২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপসমূহ

আজ আমরা জানবো ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপসমূহ সম্পর্কে। ২০২৬ সালের টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রপ প্রকাশিত হয়েছে। ৪ টি গ্রপ নিয়ে হবে ২০২৬ সালের টি- টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়জনে অনুষ্ঠিত হবে ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপ মোট ২০ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রপে ৫ টি করে দল অংশগ্রহণ করবে।

২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দল সমূহ

২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপে মোট ২০ টি দল অংশগ্রহণ করবে। দলগুলো যথাক্রমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, নামেবিয়া, নেপাল, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইতালি, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।

২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের গ্রপ সমূহ

২০২৬ বিশ্বকাপ ৪ টি গ্রপ এ বিভক্ত। প্রতিটি গ্রপ এ ৫ টি করে দল থাকবে। প্রতিটি গ্রপ থেকে শীর্ষ ২ টি করে দল সুপার ৮ এ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ- এ

গ্রপ- এ
ভারত
ইংল্যান্ড
আয়ারল্যান্ড
নামেবিয়া
কানাডা

গ্রপ- বি

গ্রপ- বি
পাকিস্তান
অস্ট্রেলিয়া
নেদারল্যান্ড
জিম্বাবুয়ে
ইতালি

গ্রপ- সি

গ্রপ- সি
নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
ওমান
যুক্তরাষ্ট্র

গ্রপ- ডি

গ্রপ- ডি
বাংলাদেশ
আফগানিস্তান
নেপাল
সংযুক্ত আরব আমিরাত
ওয়েস্ট ইন্ডিজ

আরও জানুন

২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সময়সূচী


1 thought on “২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপসমূহ”

Leave a Comment