আজ আমরা জানব শ্রীলঙ্কা বনাম হংকং এশিয়া কাপে সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর সম্পর্কে। এশিয়া কাপের ৮ম ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কা ও হংকং। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ এ শুরু হবে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
চারিথ আসালাঙ্কা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েললাগে, চামিকা করুণারত্নে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, মহেশ তীক্ষণ, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো।
হংকং এর সম্ভাব্য একাদশ
ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, জিশান আলী, নিজাকত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রথ, কালহান চাল্লু, আয়ুষ শুক্লা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, হারুন আরশাদ, আলী হাসান, শহীদ ওয়াসিফ, মোহাম্মদ গাজানফার, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচ লাইভ স্কোর
শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচ লাইভ স্কোর আলাদা আলাদা টিভি চ্যানেল ও সকল ওয়েবসাইটে দেখা যাবে। বাংলাদেশ থেকে লাইভ স্কোর স্টার স্পোর্টস ও টি- স্পোর্টস দর্শকদের আলাদা কেন্দ্র বিন্দুতে থাকবে। এছাড়া লাইভ স্কোর ক্রিকবাজ ও আলাদা সাইটে দেখা যাবে।
শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচ সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৫ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা বনাম হংকং | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত | রাত ৮ টা ৩০ |
আরো জানুন
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.