আজ আমরা জানব শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট সম্পর্কে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ের আবুধাবিতে অবস্থিত। এই স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে সেরা ক্রিকেট মাঠগুলোর মধ্যে একটি। স্টেডিয়ামটি নির্মাণে ২২ মিলিয়ন ডলার খরচ করা হয়। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ২০০৪ সালে উদ্বোধন করা হয়।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস
জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ২০০৪ সালে উদ্বোধন করা হয়। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ২০০০০ হাজার জন। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের সবচেয়ে স্মরণীয় ইভেন্টগুলির মধ্যে ২০০৬ সালের ভারত বনাম পাকিস্তানের দুটি দাতব্য ম্যাচ। ম্যাচগুলির সকল অর্থ ২০০৫ সালের পাকিস্তানে ঘটে যাওয়া ভুমিকম্পের ত্রাণের জন্য আয়োজন করা হয়েছিলো।
এই স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিলো। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের হোম সিরিজ আয়োজন করতে পারে নি। এর পর তারা সংযুক্ত আরব আমিরাতে তাদের ম্যাচ গুলো আয়োজন করেছিলো। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বেশ কিছু পাকিস্তানের হোম সিরিজ গুলো খেলেছিল।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এই মাঠে ব্যাটারা ভালো সুবিধা করতে পারে। খেলার ধরনের উপর এই পিচে রান আসে। তবে টি- টুয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলার প্রবণতা বেশি দেখা যায়। এই পিচে ১ম ইনিংসে ব্যাট করা দলের থেকে গড় স্কোর ১৭০ এর কাছাকাছি থাকে। এই পিচে স্পিনার ও পেসাররাও ভালো পারফর্ম করতে পারে। স্পিনাররা এই পিচে কিছু সময় ভালো পারফর্ম করে।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম কোথায়
জায়েদ ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ের আবুধাবিতে অবস্থিত। এই স্টেডিয়ামটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান স্টেডিয়াম। যেখানে অনেক আন্তর্জাতিক ম্যাচ অনুস্থিত হয়ে থাকে। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামটি ২০০৪ সালে উদ্বোধন করা হয়।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের আয়তন
কোনো মাঠেরই নির্দিষ্ট কোন মাপ থাকে না। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ২০ হাজার জন। স্টেডিয়ামটির বড় দুটি স্ট্যান্ড রয়েছে। এই স্তেদিয়ামতির আয়তন সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এই স্টেডিয়ামটির উইকেট বর্গক্ষেত্রে অতিরিক্ত বসার জন্য ঘাসের পার তৈরি করা আছে।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ধারন ক্ষমতা
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ২০ হাজার জন। তবে দর্শক ধারন ক্ষমতা ২০ হাজার জন হলেও এর দর্শক ৩০ হাজার পর্যন্ত ধরার ক্ষমতা রয়েছে। স্টেডিয়ামটিতে অতিরিক্ত বসার জন্য অতিরিক্ত বসার জন্য ঘাসের পার তৈরি করা আছে।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচের পরিসংখ্যান
ফরম্যাট | মোট ম্যাচ | ১ম ইনিংসে জয় | ২য় ইনিংসে জয় | গড় স্কোর |
টি – টুয়েন্টি | ৯০ | ৪১ | ৪৯ | ১৩৬ |
ওয়ানডে | ৫৪ | ৩৬ | ১৮ | ২৫২ |
টেস্ট | ১৫ | ৯ | ২ | ৩৬০ |
আরও পড়ুন
এশিয়া কাপে বাংলাদেশের সকল পরিসংখ্যান
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.