মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

আজ আমরা জানব মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট সম্পর্কে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অবস্থিত। বিশ্বের মধ্যে ১১ তম সবচেয়ে বড় স্টেডিয়াম ও দর্শক ধারণক্ষমতার দিক দিয়ে ২য়। স্টেডিয়ামটি নির্মাণে ৭২৫ অস্ট্রেলিয়ান ডলার খরচ হয় ১৮৫৩ সালের মুল নির্মাণ ব্যতীত। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১০০০২৪ জন।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ১৮৫৩ সালে নির্মাণ করা হয়। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ১৮৫৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে আন্তঃ ঔপনিবেশিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৮৫৬ সালে যেখানে মুখোমুখি হয় ভেক্টরিয়া ও নিউ সাউথ ওয়েলস। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ১৮৫১ সালের প্রথম দিকে ভেক্টরিয়া তাসমেনিয়া খেলেছিল কিন্তু ভেক্টরিয়ানরা ১৮৫৩ সালে তাদের দলে ২জন পেশাদার ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেছিল। যা তাসমেনিয়ানদের বিরক্ত করেছিল যার ফলে দুটি উপেনিবেসের মধ্যে সম্পরকের শীতলতা সৃষ্টি করেছিল।

এই তাসমেনিয়ানদের সন্তুষ্ট করার জন্য মেলবোর্ন ক্রিকেট ক্লাব ১০০০ পাউন্ডের বিনিময়ে উপেনিবেসিকদের যেকোনো দলের সাথে খেলার চ্যালেঞ্জ জারি করে। সিডনির পাবলিকান উইলিয়াম টাঙ্কস নিউ সাউথ ওয়েলসের পক্ষে চ্যালেঞ্জ গ্রহন করেন যদিও ভেক্টরিয়ানরা টাকার জন্য খেলার জন্য সমালোচিত হয়েছিলো। ১৮৫৬ সালের মার্চে শেষ পর্যন্ত খেলাটি শুরু হয়। ১০০০ পাউন্ডের বাজির দর নিয়ে ভেক্টরিয়ানরা প্রায় সবকিছু নিয়েই তর্ক করে। টস, কে প্রথমে ব্যাটিং করবে বিভিন্ন ইনিংসের জন্য পিচ আলাদা কিনা আম্পায়ারদের কি পোশাক পড়া উচিত সেটা নিয়েও।

ভেক্টরিয়ানরা টস জিতেছিল কিন্তু নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক  জর্জ গিলবার্ট চুক্তি দিয়েছিলেন কে আগে ব্যাট করবে তা সফরকারী দলের সিদ্ধান্ত নেওয়ায় হবে। শেষ ইনিংসে জয়ের জন্য ১৬ রানের প্রয়োজন ছিল। কিন্তু  সাউথ ওয়েলসের ৫ উইকেটে ৫ রান করার পর গিলবার্টের ব্যাটিং খেলা রক্ষা করে এবং শেষ পর্যন্ত সফরকারীরা জয় লাভ করে। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয় লাভ করে।

ইংল্যান্ড ২য় ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল যার ফলে সিরিজটি ড্র হয়েছিলো। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ১৯৭১ সালে প্রথম একদিনের  আন্তর্জাতিক  ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হয়। ২০১৫ সালেও ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যেখানে অস্ট্রেলিয়া জয় লাভ করে এবং বিশ্বকাপ অর্জন করে।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে তিন ফরম্যাটে খেলা হয়ে থাকে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের মালিক ভেক্তরিয়া রাজ্য সরকার। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ১৯৯২ সালে সাউদার্ন স্ট্যান্ড পুনর্নির্মাণ নামে সংস্করণ করা হয়। এর পর ২০০৬ সালে নর্দার্ন স্ট্যান্ড পুনর্নির্মাণ সংস্করণ করা হয়। ২০৩২ সালে প্রস্তাবিত শেন ওয়ার্ন স্ট্যান্ড পুনর্নির্মাণ নামে সংস্করণ করার কথা রয়েছে।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাট ও বোলারের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ইনিংসের শুরুতে বোলারদের জন্য সুবিধা করতে পারলেও খেলা যত এগোতে থাকে এটি ব্যাটসম্যানদের জন্য আরও ভালো সুবিধার হয়ে উঠে। এই পিচে ভালো বাউন্স পাওয়া যায়। অস্ট্রেলিয়ার এই পিচটি  অত্যন্ত প্রতিযোগিতামূলক পিচ নামে পরিচিত। এই পিচকে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতামূলক পিচ হিসাবে পরিচিত। খেলার প্রথমদিকে বোলাররা ভালো সুবিধা করতে পারে বাউন্সের জন্য। খেলা যত এগোতে থাকে ব্যাটসম্যানদের জন্য ততই সুবিধার হয়ে থাকে। ফলে ব্যাটসম্যান রা ভালো রান বের করতে পারে।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম কোথায়

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন শহর থেকে ক কিলোমিটার দূরে অবস্থিত। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্লাব দারা পরিচালিত হয়।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের আয়তন

কোন স্টেডিয়ামের সুনির্দিষ্ট আয়তন থাকে না। তবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের আয়তন ও মিটার চওড়া। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের মাঠটি ডিম্বাকৃতির এবং বেড়া থেকে বেড়া পর্যন্ত মিটার দৈর্ঘ্য ও প্রস্থ বিশাল এলাকা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ক্ষেত্রের আকার ১৭৪ মিটার x ১৪১ মিটার।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১০০০২৪ জন এর বেশি। এর মধ্যে প্রায় ৯৫ হাজার আসন রয়েছে এবং বাকিরা দাড়িয়ে দেখতে পারে। এই স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার বৃহত্তম স্টেডিয়াম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরিসংখ্যান

ফরম্যাট মোট ম্যাচ অস্ট্রেলিয়ার জয় প্রতিপক্ষের জয় গড় স্কোর
টেস্ট ১১৫৬৫৩২৩২০
ওয়ানডে ১৫৫৮৫৩৫২৬০
টি- টুয়েন্টি ২৫১২১০১৬০

আরও জানুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান এবং পিচ রিপোর্ট

1 thought on “মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট”

Leave a Comment