আজ আমরা জানব সাব্বির রহমানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে। সাব্বির রহমান একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি একজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান। তিনি মূলত ডানহাতি ব্যাটস ম্যান। তিনি ব্যাটিং এর পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করে থাকেন। তিনি একজন লেগ ব্রেক বোলার।
সাব্বির রহমানের পরিচয়
সাব্বির রহমান একজন বাংলাদেশী প্রতিভাবান ক্রিকেটার। তিনি ২২ শে নভেম্বর ১৯৯১ সালে জন্মগ্রহন করেন। তিনি রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশ দলে উঠে এসেছেন। ১৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি- টুয়েন্টি ম্যাচের মাধ্যমে বাংলাদেশ দলে অভিষেক হন। এরপর ২১ শে নভেম্বর ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মাধ্যমে ওডিআই ক্রিকেটে অভিষেক হন। ২০১৬ সালের ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি অভিষেক হন।
সাব্বির রহমানের শিক্ষাগত যোগ্যতা
সাব্বির রহমানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে তিনি ঘরোয়া ক্রিকেট সহ সব আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।
সাব্বির রহমানের স্ত্রী
সাব্বির রহমানের স্ত্রীর নাম মালিহা তাসনিম অর্পা। ২০১৯ সালের ১৭ আগস্ট আফতাব নগরের সিরাজ কনভেনশন এ গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট বিবাহ সম্পন্ন করেন। ২০ আগস্ট পুলিশ কনভেনশন সেন্টারে বউ ভাত অনুষ্ঠিত হয়। তার গায়ে হলুদে নিকট আত্মীয় ছারা কেউ উপস্থিত ছিল না। সাব্বির রহমান নিজ গ্রামের বাড়িতে ২৫ আগস্ট আরেকটি বউ ভাত এর অনুষ্ঠান করেন। সে সময় তার বিয়ের অনুষ্ঠানের জন্য বিসিবি তাকে ১০ দিনের ছুটি দেন।
সাব্বির রহমানের ব্যাটিং
সাব্বির রহমান একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পাওয়ার হিটিং ব্যাটসম্যান হিসাবে পরিচিত। তিনি ডানহাতি ব্যাটসম্যান। ২০১৬ সালে তিনি এশিয়া কাপে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের পাওয়ার হিটিং ভরসার নাম সাব্বির রহমান। তিনি বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছিলেন।
সাব্বির রহমানের ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় রান |
টেস্ট | ১১ | ২২ | ৪৮১ | ৬৬ | ২৪.০৫ |
ওয়ানডে | ৬৬ | ৫৯ | ১৩৩৩ | ১০২ | ২৫.৬৩ |
টি- টুয়েন্টি | ৪৮ | ৪৭ | ৯৪৭ | ৮০ | ২৩.২৬ |
সাব্বির রহমানের বোলিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | উইকেট | সর্বোচ্চ | ইকোনমি |
টেস্ট | ১১ | ৭ | ০ | ০/১১ | ৪০৮ |
ওয়ানডে | ৬৬ | ২১ | ৩ | ১/১২ | ৬৭৬ |
টি- টুয়েন্টি | ৪৮ | ৯ | ৬ | ৩/১১ | ৬৪৯ |
আরও পড়ুন
নুরুল হাসান সোহানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান
লিটন কুমার দাস এর বাড়ি কোথায় পরিসংখ্যানসহ আরো অজানা বিষয়
সাব্বির রহমানের বিপিএল ক্যারিয়ার
সাব্বির রহমান ২০১১-১২ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল এ খেলেন। এর পর ২০১২-১৩ মৌসুমে বরিশাল এর হয়ে বিপিএলে খেলেন। ২০১৫-১৬ মৌসুমে তিনি আবার বরিশাল বুলস এর হয়ে খেলেন। ২০১৬ সালে ২০১৬-১৭ মৌসুমে আবার রংপুর রাইডার্স এর হয়ে খেলেন। এরপর ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিলেট সিক্সার্স হয়ে খেলেন। ২০১৯-২০ মৌসুমে কুমিল্লার হয়ে খেলেন। ২০২১-২২ মৌসুমে চিটাগং কিংসের হয়ে খেলেন। ২০২২-২৩ মৌসুমে খুলনা টাইটানস এর হয়ে খেলেন। এরপর ২০২৪-২৫ মৌসুমে ঢাকা দায়নামাইতস এর হয়ে খেলেন।
সাব্বির রহমানের বিপিএল পরিসংখ্যান
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | ব্যাটিং গড় |
২০১১-১২ | রংপুর রাইডার্স | ১১ | ১০৩ | ৪১* | ১৭.১৬ |
২০১২-১৩ | বরিশাল বুলস | ১২ | ২৪১ | ৬৯ | ২৪.১০ |
২০১৫-১৬ | বরিশাল বুলস | ১৩ | ১৮৯ | ৭৯ | ১৮.৯০ |
২০১৬-১৭ | রংপুর রাইডার্স | ১৫ | ৩৭৭ | ১২২ | ২৬.৯২ |
২০১৭-১৮ | সিলেট সিক্সার্স | ১১ | ২১১ | ৭০ | ২৩.৪৪ |
২০১৮-১৯ | সিলেট সিক্সার্স | ১২ | ২৭৬ | ৮৫ | ২৫.০৯ |
২০১৯-২০ | কুমিল্লা ভেক্টরিয়া | ১১ | ২০৪ | ৬২ | ১৮.৫৪ |
২০২১-২২ | চিটাগং কিংস | ৬ | ১০৯ | ৩২ | ১৮.১৬ |
২০২২-২৩ | খুলনা টাইটানস | ৫ | ৩০ | ১১* | ৭.৫০ |
২০২৪-২৫ | ঢাকা ডায়নামাইটস | ৯ | ১৮৯ | ৮২* | ৩১.৫০ |
সাব্বির রহমানের অজানা বিষয়
সাব্বির রহমান একজন বাংলাদেশী খেলোয়াড়। তিনি মূলত বাংলাদেশের পাওয়ার হিটিং হিসাবে খেলেন। তিনি ২২ শে নভেম্বর ১৯৯১ সালে জন্মগ্রহন করেন। সাব্বির রহমান রাজশাহী বিভাগ থেকে উঠে এসেছেন। জাতীয় দলে অভিষেক হয়ে তিনি অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সাব্বির রহমান টেস্ট, ওয়ানডে, টি- টুয়েন্টি তিন ফরম্যাটে অভিষেক হয়েছেন।
সাব্বির রহমানের জার্সি নাম্বার ০৭। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পাওয়ার হিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৬ সালের এশিয়া কাপে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের পাওয়ার হিটিং এর অন্যতম ভরসার নাম সাব্বির রহমান। বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের আসা তিনি একদিন বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
1 thought on “সাব্বির রহমানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান”