২০২৫ সালের বিসিবির পুরুষ চুক্তিতে সকল খেলোয়াড়দের তালিকা প্রকাশ পেয়েছে।বিসিবি টেস্ট বিশেষজ্ঞদের সুবিধার্থে তাদের বেতন নীতি ফরম্যাট ভিত্তিক থেকে গ্রেট ভিত্তিক করেছে। আগের নীতিমালায় ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটারদের যথাযথভাবে পুরস্কৃত করাকে কঠিন বলে মনে করতো। নাজমুল আবেদীন ফাহিম বিসিবির অপারেশন চেয়ারম্যান সাম্প্রাতিক বোর্ড সভায় বলেছেন কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট ক্রিকেটারদের যথাযথ পুরস্কৃত করা হবে।
গ্রেট ভিত্তিক খেলোয়াড়দের বেতন তালিকা
বিসিবি খেলোয়ারদের ৫ টি গ্রেট এ ভাগ করেছেন এবং তাদের মাসিক বেতন নির্বাচন করেছেন। এ + গ্রেট ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় হিসাবে রয়েছেন তাসকিন আহমেদ। তার মাসিক বেতন ১০ লক্ষ টাকা (৮২০০ মার্কিন ডলার) । এ গ্রেট ক্যাটাগরি খেলোয়াড়দের মাসিক বেতন ধরা হয়েছে ৮ লক্ষ টাকা (৬২০০ মার্কিন ডলার)। গ্রেট বি তে থাকা খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ৬ লক্ষ টাকা ( ৪৯০০ মার্কিন ডলার)। সি গ্রেট ক্যাটাগরি খেলোয়াড়দের মাসিক বেতন ধরা হয়েছে ৪ লক্ষ টাকা ( ৩৩০০ মার্কিন ডলার)।
তাসকিন আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন
নুরুল হাসান সোহানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন
গ্রেট ভিত্তিক খেলোয়াড়দের তালিকা
গ্রেট ক্যাটাগরি | খেলোয়াড়দের নাম |
এ+ | তাসকিন আহমেদ |
এ | নাজমুল হাসান শান্ত ,মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম |
বি | মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, তৌহীদ হৃদয়, নাহিদ রানা, হাসান মাহমুদ |
সি | সাদমান আলী, সোহেল হাসান, জাকির হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান,শেখ মাহেদী |
ডি | নাসুম আহমেদ, খালেদ আহমেদ |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.