আজ আমরা জানবো বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ এর সময়সূচী সম্পর্কে। বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ এর সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী মাসের ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাস লীগ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ ম্যাচ গুলো হবে অস্ট্রেলিয়ার ৯ টি স্টেডিয়ামে। বিগ ব্যাশ লীগে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।
বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ এর দল
বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ এ মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। বিগ ব্যাশ লীগের দল গুলো যথাক্রমে- পার্থ স্কোর্চার্স, সিডনি সিক্সার্স, মেলবোর্ন রেনেগেডস, ব্রিসবেন হিট, হোবার্ট হারিকেনস, সিডনি থান্ডার, অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টারস।
বিগ ব্যাশ লীগ ২০২৫-২৬ এর সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ১৪ ডিসেম্বর | পার্থ স্কোর্চার্স বনাম সিডনি সিক্সার্স | পার্থ স্টেডিয়াম, পার্থ | দুপুর ২ টা ১৫ |
| ১৫ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট | জিলং সিমন্স স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ১৬ডিসেম্বর | হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার | বেলেরিভ ওভাল হোবার্ট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ১৭ডিসেম্বর | সিডনি সিক্সার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ১৮ডিসেম্বর | মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ২ টা ১৫ |
| ১৯ডিসেম্বর | ব্রিসবেন হিট বনাম পার্থ স্কোর্চার্স | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | দুপুর ২ টা ১৫ |
| ২০ডিসেম্বর | সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ২১ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস বনাম হোবার্ট হারিকেনস | জিলং সিমন্স স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ২২ডিসেম্বর | সিডনি থান্ডার বনাম ব্রিসবেন হিট | ক্যানবেরা ক্রিকেট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ২৩ডিসেম্বর | অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টারস | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | দুপুর ২ টা ১৫ |
| ২৬ডিসেম্বর | সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ১ টা ৫ |
| ২৬ডিসেম্বর | পার্থ স্কোর্চার্স বনাম হোবার্ট হারিকেনস | পার্থ স্টেডিয়াম, পার্থ | বিকাল ৪ টা ১৫ |
| ২৭ডিসেম্বর | ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | দুপুর ২ টা ১৫ |
| ২৮ডিসেম্বর | মেলবোর্ন স্টারস বনাম সিডনি থান্ডার | ক্যানবেরা ক্রিকেট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ২৯ডিসেম্বর | হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস | বেলেরিভ ওভাল হোবার্ট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ৩০ডিসেম্বর | সিডনি থান্ডার বনাম পার্থ স্কোর্চার্স | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ৩১ডিসেম্বর | অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম ব্রিসবেন হিট | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | দুপুর ২ টা ১৫ |
| ১জানুয়ারি | মেলবোর্ন রেনেগেডস বনাম সিডনি সিক্সার্স | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | সকাল ১১ টা |
| ১জানুয়ারি | হোবার্ট হারিকেনস বনাম পার্থ স্কোর্চার্স | বেলেরিভ ওভাল হোবার্ট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ২জানুয়ারি | ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টারস | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | দুপুর ২ টা ১৫ |
| ৩জানুয়ারি | সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেনস | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ৪জানুয়ারি | মেলবোর্ন স্টারস বনাম মেলবোর্ন রেনেগেডস | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ১ টা ৫ |
| ৪জানুয়ারি | পার্থ স্কোর্চার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | পার্থ স্টেডিয়াম, পার্থ | বিকাল ৪ টা ১৫ |
| ৫জানুয়ারি | সিডনি সিক্সার্স বনাম ব্রিসবেন হিট | কফস হারবার ক্রিকেট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ৬জানুয়ারি | অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি থান্ডার | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | দুপুর ২ টা ১৫ |
| ৭জানুয়ারি | পার্থ স্কোর্চার্স বনাম মেলবোর্ন স্টারস | পার্থ স্টেডিয়াম, পার্থ | দুপুর ২ টা ১৫ |
| ৮জানুয়ারি | মেলবোর্ন স্টারস বনাম সিডনি সিক্সার্স | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ২ টা ১৫ |
| ৯জানুয়ারি | হোবার্ট হারিকেনস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | বেলেরিভ ওভাল হোবার্ট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ১০জানুয়ারি | ব্রিসবেন হিট বনাম সিডনি থান্ডার | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | সকাল ১১ টা |
| ১০জানুয়ারি | মেলবোর্ন স্টারস বনাম মেলবোর্ন রেনেগেডস | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ২ টা ১৫ |
| ১১জানুয়ারি | সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | সকাল ৯ টা ৫ |
| ১১জানুয়ারি | অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কোর্চার্স | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | দুপুর ২ টা ১৫ |
| ১২জানুয়ারি | সিডনি থান্ডার বনাম মেলবোর্ন রেনেগেডস | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ১৩জানুয়ারি | মেলবোর্ন স্টারস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ২ টা ১৫ |
| ১৪জানুয়ারি | হোবার্ট হারিকেনস বনাম ব্রিসবেন হিট | বেলেরিভ ওভাল হোবার্ট স্টেডিয়াম | দুপুর ২ টা ১৫ |
| ১৫জানুয়ারি | মেলবোর্ন রেনেগেডস বনাম পার্থ স্কোর্চার্স | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন | দুপুর ২ টা ১৫ |
| ১৬জানুয়ারি | সিডনি সিক্সার্স বনাম সিডনি থান্ডার | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | দুপুর ২ টা ১৫ |
| ১৭জানুয়ারি | অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনেগেডস, | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া | দুপুর ১২ টা |
| ১৭জানুয়ারি | পার্থ স্কোর্চার্স বনাম মেলবোর্ন স্টারস | পার্থ স্টেডিয়াম, পার্থ | দুপুর ৩ টা ১৫ |
| ১৮জানুয়ারি | ব্রিসবেন হিট বনাম সিডনি সিক্সার্স | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | দুপুর ২ টা ১৫ |
| ২০জানুয়ারি | বাছাই পর্ব | – | দুপুর ২ টা ৩০ |
| ২১জানুয়ারি | নক আউট | – | দুপুর ২ টা ৩০ |
| ২৩জানুয়ারি | চালেঞ্জার | – | দুপুর ২ টা ৩০ |
| ২৫জানুয়ারি | ফাইনাল | – | দুপুর ২ টা ৩০ |
আরও জানুন
২০২৬ টি- টুয়েন্টি বিশ্বকাপের দলগুলোর গ্রুপসমূহ
২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সময়সূচী

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.









