আজ আমরা জানব পারভেজ হাসান ইমনের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে। পারভেজ হাসান ইমন একজন বাংলাদেশি প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি মূলত বাঁ -হাতি ব্যাটসম্যান। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটিং এর অন্যতম ভরসার নাম পারভেজ হাসান ইমন।
পারভেজ হাসান ইমন এর পরিচয়
পারভেজ হাসান ইমন একজন বাংলাদেশি তরুণ খেলোয়াড়। তিনি দলে জায়গা করে সফলতার মুখ দেখেছেন। পারভেজ হাসান ইমন নোয়াখালী জেলা থেকে উঠে এসেছেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে এ।
পারভেজ হাসান ইমন ২০১৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টুয়েন্টি লিগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ক্রিকেট এ অভিষেক হন। তিনি ২০১৯ সালের মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২০১৮-১৯ টুর্নামেন্টে অভিষেক হন। পারভেজ হাসান ইমন ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পান। তিনি বাংলাদেশ এর হয়ে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ জিতেছেন।
পারভেজ হাসান ইমন ২০২১ সালের ২২ মার্চ ২০১০-২১ জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথমশ্রেণীর ক্রিকেট এ অভিষেক হন। তিনি জাতীয় দলে ডাক পান জিম্বাবুয়ের বিপক্ষে। পারভেজ হাসান ইমন বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের ৩য় টি টুয়েন্টিতে অভিষেক হন।
পারভেজ হাসান ইমনের শিক্ষাগত যোগ্যতা
পারভেজ হাসান ইমনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোন তথ্য পাওয়া জায়নি।তিনি অনূর্ধ্ব ১৯ বিশকাপে বাংলাদেশ হয়ে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন। তিনি তার দক্ষ ব্যাটিং ও পারফর্মেন্স এর মাধমে একজন প্রতিভাবান ক্রিকেটার হয়ে উঠেন।
পারভেজ হাসান ইমনের ব্যাটিং
পারভেজ হাসান ইমন একজন বাংলাদেশি ডানহাতি ব্যাটসম্যান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটমান। তিনি ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিং করে থাকেন। বাংলাদেশের ওপেনিং ব্যাটিং এর অন্যতম ভরসার নাম পারভেজ হাসান ইমন।তিনি বাংলাদেশ এর হয়ে ২ টি ফরম্যাটে খেলে থাকেন। পারভেজ হাসান ইমন ফরম্যাটের সাথে মিল রেখে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন। ২০২৫ সালের মে মাসে আরব আমিরাতের বিপক্ষে টি টুয়েন্টি তে ৫৪ বলে ১০০ রান করেন।তামিম ইকবাল এর পর বাংলাদেশি ২য় সেঞ্চুরি করা ক্রিকেটার পারভেজ হাসান ইমন।
পারভেজ হাসান ইমনের ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় রান |
টি টুয়েন্টি | ১৪ | ১৪ | ৩০৪ | ১০০ | ২১.৭১ |
ওডিআই | ৩ | ৩ | ১০৮ | ৬৭ | ৩৬.০০ |
পারভেজ হাসান ইমনের বিপিএল ক্যারিয়ার
পারভেজ হাসান ইমন একজন বাঁ-হাতি ব্যাটসম্যান এবং তার স্ট্রাইক রেট অনেক ভালো। তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলেন এবং আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি প্রথম বিপিএল ক্যারিয়ারে অভিষেক হন কুমিল্লা ভেক্টরিয়া হয়ে। তিনি ২০২২ সালের ২০২১-২২ মৌসুমে কুমিল্লার হয়ে খেলেন। এর পর ২০২৩ সালের ২০২২-২৩ মৌসুমে রাজশাহী রয়েলস এর হয়ে বিপিএল দলে জায়গা পান। ২০২৪ সালের ২০২৩-২৪ মৌসুমে খুলনা টাইটানস এর হয়ে বিপিএল খেলেন। সর্বশেষ ২০২৫ সালে ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংস এর হয়ে বিপিএল মাতান এবং ভালো পারফর্মেন্স করেন।
পারভেজ হাসান ইমনের বিপিএলে ব্যাটিং পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | ব্যাটিংগড় |
২০২১-২২ | কুমিল্লা ভেক্টরিয়া | ১ | ৭ | ৭ | ৭ |
২০২২-২৩ | রাজশাহী রয়েলস | ৩ | ৩২ | ২৫ | ১০.৬৬ |
২০২৩-২৪ | খুলনা টাইটানস | ৪ | ৭৯ | ৪০ | ১৯.৭৫ |
২০২৪-২৫ | চিটাগং কিংস | ১৩ | ৩৩৮ | ৭৮ | ২৮.১৬ |
শামীম হোসেন পাটোয়ারীর পরিচয় ও বাড়ি কোথায় ব্যাটিংসহ সকল পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন
পারভেজ হাসান ইমনের অজানা বিষয়
পারভেজ হাসান ইমন একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি নোয়াখালী জেলা থেকে উঠে এসেছেন। পারভেজ হাসান ইমন ২০০২ সালের ১২ জুন জন্ম গ্রহণ করেন। তিনি বামহাঁটি ব্যাটসম্যান ও উইকেট কিপার। তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এর ফাইনাল এ ৪৭ রান সহ ৬ ইনিংস এ ১৬৬ রান করে এবং ফাইনালে ভারত এর বিপক্ষে বিশ্বকাপ জিতেন। জাতীয় দলে অভিষেক হয়ে তিনি কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি নোয়াখালী থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। পারভেজ হাসান ইমন জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে জায়গা পান।
তিনি বর্তমান চট্টগ্রামের খলিফা পট্টি এলাকায় বসবাস করেন ।তার ক্রিকেটার হওয়ার পিছনে পরিবারের সাপোর্ট থাকায় তিনি একজন ক্রিকেটার হতে পেরেছেন।তার ক্রিকেটার হওয়ার জন্য তার পরিবারের অবদান রয়েছে। ক্রিকেট এর প্রতি তার পরিবার সব সময় সমর্থন দিয়ে এসেছে যার ফলে তিনি একজন বাংলাদেশী ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ অনূর্ধ্ব -১৪, অনূর্ধ্ব ১৬ অনূর্ধ্ব ১৮ দলে খেলেছেন।পারভেজ হাসান ইমন বাংলাদেশ এর হয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করেন। পারভেজ হাসান ইমনকে ২০২৫ সালে চ্যাম্পিয়ন টফির জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সকল ক্রিকেট প্রেমির আসা পারভেজ হাসান ইমন বাংলাদেশকে এক সময় উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
1 thought on “পারভেজ হাসান ইমন এর পরিচয় বাড়ি কোথায় এবং ব্যাটিং পরিসংখ্যান”