আজ আমরা জানবো শুভমান গিল এর পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে। শুভমান গিল একজন ভারতীয় ক্রিকেটার। শুভমান গিল বর্তমানে ভারত ক্রিকেট দলের ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অধিনায়ক। শুভমান গিল ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শুভমান গিল পাঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব প্রদেশ থেকে ভারত ক্রিকেট দলে উঠে এসেছেন।
শুভমান গিল এর পরিচয়
শুভমান গিল একজন ভারতীয় ক্রিকেটার। শুভমান গিল ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শুভমান গিল পাঞ্জাবের শিক পরিবারে জন্মগ্রহন করেন। শুভমান গিল একজন ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে ভারতের অনূর্ধ্ব -১৬ ক্রিকেটারদের জন্য একটি মর্যাদাপূর্ণ বিজয় মার্চেন্ট ট্রফির জন্য তাকে দলের অধিনায়ক করা হয়। শুভমান গিল তার পারফর্মেন্স এর জন্য ২০১৭ সালে ভারত অনূর্ধ্ব- ১৯ দলে জায়গা পান।
২০১৮ সালে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান শুভমান গিল এর। শুভমান গিল ২০১৭-১৮ সালে রঞ্জি টফিতে বাংলার বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হন। তিনি ২০১৯ সালে ভারত ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হন। ২০১৯ সালের ৩১ শে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছেন। শুভমান গিল ২০২০ সালের ২৬ শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছেন। ২০২৩ সালের ৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে টি- টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছেন।
শুভমান গিল এর শিক্ষাগত যোগ্যতা
শুভমান গিল দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। ক্রিকেট খেলায় মনোনিবেশ করায় তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা চালিয়ে যান নি। তিনি মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনি তার ক্রিকেট খেলায় যোগ্যতার মাধ্যমে ভারত ক্রিকেট দলে উঠে এসেছেন।
শুভমান গিল এর ব্যাটিং
শুভমান গিল একজন ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। ভারত ক্রিকেট দলে তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করছেন। ভারত ক্রিকেট দলে তিনি টপ অর্ডার ব্যাটসম্যান। ভারত ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম শুভমান গিল । শুভমান গিল টেস্টে, ওয়ানডে ও টি- টুয়েন্টি তিন ফরম্যাটেই অভিষেক হয়েছেন।
শুভমান গিল এর ব্যাটিং পরিসংখ্যান
| ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় রান |
| টেস্ট | ৩৯ | ৭২ | ২৮৩৯ | ২৬৯ | ৪৩.০১ |
| ওয়ানডে | ৫৮ | ৫৮ | ২৮১৮ | ২০৮ | ৫৬.৩৬ |
| টি- টুয়েন্টি | ২৯ | ২৯ | ৭৪২ | ১২৬* | ২৯.৬৯ |
শুভমান গিল এর আইপিএল ক্যারিয়ার
শুভমান গিল ২০১৮ সালে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল এ অভিষেক করেন। ২০১৯ সালে তিনি আবার কলকাতা নাইট রাইডার্স এ ডাক পান। তিনি তার ব্যাটিং পারফর্মেন্স ভালো করার কারনে কলকাতা নাইট রাইডার্স এ ২০২০ ও ২০২১ সালেও ডাক পান। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে ১.৮ কোটি রুপি দিয়ে দলে কিনে নেয়।
২০২২ সালে শুভমান গিলকে গুজরাট টাইটান্স ৮ কোটি রুপি দিয়ে তাদের দলে কিনে নেয়। শুভমান গিল ২০২২ সালে গুজরাট টাইটান্স দলে ডাক পান। এরপর ২০২৩ সালেও তিনি তার পারফর্মেন্স এর জন্য আবার ডাক পান। তিনি তার ব্যাটিং পারফর্মেন্স নিয়মিত ভালো করে যাচ্ছেন। বর্তমানে তিনি গুজরাট টাইটান্স এর অধিনায়কত্ব করছেন।
শুভমান গিল এর আইপিএল পরিসংখ্যান
| বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | ব্যাটিং গড় |
| ২০১৮ | কলকাতা নাইট রাইডার্স | ১৩ | ২০৩ | ৫৭* | ৩৩.৮৩ |
| ২০১৯ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ২৯৬ | ৭৬ | ৩২.৮৮ |
| ২০২০ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৪৪০ | ৭০ | ৩২.৮৪ |
| ২০২১ | কলকাতা নাইট রাইডার্স | ১৭ | ৪৭৮ | ৫৭* | ২৮.১১ |
| ২০২২ | গুজরাট টাইটান্স | ১৬ | ৪৮৩ | ৯৬ | ৩৪.৫০ |
| ২০২৩ | গুজরাট টাইটান্স | ১৭ | ৮৯০ | ১২৯ | ৫৯.৩৩ |
| ২০২৪ | গুজরাট টাইটান্স | ১২ | ৪২৬ | ১০৪ | ৩৮.৭২ |
| ২০২৫ | গুজরাট টাইটান্স | ১৫ | ৬৫০ | ৯৩* | ৫০.০০ |
শুভমান গিল এর অজানা বিষয়
শুভমান গিল একজন ভারতীয় ক্রিকেটার। শুভমান গিল এর ডাকনাম কাকা। তার বাবা চেয়েছিলেন তিনি একজন কৃষক হোক কিন্তু তার ক্রিকেটের প্রতি মনোবল থাকায় তিনি একজন তারকা ক্রিকেটার হয়েছেন।শুভমান গিল এর মায়ের নাম কেয়ার্ট গিল তিনি একজন গৃহিণী। শুভমান গিল দুই ভাই বোন। তার বোনের নাম শাহনীল গিল। শুভমান গিল ব্যাট করার আগে হেডফোনে মার্গসঙ্গীত শোনেন।
তিনি খেলাধুলার বাইরে শিল্প, স্থাপত্য এবং ইতিহাসের প্রতি আগ্রহী এবং সুযোগ পেলেই জাদুঘরে যান। শুভমান গিল আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯ টি সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে ১০ টি ওয়ানডে ক্রিকেটে ৮ টি এবং টি- টুয়েন্টিতে ১ টি সেঞ্চুরি করেছেন। ভারত ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম শুভমান গিল। ক্রিকেট প্রেমীদের আসা তিনি একদিন আরও অন্য পর্যায়ে যাবেন।
আরও পড়ুন
মিচেল স্টার্ক এর পরিচয় এবং বোলিং পরিসংখ্যান
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.









