.২২ | ১৪৩.৯২ | ০ | ০ |
২০২১-২২ | বরিশাল | ১১ | ১৮৮ | ৪৫ | ২০.৮৮ | ৯১.৭০ | ০ | ০ |
২০২২-২৩ | সিলেট | ১৫ | ৫১৬ | ৮৯* | ৩৯.৬৯ | ১১৬.৭৪ | ৪ | ০ |
২০২৩-২৪ | সিলেট | ১২ | ১৭৫ | ৩৯ | ১৪.৫৮ | ৯৩.৫৮ | ০ | ০ |
নাজমুল হাসান শান্ত বোলিং
নাজমুল হাসান শান্ত ব্যাটিং এর পাশাপাশি প্রয়োজনে তিনি তার বোলিং দিয়েও দল সাহায্য করতে পারেন।বোলিং এ বলার মত কোন সাফল্য নেই। তিনি সব ফরম্যাটেই হাত ঘুরিয়েছেন।তবে ওয়ানডেতে একটি উইকেট এর দেখা পেয়েছেন।এছাড়া বাকি দুই ফরম্যাটে কোন উইকেটের দেখা এখন পর্যন্ত পাননি।
নাজমুল হাসান শান্ত এর অজানা বিষয়
নাজমুল হাসান শান্ত বাংলাদেশের একজন চমৎকার প্রতিভা।তিনি বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।নাজমুল হাসান শান্ত যখন ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এ জায়গা পান তখন থেকেই অনেকে ধরে নেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার।
নাজমুল হাসান শান্ত দেশের বাহিরে কোন লীগ হয়ে এখনো খেলেন নি। তবে দেশের ঘরোয়া লিগ গুলোর নিয়মিত মুখ তিনি। লীগগুলোতে শান্ত নিয়মিত ভালো পারফমেন্স করে আসছেন। যা তাকে আরো পরিপক্ক হতে অনেক সাহায্য করে আসছে।
নাজমুল হাসান শান্ত স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ শিরোপাটা উঁচিয়ে ধরবেন।যা বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমীও স্বপ্ন ।ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করেন তার হাত ধরেই শিরোপাটা আসবে বাংলার ঘরে।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.