রিশাদ হোসেনের বাড়ি কোথায় তার উচ্চতা এবং ব্যাটিং ও বোলিং

রিশাদ হোসেন বাংলাদেশ ক্রিকেট এর একজন উজ্জল নক্ষত্র।বাংলাদেশ দল যখন একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছিল ঠিক তখনই ২০২৩ সালে রিশাদের মত একজন বিশ্বমানের লেখ স্পিনার পায় বাংলাদেশ। সেই সাথে তার দানবীয় ব্যাটিং ও প্রশংসা পাচ্ছে সকলের কাছে।

রিশাদ হোসেনের বাড়ি কোথায় তার উচ্চতা এবং ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান সকল কিছু নিয়ে আলোচোনা করব এখানে।

রিশাদ হোসেনের বাড়ি কোথায়

রিশাদ হোসেন একজন প্রতিভাবান ক্রিকেটার। তিনি উত্তরের জেলা নীলফামারী থেকে উঠে এসেছেন। তার প্রতিভাকে কাজে লাগিয়ে সে আজ বাংলাদেশ এর একজন ক্রিকেটার।যা তার জেলা এবং জেলার মানুষকে অনেক গর্বিত করছে ।

রিশাদ হোসেনের বয়স কত

রিশাদ হোসেন বাংলাদেশের স্মাট ক্রিকেটার এর মধ্যে একজন। তিনি ২০০২ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। সেই সাথে বর্তমানে তার বয়স ২২ বয়স। বয়স বাড়ার সাথে সাথে তিনি আরো এগিয়ে যাবেন এই প্রতাশা সকল বাংলাদেশ ক্রিকেটপ্রেমীর।

রিশাদ হোসেনের আন্তর্জাতিক অভিষেক

২০১৯-২০ সালের বিপিএল এর মধ্যে দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেন রিশাদ হোসেন। কিন্তু রিশাদ হোসেন এর সামনে প্রথম সু্যোগ আসে ২০২৩ সালে আয়ারল্যান্ডের এর বিপক্ষে সিরিজ দিয়ে।

রিশাদ হোসেন ২০২৩ সালে ৩১ শে মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টুয়েন্টি২০ অভিষেক হয়। একই বছর তিনি ওয়ানডেতেও অভিষেক হয়। নিউজিল্যান্ডের সাথে তিনি তার প্রথম ওয়ানডে প্রথম ওয়ানডে মাঠে নামেন।

পরের বছরেই তিনি আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৪ এ অংশগ্রহণ করেন। সেখানে বিশ্ববাসীর সামনে তিনি তার জাত চেনান। তিনি সেখানে ১৪টি উইকেট শিকার করেন।

রিশাদ হোসেন উচ্চতা কত ফুট

রিশাদ হোসেন এর উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি ।যা বাংলাদেশ এর খেলোয়ারদের থেকে কিছুটা বেশি।যা তার বোলিং এ অনেক সাহায্য করে।

রিশাদ হোসেন বিপিএল ইতিহাস

রিশাদ হোসেন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) ২০১৯ সাল থেকে খেলা শুরু করেন। সেবার তিনি রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএল এ নাম লিখান। শুরুর দিকে তেমন সারা ফেলতে না পারলেও সময়ের সাথে তিনি যে দলেই খেলেছেন আস্থার প্রতিদান দিয়েছেন।

শেষ বিপিএল ২০২৪-২৫ এর বিপিএল এ তিনি বরিশাল এর হয়ে মাঠ মাতান। ফাইলানে তার অবিশ্বাস্য ফিনিশিং এ ফাইনাল জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ। যা তার আগামীর ভালো কিছুর বার্তা দেয়।

বিগ ব্যাশে রিশাদ হোসেন

রিশাদ হোসেন দেশের বাহিরের অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পায় ২০২৪ আসরে।তিনি সেখানে হোবার্ট হারিকেন্স এর হয়ে খেলার সুযোগ পায়।তবে বিভিন্ন কারণে খেলার সু্যোগ হোয় নাই। ২০২৪ আসরে তার দল হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশে এ চ্যাম্পিয়ন হয়। সাকিব আল হাসান এর পর তিনি একমাত্র বাংলাদেশি যিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন।

রিশাদ হোসেন কি বিবাহিত

২০২৪ সালেই বিয়ের কাজ শেষ করেন রিশাদ হোসেন। তিনি নীলফামারী সদর উপজেলার সিদরাতুল মুনতাহার সাথে বিবাহ বন্ধনে অবদ্ধ হন।

রিশাদ হোসেন বোলিং পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ ইনিংস উইকেট সর্বোচ্চ
উইকেট
ইকোনোমি ৫ উইকেট
ওয়ানডে ২/৩৮ ৫.৭৬
টি-টুয়েন্টি ৩০ ২৯ ৩৮ ৩/২১ ৭.৮২

রিশাদ হোসেন ব্যাটিং পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ এভারেজ স্টাইক
রেট
৫০
ওয়ানডে ৯৯ ৪৮ ১৯.৮ ১৪১.৪৩
টি-টুয়েন্টি ৩০ ১৯ ১৫৫ ৫৩ ১০.৩৩ ১৩৪.৭৯

রিশাদ হোসেন এর এখনো টেস্ট এ অভিষেক হয়নি।

রিশাদ হোসেনের অজানা বিষয়

রিশাদ হোসেন বাংলাদেশ এর একজন লেগ স্পিন বোলার। শুরুতেই সবাই তার বোলিং এর প্রশংসা করলেও তিনি ব্যাটিং দিয়েও দলের জন্য সমান অবদান রাখতে পারেন।ইতি মধ্যে সেটির প্রমাণ সবাই পেয়েছেন।শেষের দিকে ঝড় এর বেগে রান তুলতে তিনি পটু।যা তাকে বোলিং অলরাউন্ডার হতে সাহায্য করছে।

রিশাদ হোসেন লেগ স্পিন টা করেন জোরের সাথে। বাংলাদেশ এর বর্তমান প্রেক্ষাপটে জোরের সাথে লেগ স্পিন করেন এমন স্পিনার খুজে পাওয়া কঠিন। এছাড়াও তিনি বোলিং এ বিভিন্ন ভেরিয়েশন আনতে পারেন।খুব অল্প সময়ে তিনি অনেক সাফল্যর মুখ দেখেছেন।

রিশাদ হোসেন মূলত ভালো ভাবে আলোচনায় আসেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের মধ্যে দিয়ে।শ্রীলঙ্কা বিপক্ষে খেলতে নেমে ওয়ানিন্দু হাসরাঙ্গা বলে ১ ওভারে ২৪ নিয়ে তুমুল আলোচনায় আসে এই খেলোয়ার।সেই ম্যাচ এ তিনি ১৮ বলে ৪৮ রানের এক উজ্জল ইনিংস উপহার দেন এবং বল হাতে নেন ১টি উইকেট।

রিশাদ বাংলাদেশ দলের একজন প্রতিভাবান খেলোয়ার। বিশ্বমঞ্চে এমন খেলোয়াড় বাংলাদেশ এর জন্য অনেক প্রয়োজন। রিশাদ হোসেন তার ছোট কারিয়ারে বিশ্বকাপ খেলার সম্মান অর্জন করেছেন। সময়ের সাথে রিশাদ হোসেন যাবে অনেক দূর এই আশা বাংলাদেশের পুরো ক্রিকেট প্রেমীর।

1 thought on “রিশাদ হোসেনের বাড়ি কোথায় তার উচ্চতা এবং ব্যাটিং ও বোলিং”

Leave a Comment