ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী

আজ আমরা জানব ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী সম্পর্কে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৫ টি টি- টুয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। আগামী ১৮ অক্টোবর ওয়ানডে ম্যাচের মাধমে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজ। ২২ অক্টোবর ২য় ও ২৪ অক্টোবর হবে ৩য় ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৩ টি আলাদা আলাদা স্টেডিয়ামে। ৪ দিন বিরতি দিয়ে ২৯ অক্টোবর শুরু হবে টি -টুয়েন্টি সিরিজের ১ম ম্যাচ। ৩১ অক্টোবর ২য় , ২ নভেম্বর ৩য়, ৬ নভেম্বর ৪র্থ এবং ৮ নভেম্বর ৫ম ম্যাচ অনুস্থিত হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সময়সূচী

তারিখ ম্যাচ ভেন্যুসময়
১৯ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়াপার্থ স্টেডিয়াম, পার্থ, অস্ট্রেলিয়াসকাল ৯ টা ৩০
২৩ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয় সকাল ৯ টা ৩০
২৫ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়াসিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি, অস্ট্রেলিয়াসকাল ৯ টা ৩০

ভারত বনাম অস্ট্রেলিয়া টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী

তারিখ ম্যাচভেন্যুসময়
২৯ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, অস্ট্রেলিয়াদুপুর ২ টা ১৫
৩১ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়ামেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, অস্ট্রেলিয়াদুপুর ২ টা ১৫
২ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়াবেলেরিভ ওভাল, হোবার্ট, অস্ট্রেলিয়া দুপুর ২ টা ১৫
৬ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়াবিল পিপেন ওভাল, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া দুপুর ২ টা ১৫
৮ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়াদ্য গাব্বা, ব্রিসবেন, অস্ট্রেলিয়া দুপুর ২ টা ১৫

আরও জানুন

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি- টুয়েন্টিতে হেড টু পরিসংখ্যান

Leave a Comment