মোহাম্মদ আশরাফুল এর পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান

আজ আমরা জানবো মোহাম্মদ আশরাফুল এর পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান সম্পর্কে। মোহাম্মদ আশরাফুল একজন বাংলাদেশি সাবেক ক্রিকেটার। তিনি একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মোহাম্মদ আশরাফুল সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। তিনি একজন ডান হাতি ব্যাটসম্যান এবং দলের প্রয়োজনে বোলিং করেছিলেন।

মোহাম্মদ আশরাফুল পরিচয়

মোহাম্মদ আশরাফুল একজন বাংলাদেশি সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। তিনি বাংলাদেশের ব্যাটসম্যান হিসাবে পরিচিত। মোহাম্মদ আশরাফুল ৭ জুলাই ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আশরাফুল ব্রাহ্মণবাড়ীয়া  জেলা থেকে বাংলাদেশ ক্রিকেট দলে উঠে এসেছেন। মোহাম্মদ আশরাফুল ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হন।

মোহাম্মদ আশরাফুল ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হন। মোহাম্মদ আশরাফুল ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি- টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হন। মোহাম্মদ আশরাফুল ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ম্যাচ ফিক্সিংএর জন্য ৮ বছরের জন্য নিষিদ্ধ করে পরে ৩ বছর কমিয়ে ৫ বছর করা হয়।

মোহাম্মদ আশরাফুল এর শিক্ষাগত যোগ্যতা

মোহাম্মদ আশরাফুল এর প্রধান শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি আইসিসি লেভেল ৩ কোচিং সার্টিফিকেট যা তাকে জাতীয় ও উচ্চ পর্যায়ের দলে কোচ হওয়ার যোগ্যতা দেয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি এই কোর্স সম্পন্ন করেন।

তিনি বর্তমানে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসাবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের ব্যাটিং পরামর্শক হিসাবে জাতীয় দলে নিযুক্ত রয়েছেন। এছাড়া জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বুলস এর কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ আশরাফুল এর ব্যাটিং

মোহাম্মদ আশরাফুল একজন বাংলাদেশী সাবেক ক্রিকেটার। তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটিং এর পাশাপাশি তিনি দলের প্রয়োজনে বোলিং করেছেন। তিনি একজন ডানহাতি অফ স্পিনার বোলার।

মোহাম্মদ আশরাফুল এর ব্যাটিং ব্যাটিং পরিসংখ্যান

ফরম্যাটম্যাচইনিংসরানসর্বোচ্চগড় রান
টেস্ট৬১১১৯২৭৩৭১৯০২৪.০০
ওয়ানডে১৭৭১৬৯৩৪৬৯১০৯২২.২৩
টি- টুয়েন্টি২৩২৩৪৫০৬৫১৯.৫৬

মোহাম্মদ আশরাফুল এর বিপিএল ক্যারিয়ার

মোহাম্মদ আশরাফুল ২০১১-১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলেছিলেন। এর পর তিনি ২০১২-১৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলেছিলেন। ২০১৪ সালে ম্যাচ ফিক্সেংএর জন্য তিনি ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৯ সালে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার এর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলেন। এর পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন।

মোহাম্মদ আশরাফুল এর বিপিএল পরিসংখ্যান

বছরদলম্যাচরানসর্বোচ্চব্যাটিং গড়
২০১১-১২১২২৫৮৫৩২৮.৬৬
২০১২-১৩১৪৩৫৮১০৩*২৯.৮৩
২০১৯ চট্টগ্রাম চ্যালেঞ্জার২৫২৩৮.৩৩

মোহাম্মদ আশরাফুল এর অজানা বিষয়

মোহাম্মদ আশরাফুল একজন বাংলাদেশী সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। তিনি ডান হাতে লেগ স্পিন বল করতে পারেন। মোহাম্মদ আশরাফুলের ডাক নাম মতিন। কম বয়সে সেঞ্চুরি করার কারনে তিনি বিশ্বে পরিচিত। তিনি ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন।

তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে বিশ্বে পরিচিত লাভ করেন।তিনি বর্তমানে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসাবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের ব্যাটিং পরামর্শক হিসাবে জাতীয় দলে নিজুক্ত রয়েছেন। এছাড়া জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বুলস এর কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন।

আরো জানুন

সাইফ হাসানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান
লিটন কুমার দাস এর বাড়ি কোথায় পরিসংখ্যানসহ আরো অজানা বিষয়

Leave a Comment