ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা হেড টু হেড পরিসংখ্যান এবং স্কোয়াড প্রকাশ পেয়েছে।ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজের সময়সূচী প্রকাশ পেয়েছে। ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা। ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার খেলা দর্শকদের কেন্দ্রবিন্দুতে থাকে। ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকা ওয়ানডেতে হেড টু হেড এ ভালো অবস্থানে ওয়ানডেতে।
দুই দল ওয়ানডেতে ৭১ বার মুখোমুখি হয়েছে। টি- টুয়েন্টিতেও সাউথ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে হেড টু হেড এ ভালো অবস্থানে রয়েছে। টি টুয়েন্টিতে দুই দল ২৬ বার মুখোমুখি হয়েছে। ওয়ানডেতে সাউথ আফ্রিকা ৩৫ টি জয় পায় এবং ইংল্যান্ড ৩০ টি ম্যাচে জয় পায়। টি – টুয়েন্টিতে ২৬ বারের মুখোমুখিতে সাউথ আফ্রিকা ১৩ টি এবং ইংল্যান্ড ১২ টি ম্যাচে জয় পায়।
সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড দলের ওয়ানডে স্কোয়াড
হ্যারি ব্রুক, টম ব্যান্টন, জস বাটলার, বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, উইল জ্যাকস, জেমি ওভারটন, রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, সাকিব মাহমুদ, আদিল রশিদ।
সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড দলের টি- টুয়েন্টি স্কোয়াড
হ্যারি ব্রুক, টম ব্যান্টন, জস বাটলার, বেন ডাকেট, জেমি স্মিথ, ফিল সল্ট, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, রেহান আহমেদ, জোফরা আর্চার, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লুক উড।
ইংল্যান্ডর বিপক্ষে সাউথ আফ্রিকা দলের স্কোয়াড
সাউথ আফ্রিকা দলের স্কোয়াড এখনো প্রকাশিত হয়নি
শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৫ এর সময়সূচী ও সকল পরিসংখ্যান দেখতে এখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে হেড টু হেড পরিসংখ্যান দেখতে এখানে ক্লিক করুন
ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে পরিসংখ্যান
ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে মুখোমুখি ৭১ বার
দল | ইংল্যান্ড | সাউথ আফ্রিকা |
মোট জয় | ৩০ | ৩৫ |
হার | ৩৫ | ৩০ |
টাই | ১ | ১ |
ইংল্যান্ডের মাটিতে | ১৭ | ৬ |
সাউথ আফ্রিকার মাটিতে | ৩ | ২০ |
নিরপেক্ষ ভেন্যুতে | ১০ | ৯ |
রেজাল্ট হয় নি | ৫ | ৫ |
ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা টি- টুয়েন্টিতে মুখোমুখি ২৬ বার
দল | ইংল্যান্ড | সাউথ আফ্রিকা |
মোট জয় | ১২ | ১৩ |
হার | ১৩ | ১২ |
টাই | ০ | ০ |
ইংল্যান্ডের মাটিতে | ৪ | ৫ |
সাউথ আফ্রিকার মাটিতে | ২ | ৩ |
নিরপেক্ষ ভেন্যুতে | ৬ | ৫ |
রেজাল্ট হয় নি | ১ | ১ |

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.