হাসান মাহমুদ এর পরিচয় শিক্ষাগত যোগ্যতা এবং বোলিং পরিসংখ্যান

হাসান মাহমুদ বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার।হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয় দলের একজন বোলার।তিনি বাংলাদেশের তিন বিভাগেই খেলেন থাকেন।বাংলাদেশ জাতীয় দলের বোলিং বিভাগের অন্যতম ভরসার নাম হাসান মাহমুদ।

আজ আমরা হাসান মাহমুদ এর পরিচয়,শিক্ষাগত যোগ্যতা এবং বোলিং পরিসংখ্যান সম্পর্কে জানব।

হাসান মাহমুদ এর পরিচয়

হাসান মাহমুদ মূলত একজন ডানহাতি ফাস্ট বোলার।হাসান মাহমুদ বাংলাদেশের একজন তরুন বোলার।তার দক্ষ বোলিং দিয়ে তিনি অনেকবার বাংলাদেশকে সফলতার মুখ দেখিয়েছেন।হাসান মাহমুদ লক্ষ্মীপুর জেলা থেকে উঠে এসেছেন।

হাসান মাহমুদ এর দেশের মাটিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে জাতীয় ক্রিকেট লিগ এ চট্টগ্রাম বিভাগ এর হয়ে।তিনি ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের একজন অনতম সদস্য ছিলেন।দল ভালো না করলেও হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেন।

তিনি জাতীয় দলে প্রথম ডাক পান টি-টুয়েন্টি দলে জিম্বাবুয়ের বিপক্ষে। একই সিরিজে তিনি টেস্ট ও ডাক পান।এর পরের বছর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই দলে ডাক পান।এর পর থেকে হাসান মাহমুদ কে আর পিছনে থাকাতে হয়নি। তিনি বাংলাদেশ দলের একজন একজন গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেন।হাসান মাহমুদ জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া এবং দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি লীগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) তিনি তার দুর্দান্ত বোলিং করে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

হাসান মাহমুদ এর শিক্ষাগত যোগ্যতা

হাসান মাহমুদ বর্তমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই অনেক ধারণা করে। তার এই বিষয়ে তিনি কখনই সঠিক ধারণা দেননি। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে তাদের ছাত্র হিসাবে দাবি করে আসছেন।

এই তালিকায় প্রথমেই আছেন সাউথইস্ট ইউনিভার্সিটি তারা দাবি করেন হাসান মাহমুদ তাদের ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র।তারা এ ও দাবি করেন তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এবং তার সেখানকার আইডি কার্ড রয়েছে।

সোনারগাঁও ইউনিভার্সিটি দাবি করেন হাসান মাহমুদ তাদের ইউনিভার্সিটি স্প্রিং সেমিস্টারে অনলাইনে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশনে (বিবিএ) তে পড়াশুনা করছেন। তিনি সেখানেই ভর্তি হয়েছেন তার সেশনের ক্লাস ও শুরু হয়েছে

কিন্তু এগুলোর কোন সঠিক ধারণা হাসান মাহমুদ এর কাছ থেকে পাওয়া যায়নি।

হাসান মাহমুদ এর বাড়ি কোথায় এবং পরিবার

হাসান মাহমুদ লক্ষ্মীপুর জেলা থেকে উঠে এসেছেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ ফারুক এবং মা মাহমুদা খাতুনের ঘরে জন্ম নেন এই বোলার। হাসান মাহমুদ পরিবারের ছোট ছেলে।হাসান মাহমুদের পরিবারে দুই ভাই এবং তিন বোন রয়েছে। হাসান মাহমুদের ক্রিকেট শুরু লক্ষ্মীপুর জেলা থেকেই।

হাসান মাহমুদ এর উচ্চতা

হাসান মাহমুদ এর উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি । ব্যাটসম্যানদের মোকাবেলা করতে তার উচ্চতা অনেক সহায়ক ভূমিকা পালন করে।

হাসান মাহমুদ কি বিবাহিত

হাসান মাহমুদ বিবাহ করেছেন। তিনি ০৯ জুন ২০২৩ শুক্রবার সম্পন্ন বিয়ে করেন।হাসান মাহমুদ স্ত্রীর নাম চৈতি ফারিয়া ঐশী।তিনি মাদারীপুর জেলার মেয়ে।

হাসান মাহমুদ এর অভিষেক

হাসান মাহমুদ টেস্ট,ওয়ানডে এবং টি-টুয়েন্টি সকল ফরমেটেই অভিষেক হয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন টি-টুয়েন্টি অভিষেকের মাধ্যমে। হাসান মাহমুদ ২০২০ সালের ১১ই মার্চ জিম্বাবুয়ের সাথে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ এ অংশ নেন।

এর পরের বছর অর্থাৎ ২০২১ সালের ২০ শে জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওয়ানডেতে সুযোগ পান।টেস্ট ক্রিকেট এ সুযোগ আসে ২০২৪ সালের ৩০শে মার্চ।সে ম্যাচ এ প্রতিপক্ষ হিসাবে পান শ্রীলঙ্কাকে।

হাসান মাহমুদ এর বিপিএল ইতিহাস

হাসান মাহমুদ বিপিএলে চারটি সিজন খেলেছেন।হাসান মাহমুদ ২০১৯-২০ সালের বিপিএল এ প্রথমবারের মত বিপিএল এ খেলার সুযোগ পান। তিনি প্রথম বিপিএল ঢাকার হয়ে খেলেন।এর পরের দুই আসর রংপুর এবং শেষ আসর তিনি খুলনার হয়ে খেলেন।তিনি সকল আসরেই দুর্দান্ত পারফরমেন্স করেন।

তৌহিদ হৃদয় পরিচয় বাড়ি কোথায় এবং সকল পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

হাসান মাহমুদ বিপিএল পরিসংখ্যান

বছরদলম্যাচউইকেটসর্বোচ্চইকোনমি
২০২৪-২৫খুলনা১৩১৪৩/৩৪৭.৫৭
২০২৩-২৪রংপুর১৪১৩৩/২৯৮.৬২
২০২২-২৩রংপুর১৪১৭৩/১২৭.৯৮
২০২৯-২০ঢাকা১৩১০৪/৩২৯.২০

হাসান মাহমুদ বোলিং

হাসান মাহমুদ একজন ডানহাতি ফাস্ট বোলার। তিনি বাংলাদেশের দলের বর্তমানে নিয়মিত মুখ।হাসান মাহমুদ গতি সাথে ভালো লাইন এবং লেন্থে বোলিং করতে পারেন।তিনি বাংলাদেশের হয়ে বর্তমানে তিন ফরমেটেই খেলে থাকেন।

টেস্ট,ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে হাসান মাহমুদ তার প্রতিভা দেখাচ্ছেন।ফরমেটের এর সাথে মিল রেখে দারুণ ইকোনমিতে বল করে আসছেন।হাসান মাহমুদ টেস্ট খেলেছেন এখন পর্যন্ত ১০টি উইকেট পেয়েছেন ৩১ টি।যা টেস্ট ক্রিকেট এ উইকেট নেয়ার বিবেচনায় গুরুত্বপূর্ণ ।ওয়ানডেতে হাসান মাহমুদ ২৩ টি এবং টি-টুয়েন্টি তে ২১ টি ম্যাচ খেলেছেন এই তরুণ।

হাসান মাহমুদ বোলিং পরিসংখ্যান

ফরমেটম্যাচইনিংসউইকেটসর্বোচ্চইকোনমি
টেস্ট১০১৮৩১৫/৪৩৩.৬১
ওয়ানডে২৩২২৩১৫/৩২৬.০৫
টি-টুয়েন্টি২১২১২২৩/৪৭৭.১৫

হাসান মাহমুদের অজানা বিষয়

ছোট থেকেই হাসান মাহমুদের স্বপ্ন ছিল ব্যাটসম্যান হওয়ার কিন্তু এক কোচ তার হাতের গতি দেখে তাকে বোলিংয়ে উৎসাহ দিলে এরপরই তার বোলার হিসেবে যাত্রাপথ উন্মচোন হয়। প্রচণ্ড গরমেই গ্রামের মাঠে সে খেলার সুযোগ না পেয়ে বন্ধুরা ঘরোয়া ইন্ডোর ক্রিকেট খেলত। সেখানেই হাসান এর শর্ট পিচ বল ও ইয়র্কার ছোড়ার দক্ষতা বাড়াতে থাকে।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি ছিলেন হাসানের মাহমুদের প্রিয় বোলার। ব্রেট লির মতোই গতি আর আগ্রাসী মানসিকতা ধারণ করতেন সবসময়।হাসান তার রান আপকে নিখুঁত রাখতে নিয়মিত স্লোমো ভিডিও বিশ্লেষণ করেন এবং নিজেই নিজেকে ভিডিও করে ছোট ছোট ভুল খুঁজে বের করেন। পরবর্তীতে ভূল গুলো সংশোধন করার চেষ্টা চালিয়ে যান।

হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিভার উন্নতি এতটাই যে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার পারফরম্যান্সে এমন যা জাতীয় দলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে বলে ভেবে নেয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তার কাছ থেকে আরও সাফল্য প্রত্যাশা করছেন।

Leave a Comment