আজ আমরা জানবো নিউজিল্যান্ড বনাম ভারত ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী সম্পর্কে। নিউজিল্যান্ড বনাম ভারত ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ১১ জানুয়ারি ২০২৬ সালে সিরিজের ১ম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারতের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৫ টি টি- টুয়েন্টি ম্যাচ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ভারতের ৮ টি আলাদা আলাদা স্টেডিয়ামে হবে সিরিজের সবগুলো ম্যাচ।
নিউজিল্যান্ড বনাম ভারত ওয়ানডে সিরিজ সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ১১ জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | বিসিএ স্টেডিয়াম, ভাদোদরা, ভারত | দুপুর ২ টা |
| ১৪ জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | নিরঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট, ভারত | দুপুর ২ টা |
| ১৮ জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর, ভারত | দুপুর ২ টা |
নিউজিল্যান্ড বনাম ভারত টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ২১জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ২৩জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রায়পুর, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ২৫জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ২৮জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
| ৩১জানুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুবনন্তপুরম, ভারত | সন্ধ্যা ৭ টা ৩০ |
আরও জানুন
শুভমান গিল এর পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.










1 thought on “নিউজিল্যান্ড বনাম ভারত ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ সময়সূচী”