শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে ১ রানে হারালো পাকিস্তান শাহীন।টপ টেন এন্ড সিরিজ ২০২৫ এ আজ বাংলাদেশ সময় দুপুর ৩ টায় মুখোমুখি হয় নেপাল বনাম পাকিস্তান শাহীন। সেই ম্যাচে নেপাল ১ রানে পাকিস্তান শাহীন এর কাছে পরাজিত হয়।এই জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে পাকিস্তান শাহীন।
টসে জিতে পাকিস্তান শাহীন প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায়। শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। আব্দুল সামাদ এবং ইয়াসির খানের ৪০ রানের জুটি কিচুটা হাফ ছেড়ে বাঁচে শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে ১ রানে হারালো পাকিস্তান শাহীন।এর পর শুরু হয় নেপালি বোলারদের টাণদব।এক এক উইকেট নিয়ে পাকিস্তান শাহীনকে চাপে রাখে দলটি। শেষের দিকে ওয়াসিম খান জুনিয়র এবং ইরফান খান নিয়াজীর ৪০ রানের জুটিতে ১৪৪ রানে সম্মান জনক পুঁজি পায় দলটি।
লক্ষ তাড়া করতে নেমে শুরুটি হোঁচট খায় নেপাল। উদ্বোধনী জুটি ভাঙ্গে দলীয় ৬ রানে। এর পর নেপাল অধিনায়কের সাথে ৫২ রানের ধীরগতির জুটি গড়েন আরেক ওপেনার আসিফ শেখ। এরপর পাকিস্তান শাহীন এর বোলারদের উপর চোরাও হতে থাকেন নেপালি ব্যাটারা। দিপেন্দ্র সিং অইরি ২১ বলে ৪১ রানের ইনিংসে জয়ের সুবাতাস বইতে থাকে নেপালি শিবিরে। শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে অধিনায়ক বল তুলে দেন স্পিনার ফয়সাল আকরাম এর হাতে।তিনি ৭ রান খরচ করে ওই ওভারে ২ উইকেট উপহার দেন দলকে। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল নেপালের। ১ রান তুলতে পারলেও ২ রানের সময় রান আউট এর শিকার হয় সেই সাথে পাকিস্তান শাহীন ১রানে জয় তুলে নেয়।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা সিরিজ ২০২৫ সময়সূচী জানতে এখানে ক্লিক করুন
ম্যাচে নেপাল সমর্থন ছিল দেখার মত।যা নেপালকে ম্যাচে টিকে রাখতে সাহায্য করে। এ জয়ে পাকিস্তান শাহীন টেবিল এর শীষে থাকল। নেপাল তলানিতেই অবস্থান করছে।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.