২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন ভারত

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন ভারত।সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে ফাইনালে নিউজিল্যান্ড এর বিপক্ষে ভারত এবারের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে। ভারতের এবারের আসরে অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করল।

ভারত এবারের আসরের তাদের সব গুলো ম্যাচই খেলেছে দুবাইয়ে।যদিও টুর্নামেন্টটির আয়োজক ছিল পাকিস্তান কিন্তু হাইব্রিড মডেল এর অংশ হিসাবে ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলে। লাহোরে ফাইনাল হওয়ার কথা থাকলেও ভারত ফাইনালে তাদের জায়গা করে নেয়ায় দুবাইয়েই ফাইনাল আয়োজন করা হয়।

ভারত – নিউজিল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল

ভারত – নিউজিল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল হয় ৯ই মার্চ । শুরুতে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং আসে। শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে কিউরা তাদের উইকেট দিতে থাকে। শেষ পর্যন্ত গ্লান ফিলিপ ও মিচেল এর ব্যাটিংয়ে ২৫১ তুলতে পারে নিউজিল্যান্ড শিবির। জবাবে ব্যাট করতে নেমে রহিত শর্মা এবং গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে তারা ভালো সূচনা পায়।মাঝে যদিও কিছুটা ধীর হয়ে যায় রান তোলার গতি।কোহলির উইকেট যাওয়ার পর জমে যায় ফাইনাল খেলা।

আয়ার এবং পাটেল এর হাল ধরেন মাঝের খেলার।ভালো খেলা থাকা দুই জন ফিরেন জয়ের পথ সহজ করেই।শেষের দিকে রাহুল এবং জাদেজা বিপদ হতে দেন নি। ১ ওভার এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া সেই সাথে ইন্ডিয়ার ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি জয় নিশ্চিত করেন।

ভার

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া – নিউজিল্যান্ড ম্যাচ স্কোরকার্ড

নিউজিল্যান্ড স্কোরকার্ড

প্লেয়ার আউটের
ধরণ
বোলার রান চার সংখ্যা ছয় সংখ্যা স্টাইক রেট
উইল ইয়ংএলবিডব্লিউ ভরুণ
চক্রবর্তী
১৫ ৬২.২২
রচিন রবীন্দ্র বোল্ড কুলদীপ
যাদব
৩৭ ১২৭.৫৯
উইলিয়ামসন ক্যাচ কুলদীপ
যাদব
১১ ৭৮.৫৭
ডারিল
মিচেল
ক্যাচ মোহাম্মদ
শামি
৬৩ ৬২.৩৮
টম লাথাম এলবিডব্লিউ জাদেজা ১৪ ৪৬.৬৭
মাইকেল
ব্রেসওয়েল
নট আউট ৫৩ ১৩২.৫০
গ্লেন
ফিলিপস
বোল্ড ভরুণ
চক্রবর্তী
৩৪ ৬৫.৩৮
স্যান্টনাররান আউট ৮০.০০
ন্যাথান
স্মিথ
নট আউট
কাইল জেমিসন
উইল ও’রৌরকে
ভারত স্কোরকার্ড
প্লেয়ার আউটের
ধরণ
বোলার রান চার সংখ্যা ছয় সংখ্যা স্টাইক রেট
রোহিত শর্মা রান আউট রচিন রবীন্দ্র ৭৬ ৯১.৫৭
সুবমান গিল ক্যাচ স্যান্টনার ৩১ ৬২.০০
ভিরাট
কোহলি
এলবিডব্লিউ মাইকেল
ব্রেসওয়েল
৫০.০০
শ্রেয়াস
আইয়ার
ক্যাচ স্যান্টনার ৪৮ ৭৭.৪২
অক্ষর
প্যাটেল
ক্যাচ মাইকেল
ব্রেসওয়েল
২৯ ৭২.৫০
কে. এল.
রাহুল
নট আউট ৩৪ ১০৩.০৩
হার্দিক
পান্ডিয়া
ক্যাচ জেমিসন ১৮ ১০০.০০
রবীন্দ্র
জাদেজা
নট আউট ১৫০.০০
কুলদীপ
যাদব
মোহাম্মদ
শামি
ভরুণ
চক্রবর্তী

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল সেরা খেলোয়ার কে

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল সেরা খেলোয়ার হলেন রোহিত শর্মা । তিনি ফাইনালে দারুণ একটা ইনিংস উপহার দেন।তিনি ফাইনালে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং দল কে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি জিততে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখেন।

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট সেরা খেলোয়ার কে

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট সেরা খেলোয়ার এর পুরস্কার জিতেন রচিন রবীন্দ্র।

ভারত কতবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এবং কত সালে

ভারত ৩ বার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করতে পেরেছে। ২০০২ সালে প্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে তারা শিরোপার স্বাদ পায়।এরপর ১১ বছর পার হলেও শিরোপাটা আর ছুয়ে দেখা হয়নি। ২০১৩ সালে ইংল্যান্ড ও ওয়েলস এ বসে চ্যাম্পিয়ন ট্রফির আসর। আর সেখানে ধোনির নেতৃতে আবার চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

এর পরের সময়টা আরো লম্বা। ১২ বছর চ্যাম্পিয়ন ট্রফির আসর বসে পাকিস্তানে। রহিত শর্মার নেতৃতে ভারত পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে কাপ নিয়ে ঘরে ফিরে। যা ভারতের ক্রিকেট ইতিহাস যুগে যুগে মনে রাখবে।

সাল ফাইনালে প্রতিপক্ষ আয়োজক দেশ
২০০২ শ্রীলঙ্কা (যৌথ চ্যাম্পিয়ন) শ্রীলঙ্কা
২০১৩ ইংল্যান্ড
ইংল্যান্ড ও ওয়েলস
২০২৫ নিউজিল্যান্ড পাকিস্তান

চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত

চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত বলাই যায় সফল একটি দল। এখন পর্যন্ত ১০টি আসরে তারা ৩বার এই শিরোপা ছুয়ে দেখেছেন। সবশেষ আসরেও তারা এই জয় লাভ করে। এছাড়াও ২০০২ এবং ২০১৩ সালেও তারা চ্যাম্পিয়ন হয়। ভারত এই টুর্নামেন্ট এ সফল দল।তাদের সমান শিরোপা এখনও কোন দল অর্জন করতে পারে নাই। চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দেশ এবং কত সালে

ভারত দল এখন পর্যন্ত ২ বার রানার আপ হয়েছে।তারা মোট ৫ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।যা ভারতের জন্য অনেক গর্বের।তারা চ্যাম্পিয়ন ট্রফিকে রীতিমত তাদের সম্পত্তি বানিয়ে নিয়েছে।তাই বলা যেতেই পারে ভারত আগামীতেও চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের আরও ছাড়িয়ে যাবে এই আশা সকল ক্রিকেট প্রেমীরা করতেই পারে

1 thought on “২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন ভারত”

Leave a Comment