আজ আমরা জানবো এশিয়া কাপে বাংলাদেশের সকল পরিসংখ্যান সম্পর্কে। বাংলাদেশ শুধু এশিয়া কাপের একটি আসর খেলেনি। ১৯৮৪ সালে এশিয়া কাপের যাত্রা শুরু হয়। বাংলাদেশ এশিয়া কাপে যাত্রা শুরু করে ১৯৮৬ সালে। এর পর থেকে সবগুলো আসর খেলে আসছে বাংলাদেশ। এশিয়া কাপের ১৬ টি আসরের মধ্যে ২ টি হয়েছে টি- টুয়েন্টি সংরক্ষণে। বাকি ১৪ টি হয়েছে ওয়ানডে সংরক্ষণে।
এশিয়া কাপে বাংলাদেশের সকল পরিসংখ্যান
বাংলাদেশ শুধু এশিয়া কাপে একটি আসর বাদে সকল আসর খেলেছে। বাংলাদেশ ১৯৮৬ সালে এশিয়া কাপে যাত্রা শুরু করে। বাংলাদেশ এশিয়া কাপের ওয়ানডে সংরক্ষণে ৪৩ টি ম্যাচের মধ্যে ৭ টি তে জিতেছে হেরেছে ৩৬ টি ম্যাচে। টি- টুয়েন্টি সংরক্ষণে ৭ ম্যাচে ৩ টি জয় পেয়েছে হেরেছে ৪ টি তে।
এশিয়া কাপে শিরোপার স্বাদ না পেলেও ৩ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সংরক্ষণে ২ বার (২০১২ ও ২০১৮) সালে। একবার টি – টুয়েন্টি সংরক্ষণে ( ২০১৬) সালে।
বাংলাদেশ এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচবার স্বাগতিক হয়েছিলো। ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর পর এক যুগ পর ২০০০ সালে আবার এশিয়া কাপ শুরু হয়। এর পর টানা ৩ আসরে ( ২০১২, ২০১৪ ও ২০১৬) সালে আয়োজক দেশ ছিল।
এশিয়া কাপে বাংলাদেশের পরিসংখ্যান ( ওয়ানডে সংস্করণ)
বাংলাদেশের হয়ে এশিয়া কাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক সাবেক (স্পিনার)। তিনি ১৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। এই তালিকার ২য় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। তিনি ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। তিন নম্বর অবস্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা তিনি ১৯ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন।
বাংলাদেশের কোনো বোলারই এশিয়া কাপে এক ম্যাচে ৫ উইকেট নিতে পারে নি। ৩ জন বোলার নিয়েছিলেন ৪ উইকেট। তারা হলেন সাইফুল ইসলাম, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক মুসফিকুর রহমান। ২১ ম্যাচে তিনি ৬৯৯ রান করেছেন। তিনি ২ টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিও করেছেন। ২য় অবস্থানে আছেন তামিম ইকবাল ১৩ ম্যাচে ৫১৯ রান ও সাকিব আল হাসান রয়েছেন ৩য় অবস্থানে ১৩ ম্যাচে ৪০২ রান করেছেন।
মুসফিকুর রহমান এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন। এশিয়া কাপে বাংলাদেশের পাঁচ জন ব্যাটারের সেঞ্চুরি আছে। তারা হলেন মুসফিকুর রহমান , লিটন দাস, অলক কাপালি, এনামুল হক, মোহাম্মদ আশরাফুল এর।
ন্যূনতম ১০০ রান করা বাংলাদেশি ব্যাটারের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের ( ১০৩.০৭)। বাংলাদেশের হয়ে এশিয়া কাপে সবচেয়ে বেশি ডিসমিসাল মুসফিকুর রহমানের। ২১ ম্যাচে মুসফিকুর রহমানের ডিসমিসাল ১৭ টি ( ১৪ টি ক্যাচ ও ৩ টি স্ট্যাম্পিং)।
আরো পড়ুন
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সময়সূচী ২০২৫
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সময়সূচী

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.
4 thoughts on “এশিয়া কাপে বাংলাদেশের সকল পরিসংখ্যান”