আজ আমরা জানব পাকিস্তান বনাম আফগানিস্তান ফাইনাল ম্যাচের একাদশ ও লাইভ স্কোর সম্পর্কে। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচে জয়ের মাধ্যমে ফাইনালে উঠে পাকিস্তান। সেই ম্যাচ হেরে ফাইনালে যাওয়ার সপ্ন শেষ হয় সংযুক্ত আরব আমিরাতের। ৪ ম্যাচের ৩ টি তে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান। ৩ ম্যাচের ২ টি তে জয় ও একটিতে হার নিয়ে ২য় অবস্থানে আফগানিস্তান। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠে আফগানিস্তান। ৬ সেপ্টেম্বর ফাইনালে জয়ের লড়াইয়ে খেলবে পাকিস্তান ও আফগানিস্তান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাহেবজাদা ফারহান, ফখর জামান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, সালমান মির্জা, হাসান আলী, খুশদিল শাহ, সুফিয়ান মুকিম, সাইম আইয়ুব, সালমান আলী আগা, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হারিস রউফ, হুসেন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানত, রশিদ খান, ফজলহক ফারুকী,নূর আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, আবদুল্লাহ আহমেদজাই, সিদিকুল্লাহ অটল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, দারবিশ রসুলী, আল্লাহ মোহাম্মদ গাজানফার, গুলবাদিন নায়েব, মোহাম্মদ ইসহাক, ফরিদ আহমেদ মালিক।
পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ লাইভ স্কোর
পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ স্কোর বিভিন্ন আলাদা আলাদা টিভি চ্যানেল সহ অনলাইন ভিক্তিক বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। বাংলাদেশ থেকে টি- স্পোর্টস দর্শকদের আলাদা কেন্দ্র বিন্দুতে থাকবে। পাকিস্তান থেকে পিটিভি স্পোর্টস খেলা সরাসরি সম্প্রচার করা হবে। এছারাও লাইভ স্কোর ক্রিকবাজ ট্যাপম্যাড,ক্রেক্সসহ আরও বিভিন্ন সাইটে।
পাকিস্তান বনাম আফগানিস্তান ফাইনাল ম্যাচ সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৬ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম আফগানিস্তান | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ | রাত ৮ টা ৩০ |
জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা ২য় টি- টুয়েন্টি সম্ভাব্য একাদশ ও লাইভ স্কোর জানতে এখানে দেখুন
২২ বছর পর ডারউইনে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট জানতে এখানে ক্লিক করুন

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.