আজ আমরা জানব নাসুম আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান সম্পর্কে। নাসুম আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি একজন বাহাতি অপস্পিনার বোলার।
নাসুম আহমেদের পরিচয়
নাসুম আহমেদ একজন বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার। নাসুম আহমেদ ৫ ডিসেম্বর ১৯৯৪ সালে জন্ম গ্রহন করেন। নাসুম আহমেদ সিলেট বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট দলে উঠে এসেছেন। ২০১১ সিলেট বিভাগের হয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি- টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হন। এর পর একই বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টুয়েন্টি তে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন যা বাংলাদেশকে প্রথম বারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে আসায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ১০ জুলাই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে নাসুম আহমেদ ওয়ানডে ম্যাচে অভিষেক হন।
নাসুম আহমেদের বোলিং
নাসুম আহমেদ একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি একজন বাহাতি অফ স্পিন বোলার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম নাসুম আহমেদ। নাসুম আহমেদ বাংলাদেশের হয়ে দুই ফরম্যাটে অভিষেক হয়েছেন।
নাসুম আহমেদের বোলিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | উইকেট | সর্বোচ্চ | ইকোনমি |
টি- টুয়েন্টি | ৩৯ | ৩৭ | ৪১ | ৪/১০ | ৭.০৩ |
ওয়ানডে | ১৮ | ১৭ | ১৬ | ৩/১৯ | ৪.৪৮ |
আরও পড়ুন
সাব্বির রহমানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান
নাসুম আহমেদের বিপিএল ক্যারিয়ার
নাসুম আহমেদ ২০১৫-১৬ মৌসুমে সিলেট সিক্সার্স হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে খেলেন। এর পর ২০২০ সালে ২০১৯-২০ মৌসুমে চিটাগং কিংসের হয়ে খেলেন। ২০২২ সালে ২০২১-২২ মৌসুমে আবার চিটাগাং কিংসের হয়ে খেলেন। ২০২৩ সালে ২০২২-২৩ মৌসুমে খুলনা টাইটানস এর হয়ে খেলেন। ২০২৪ সালেও তার ভালো পারফরমেন্স এর জন্য আবার খুলনা টাইটানস এ ডাক পান। এর পর ২০২৫ সালে ২০২৪-২৫ মৌসুমেও খুলনা টাইটানস এর হয়ে খেলেন।
নাসুম আহমেদের বিপিএল পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | উইকেট | সর্বোচ্চ | ইকোনমি |
২০১৬ | সিলেট সিক্সার্স | ৩ | ২ | ১/১৫ | ৬.৬৩ |
২০২০ | চিটাগং কিংস | ১৩ | ৬ | ২/১১ | ৭.২৬ |
২০২২ | চিটাগং কিংস | ১২ | ১১ | ৩/৯ | ৬.০৬ |
২০২৩ | খুলনা টাইটানস | ১২ | ৮ | ৩/১১ | ৬.৫৭ |
২০২৪ | খুলনা টাইটানস | ১০ | ৮ | ২/২১ | ৮.৫৪ |
২০২৫ | খুলনা টাইটানস | ১২ | ১৩ | ৩/১৬ | ৭.২৫ |
নাসুম আহমেদের অজানা বিষয়
নাসুম আহমেদ একজন বাংলাদেশী খেলোয়াড়। নাসুম আহমেদ ৫ ডিসেম্বর ১৯৯৪ সালে সিলেটের জালালবাদে জন্মগ্রহণ করেন। তার তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর (মর্দাপুর) গ্রামে অবস্থিত। বাংলাদেশের দুই ফরম্যাটে নাসুম আহমেদ অভিষেক হয়েছেন। নাসুম আহমেদের বাবার নাম আক্কাস আলী। নাসুম আহমেদের জার্সি নম্বর ৩০। বাংলাদেশের স্পিনার ভরসার অন্যতম নাম নাসুম আহমেদ। ক্রিকেট প্রেমীদের আসা নাসুম আহমেদ বাংলাদেশকে একদিন অন্য পর্যায়ে নিয়ে যাবেন।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.