অস্ট্রেলিয়ার হয়ে টি- টুয়েন্টি বিশ্বকাপে নতুন রূপে মাক্সওয়েল

অস্ট্রেলিয়ার হয়ে টি- টুয়েন্টি বিশ্বকাপে নতুন রূপে মাক্সওয়েলকে দেখা যাবে।আগামী টি- টুয়েন্টি বিশ্বকাপের বোলার হিসাবে দায়িত্ব পালন করতে চান গ্লেন ম্যাক্সওয়েল। নতুন বলে পাওয়ার প্লে তে ব্যাটসম্যানদের আটকে রাখার লক্ষ্য এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। মাক্সওয়েল সেই লক্ষ্যে নিজের প্রস্তুতি সেরে ফেলেছেন। চলতি টি- টুয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে পাওয়ার প্লেতে ২ টি করে ওভার করেছেন ৩৬ বছর বয়সী এই অফ স্পিনার।

শেষ টি- টুয়েন্টি অর্থাৎ তৃতীয় টি- টুয়েন্টির আগে সংবাদ সম্বেলনে মাক্সওয়েল জানান তিনি আগামী টি- টুয়েন্টি বিশ্বকাপে নতুন বলে নিয়মিত বোলিং করতে চান। মাক্সওয়েল আন্তর্জাতিক টি- টুয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ টি উইকেট নিয়েছেন। তিনি পাওয়ার প্লেতে ১৭ টি উইকেট নিয়েছেন। মাক্সওয়েল আইপিএলে নতুন বলে বেশ কার্যকর।

মাক্সওয়েল ২০২২ সালের আসরের পর থেকে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে ওভার প্রতি মাত্র ৭.৩০ রান দিয়েছেন। এবং ৮ টি গুরুত্বপূর্ণ উইকেট ও নিয়েছেন।

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ জানতেন এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে হেড টু হেড পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

মাক্সওয়েলের বোলিং পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ ইনিংস উইকেট সর্বোচ্চইকোনমি
টেস্ট ৪/১২৭ ৪.৪২
টি- টুয়েন্টি ১২৩৮২ ৪৯ ৩/১০৮.১৭
ওয়ানডে ১৪৯১১৯৭৭৪/৪০৫.৪৬
আইপিএল ১৪১ ৮৫ ৪১২/১৫ ৮.২৯

Leave a Comment