আজ আমরা জানব ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট, ওয়ানডে ও টি- টুয়েন্টি হেড টু হেড পরিসংখ্যান সম্পর্কে। ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজের সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ১৮ অক্টোবর ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারতের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৫ টি টি- টুয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। দুই দল টেস্টে ১১২ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া ৪৮ এবং ভারত ৩৩ ম্যাচে জয় পেয়েছে। ওয়ানডে তে হেড টু হেড পরিসংখানে অস্ট্রেলিয়া ৮৪ এবং ভারত ৫৮ ম্যাচে জয় পায়। এখানেও অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া টি- টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৩২ বার। টি- টুয়েন্টি পরিসংখানে ভারত এগিয়ে রয়েছে। ৩২ বারের দেখায় ভারত ২০ টি ম্যাচ ও অস্ট্রেলিয়া ১১ টি ম্যাচে জয় পেয়েছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট পরিসংখ্যান
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে মুখোমুখি হয়েছে ১১২ বার
| দল | ভারত | অস্ট্রেলিয়া |
| মোট জয় | ৩৩ | ৪৮ |
| হার | ৪৮ | ৩৩ |
| ড্র | ৩০ | ৩০ |
| ভারতের মাটিতে | ২৩ | ১৪ |
| অস্ট্রেলিয়ার মাটিতে | ১০ | ৩৩ |
| নিরেপেক্ষ ভেন্যুতে | ০ | ১ |
| টাই | ১ | ১ |
আরও জানুন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী
২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সময়সূচী
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে পরিসংখ্যান
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে তে মুখোমুখি হয়েছে ১৫২ বার
| দল | ভারত | অস্ট্রেলিয়া |
| মোট জয় | ৫৮ | ৮৪ |
| হার | ৮৪ | ৫৮ |
| টাই | ০ | ০ |
| ভারতের মাটিতে | ৩৩ | ৩৪ |
| অস্ট্রেলিয়ার মাটিতে | ১৪ | ৩৮ |
| নিরেপেক্ষ ভেন্যুতে | ১১ | ১২ |
| রেজাল্ট হয়নি | ১০ | ১০ |
ভারত বনাম অস্ট্রেলিয়া টি- টুয়েন্টি পরিসংখ্যান
ভারত বনাম অস্ট্রেলিয়া টি- টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৩২ বার
| দল | ভারত | অস্ট্রেলিয়া |
| মোট জয় | ২০ | ১১ |
| হার | ১১ | ২০ |
| টাই | ০ | ০ |
| ভারতের মাটিতে | ১০ | ৪ |
| অস্ট্রেলিয়ার মাটিতে | ৭ | ৫ |
| নিরেপেক্ষ ভেন্যুতে | ৩ | ২ |
| রেজাল্ট হয়নি | ০ | ০ |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.









