বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (NCL) ২০২৫ এর সময় সূচী ও দলগুলোর সম্ভাব্য একাদশ

আজ আমরা জানব বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (NCL) ২০২৫ এর সময় সূচী ও দলগুলোর সম্ভাব্য একাদশ সম্পর্কে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (NCL) ২০২৫ এর সময় সূচী ও দলগুলোর সম্ভাব্য একাদশ প্রকাশিত হয়েছে। এবারের আসর শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। জাতীয় ক্রিকেট লীগ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।

জাতীয় ক্রিকেট লীগ (NCl) এর দল সমূহ

ঢাকা বিভাগ, ঢাকা মহানগরী, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ।

ঢাকা বিভাগের সম্ভাব্য একাদশ

রায়ান রহমান, আব্দুল মজিদ, তৈয়বুর রহমান, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন, রনি তালুকদার, মাহফুজুর রহমান রাব্বি, সুমন খান, সালাউদ্দিন সাকিল, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, আনামুল হক জুনিয়র।

রংপুর বিভাগের সম্ভাব্য একাদশ

মিম মোসাদ্দেক, অনিক সরকার শতু, তানবীর হায়দার, আকবর আলী, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মুসফিক হাসান, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, নাঈম ইসলাম, আবু হাসিম, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোঃ রাফি উজ্জামান রাফি, আবদুল্লাহ আল মামুন।

বরিশাল বিভাগের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ ইসলাম, রাফসান মাহমুদ, জাহিদুজ্জামান, জেহাদুল হক জেহাদ, ইফতেখার হোসেন, মঈন খান, সালমান হোসেন, ফজলে মাহমুদ, মোহাম্মদ মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত, তানভীর ইসলাম, রুয়েল মিয়া, সোহাগ গাজী, মোঃ শামসুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য একাদশ

ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মমিনুল হক, ইরফান শুক্কুর, ফাহাদ হোসেন, মেহেদী হাসান সান্টো, শামীম হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, হাসান মাহমুদ, আহমেদ শরীফ, হাসান মুরাদ, নাঈম হাসান।

রাজশাহী বিভাগের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত, সাব্বির হোসেন, সাব্বির রহমান, প্রীতম কুমার, অভিষেক রাউত, গোলাম কিবরিয়া, নাহিদ রানা, এস এম মেহেরব হাসান, আসাদুজ্জামান পায়েল, ওয়াসি সিদ্দিকী, হাবিবুর রহমান, মোহর শেখ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম, নিহাদুজ্জামান।

খুলনা বিভাগের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোঃ ইমরানুজ্জামান, আনামুল হক, আব্দুল হালিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শেখ পারভেজ জীবন, ইয়াসেন মুনতাসির, অভিষেক দাস, জায়েদ উল্লাহ, টিপু সুলতান, জিয়াউর রহমান।

ঢাকা মহানগরীর সম্ভাব্য একাদশ

আনিসুল ইসলাম ইমন, মাহফিজুল ইসলাম, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ নাইম শেখ, শাদমান ইসলাম, তাহজিবুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, আবু হায়দার রনি, আরিফ আহমেদ, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান লিমন, মারুফ মৃধা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রকিবুল হাসান, শহিদুল ইসলাম।

সিলেট বিভাগের সম্ভাব্য একাদশ

সিলেট বিভাগ তাদের সম্ভাব্য একাদশ এখনো ঘোষণা করেনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (NCL) ২০২৫ এর সময় সূচী

তারিখ ম্যাচ ভেন্যুসময়
১৪ সেপ্টেম্বররাজশাহী বিভাগ বনাম ঢাকা মহানগরীরাজশাহীসকাল ৯ টা ৩০
১৪ সেপ্টেম্বর সিলেট বিভাগ বনাম রংপুর বিভাগবগুড়াদুপুর ১ টা ৩০
১৫সেপ্টেম্বরঢাকা বিভাগ বনাম বরিশাল বিভাগরাজশাহীসকাল ৯ টা ৩০
১৫সেপ্টেম্বরখুলনা বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগবগুড়াদুপুর ১ টা ৩০
১৬সেপ্টেম্বরখুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগরাজশাহীসকাল ৯ টা ৩০
১৬সেপ্টেম্বরঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগবগুড়াদুপুর ১ টা ৩০
১৭সেপ্টেম্বরসিলেট বিভাগ বনাম বরিশাল বিভাগবগুড়াসকাল ৯ টা ৩০
১৭সেপ্টেম্বরঢাকা মহানগরী বনাম চট্টগ্রাম বিভাগরাজশাহীদুপুর ১ টা ৩০
১৮সেপ্টেম্বরঢাকা মহানগরী বনাম খুলনা বিভাগরাজশাহীসকাল ৯ টা ৩০
১৮সেপ্টেম্বর ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগবগুড়াদুপুর ১ টা ৩০
১৯ সেপ্টেম্বররংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ বগুড়াসকাল ৯ টা ৩০
১৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগরাজশাহীদুপুর ১ টা ৩০
২১সেপ্টেম্বররাজশাহী বিভাগ বনাম ঢাকা বিভাগসিলেটসকাল ১০ টা
২১সেপ্টেম্বর ঢাকা মহানগরী বনাম সিলেট বিভাগসিলেটদুপুর ২ টা
২২সেপ্টেম্বরচট্টগ্রাম বিভাগ বনাম বরিশাল বিভাগসিলেটসকাল ১০ টা
২২সেপ্টেম্বররংপুর বিভাগ বনাম খুলনা বিভাগসিলেটদুপুর ২ টা
২৩সেপ্টেম্বররাজশাহী বিভাগ বনাম সিলেট বিভাগসিলেটসকাল ৯ টা ৩০
২৩সেপ্টেম্বর ঢাকা মহানগরী বনাম ঢাকা বিভাগসিলেটদুপুর ১ টা ৩০
২৪সেপ্টেম্বররংপুর বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগসিলেটসকাল ৯ টা ৩০
২৪সেপ্টেম্বরখুলনা বিভাগ বনাম বরিশাল বিভাগসিলেটদুপুর ১ টা ৩০
২৫সেপ্টেম্বররংপুর বিভাগ বনাম রাজশাহী বিভাগসিলেটসকাল ১০ টা
২৫সেপ্টেম্বরঢাকা মহানগরী বনাম বরিশাল বিভাগসিলেটদুপুর ২ টা
২৬সেপ্টেম্বরচট্টগ্রাম বিভাগ বনাম সিলেট বিভাগসিলেটসকাল ১০ টা
২৬সেপ্টেম্বরখুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগসিলেটদুপুর ২ টা
২৭সেপ্টেম্বররাজশাহী বিভাগ বনাম বরিশাল বিভাগসিলেটসকাল ৯ টা ৩০
২৭সেপ্টেম্বরঢাকা মহানগরী বনাম রংপুর সিলেটদুপুর ১ টা ৩০
২৮সেপ্টেম্বরচট্টগ্রাম বিভাগ বনাম ঢাকা বিভাগসিলেটসকাল ৯ টা ৩০
২৮সেপ্টেম্বরখুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ সিলেটদুপুর ১ টা ৩০
৩০সেপ্টেম্বরএলিমিনেটরসিলেটদুপুর ১২ টা ৩০
৩০সেপ্টেম্বরকোয়ালিফায়ার ১সিলেটবিকাল ৫ টা
১ অক্টোবর কোয়ালিফায়ার ২সিলেটবিকাল ৫ টা
৩ অক্টোবর ফাইনাল সিলেটবিকাল ৫ টা

আরো পড়ুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী ২০২৫

1 thought on “বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ (NCL) ২০২৫ এর সময় সূচী ও দলগুলোর সম্ভাব্য একাদশ”

Leave a Comment