আজ আমরা জানব সাইফ হাসানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে। সাইফ হাসান একজন বাংলাদেশী তরুণ খেলোয়াড়। তিনি একজন বাংলাদেশী ব্যাটসম্যান। বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাইফ হাসান।
সাইফ হাসানের পরিচয়
সাইফ হাসান একজন বাংলাদেশী প্রতিভাবান ক্রিকেটার। সাইফ হাসান ৩০ অক্টোবর ১৯৯৮ সালে জম্মগ্রহন করেন। সাইফ হাসান ২০১৫ সালের ডিসেম্বরে ২০১৬ সালের অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপের জন্য দাক পান। সাইফ হাসান ২০১৬ সালের এশিয়া কাপের জন্য অনূর্ধ্ব – ১৯ দলের অধিনায়ক ছিলেন। সাইফ হাসান ২০২০ সালে পাকিস্তান সফরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেক হন। সাইফ হাসান ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছেন। সাইফ হাসান ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টি- টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছেন। সাইফ হাসান ২০২৫ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হন।
সাইফ হাসানের শিক্ষাগত যোগ্যতা
সাইফ হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার। সাইফ হাসানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে তিনি নিজের যোগ্যতার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলে উঠে এসেছেন।
সাইফ হাসানের ব্যাটিং
সাইফ হাসান একজন বাংলাদেশী প্রতিভাবান ক্রিকেটার। তিনি একজন অলরাউন্ডার। সাইফ হাসান একজন ডানহাতি ব্যাটসম্যান। তিনি একজন ডানহাতি অফ স্পিন বোলার। দলের প্রয়োজনে তিনি বোলিং করে থাকেন। বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাইফ হাসান। সাইফ হাসান টেস্ট ওয়ানডে টি- টুয়েন্টি তিন ফরম্যাটে অভিষেক হয়েছেন।
সাইফ হাসানের ব্যাটিং পরিসংখ্যান
| ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় রান |
| টেস্ট | ৬ | ১১ | ১৪৯ | ৪৩ | ১৪.৪৫ |
| ওয়ানডে | ১ | ১ | ২৬ | ২৬ | ২৬.০০ |
| টি- টুয়েন্টি | ১৫ | ১৪ | ৩৬০ | ৬৯ | ৩২.৭২ |
সাইফ হাসানের বিপিএল ক্যারিয়ার
সাইফ হাসান ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খুলনা টাইটানস এর হয়ে খেলেন। তিনি ২০২৩ সালে ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলস এর হয়ে খেলেন। ২০২৪ সালে ২০২৩-২৪ মৌসুমে ঢাকা ডায়নামাইট এর হয়ে বিপিএলে খেলেন। ২০২৫ সালে ২০২৪-২৫ মৌসুমে রংপুর রাইডার্স এর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলেন।
সাইফ হাসানের বিপিএল পরিসংখ্যান
| বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | ব্যাটিং গড় |
| ২০১৯-২০ | খুলনা টাইটানস | ১ | ২০ | ২০ | ২০.০০ |
| ২০২২-২৩ | বরিশাল বুলস | ৪ | ৬৬ | ৩১ | ১৬.৫০ |
| ২০২৩-২৪ | ঢাকা ডায়নামাইট | ৮ | ১৪৫ | ৫৭ | ১৮.১২ |
| ২০২৪-২৫ | রংপুর রাইডার্স | ১৩ | ৩০৬ | ৮০ | ২৫.৫০ |
সাইফ হাসানের অজানা বিষয়
সাইফ হাসান একজন বাংলাদেশি তরুণ ক্রিকেটার। সাইফ হাসান এর মা একজন শ্রীলঙ্কান। সাইফ হাসানের বাবা হচ্ছেন বাংলাদেশি। সাইফ হাসানের বাবা সৌদি আরব এ থাকাকালীন প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। সাইফ হাসান একজন বিবাহিত। তার একটি সন্তান রয়েছে। সাইফ হাসান ঢাকা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট দলে উঠে এসেছেন। বাংলাদের ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম সাইফ হাসান। ক্রিকেট প্রেমীদের আশা সাইফ হাসান বাংলাদেশকে একদিন উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।
আরও জানুন
নাসুম আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান
নুরুল হাসান সোহানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.









