২২ বছর পর ডারউইনে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট।সেই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ডারউইনে হতে পারে ২ টেস্ট সিরিজের ১ টি ম্যাচ। ম্যাচটি হবে নর্দান টেরিটরির এই শহরে। সিরিজটি আইসিসির সময়সূচী অনুযায়ী ২০২৭ সালে হওয়ার কথা ছিল। কিন্তু ওইসময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ টেস্ট খেলার আয়োজন করা হয়েছে যেখানে প্রতিপক্ষ দল হবে ইংল্যান্ড। তাই সেই খেলার জন্য অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের টেস্ট সিরিজের সময় আগিয়ে নিয়ে ২০২৬ সালে নিয়ে আসা হয়েছে।
ওই সময় অস্ট্রেলিয়ার শীতকাল হওয়ায় মুল ভেনুতে খেলা হয় না। ফলে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার সিরিজ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ডারউইনের ক্রিকেট মাঠ। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বনাম দক্ষিণ আফ্রিকার টি- টুয়েন্টি সিরিজের মাধ্যমে ২ টি ম্যাচ আয়োজন করা হয়েছিলো ১৭ বছর পর এই মাঠে। এই স্টেডিয়ামের মাঠের সুবিধা ও পরিবেশে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। ফলে ২২ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরাটাও সময়ের ব্যাপার।
আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন। ডারউইনে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। ডারউইনের আবহাওয়া ও পরিবেশ ক্রিকেট খেলার জন্য উপযুক্ত। ২০০৮ সালে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ ডারউইনে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিলো। এর আগে ডারউইনে ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ অনুস্থিত হয়েছিল। তাই এবার ডারউইনে দেখা যেতে পারে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের ম্যাচ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী
এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.