বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সময়সূচি প্রকাশ হয়েছে। ২০২৫ সাল বাংলাদেশের ক্রিকেট দলের জন্য ব্যস্ততার একটি বছর। বছরের শুরু থেকেই মাঠে ব্যস্ত সময় পার করতে হবে টাইগারদের।ঘরোয়া টুর্নামেন্ট পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ সবমিলিয়ে ব্যস্ত থাকতে হবে মাঠেই।শুরুতেই বিপিএল দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট মাতাবে বাংলাদেশের ক্রিকেটারা।
চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ বাংলাদেশ দল
বিপিএল পরেই শুরু টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর লড়াই। ১৯শে ফেব্রুয়ারি এবারের চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শুরু হবে। ২০শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । বাংলাদেশ এর পরের খেলা নিউজিল্যান্ড এর বিপক্ষে ২৪শে ফেব্রুয়ারি।২৭ ফেব্রুয়ারি শেষ খেলায় পাকিস্তান এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ – জিম্বাবুয় সিরিজ ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির পরেই মার্চ এ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ে এর সাথে বরাবরেই উজ্জল থাকে টাইগাররা।সব ফরম্যাটেই গত কয়েক সিরিজ নিজেদের করে নিজেছে টাইগাররা।
জিম্বাবুয়ে এর সাথে সিরিজ যেন প্রতিবারই হেসেখেলে জিতে টাইগাররা। এবারে ঘরের মাঠে জিম্বাবুয়ে এর সাথে ৩ ওয়ানডে,৩ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ -পাকিস্তান সিরিজ ২০২৫
নামমাত্র কিছুদিন বিরতি দিয়েই পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ধারণা করা যেতেই পারে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশ দল কে।
পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগেও সিরিজ খেলেছিল কিন্তু হার নিয়েই ফিরতে হয়েছিল তাদের। এবারে নতুন মিশনে মে মাসে আবারো পাকিস্তানে উড়াল দিবে টাইগাররা।এবারে তাদের মাঠে পাকিস্তানে এর সাথে ৩ ওয়ানডে,৩ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ – শ্রীলঙ্কা সিরিজ ২০২৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিবে টাইগাররা।মনে করা হয় এশিয়ায় ভারত-পাকিস্তানের পরই জমজমাট এবং সম্মানের লড়াই হয় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে। শুরুটা কয়েকছর আগে হলেও আগুনে ঘি ঢালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০২৩ বিশ্বকাপের খেলা।
সেবার টাইম আউট বিতর্কের জেরে বাংলাদেশের সাথে হেরে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ খেলা হচ্ছে না শ্রীলঙ্কা। আর তাতেই রেগে আগুন পুরো শ্রীলঙ্কা।তারা সব সময়ই টাইগারদের বাঘে পাওয়ার আশায় থাকে। শ্রীলঙ্কায় বাঘ-সিংহের এবারের লড়াই হবে জমজমাট।
আগামী জুনে টাইগাররা আবারো লঙ্কা মিশনে যাবে। ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি খেলবে তাদের সাথে। আবারো দেখা যাবে উত্তেজনায় ঠাসা বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই।
বাংলাদেশ – ভারত সিরিজ ২০২৫
বাংলাদেশ ভারত সিরিজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে অন্য কিছু।মাঠ থেকে শুরু করে মাঠের বাহিরে সব জায়গাতেই কথার লড়াই এ মুখর থাকে। বাংলাদেশ ভারত এবারের সিরিজে নেই কোন টেস্ট।শেষ বার বাংলাদেশে সিরিজ খেলতে এসে ভারত বাংলাদেশের কাছে ২-১ এ ওডিআই সিরিজ হারে।
তাই ধারণা করাই যায় এবারের সিরিজ ভারতের কাছে প্রতিশোধ নেয়ার ও সু্যোগ। ২০২৫ এ আবারো ভারত বাংলাদেশ মুখোমুখি হবে। আগস্ট এ ভারত বাংলাদেশ লড়াইয়ে নামবে।হোম সিরিজ কাজে লাগাতে বাংলাদেশ তাদের শতভাগ দিয়ে সিরিজ খেলবে। ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। ক্রিকেট প্রেমীরা দেখতে পাবে উত্তেজনায় ঠাসা বাংলাদেশ ভারত লড়াই।
বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫
বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগে থেকেই ক্রিকেট প্রেমীদের পছন্দের একটা সিরিজ। ২০২৫ এ আবারো ক্যারিবীয়দের সাথে সিরিজ এ অংশ নিবে বাংলাদেশ। শেষবারের সিরিজে বাংলাদেশ তাদের মাটিতে সিরিজ হারে। এবারে নিজেদের
মাটিতে কতটুকু সুবিধা করতে পারে বাংলাদেশ সেইটাই দেখার বিষয়। ওয়েস্ট ইন্ডিজ এর অক্টোবর এ বাংলাদেশে আশার কথা। ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। ক্যারিবীয় শক্তির সাথে বাংলাদেশের সিরিজ ক্রিকেট প্রেমীরা উপভোগ করবে আবারো।
বাংলাদেশ – আয়ারল্যান্ড সিরিজ ২০২৫
বছরের শেষে আয়ারল্যান্ড এর পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। কোন বারেই বাংলাদেশ এর সাথে সিরিজে সুবিধা করতে পারে নাই আয়ারল্যান্ড। ২০২৫ এ আবারো সুযোগ আইরিসদের সামনে। কিন্তু কতটুকু করতে পারে সেটাই দেখার বিষয়। কিন্তু বাংলাদেশ এর মাঠে বাংলাদেশকে হারানো কঠিন।
নভেম্বর এ আশার কথা বাংলাদেশ এর। সিরিজে ২ টেস্ট ,৩ ওয়ানডে্ ৩ টি-টোয়েন্টি খেলবে তারা।বাংলাদেশ তাদের সাথে জয়ের ধারা চালিয়ে যাবে এমন ধারণা করছে বাংলার ক্রিকেট প্রেমীরা।
সময় | প্রতিপক্ষ | ফরম্যাট | স্থান |
ফেব্রুয়ারি | চ্যাম্পিয়নস ট্রফি | ওয়ানডে | পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত |
মার্চ | জিম্বাবুয়ে | ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | হোম সিরিজ |
মে | পাকিস্তান | ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | অ্যাওয়ে সিরিজ |
জুন | শ্রীলঙ্কা | ২ টেস্ট ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | অ্যাওয়ে সিরিজ |
আগস্ট | ভারত | ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | হোম সিরিজ |
অক্টোবর | ওয়েস্ট ইন্ডিজ | ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | হোম সিরিজ |
নভেম্বর | আয়ারল্যান্ড | ২ টেস্ট ৩ ওয়ানডে ৩ টি-টোয়েন্টি | হোম সিরিজ |
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিগত বছরের তুলনায় ভালো করে আসছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের রয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ সহ গুরুত্ব পূর্ণ কয়েকটি সিরিজ। ২০২৫ সাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য খুবই গুরুত্ব পূর্ণ ।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ নারী সিরিজ ২০২৫
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ এর সাথে তাদের মাটিতে সিরিজ আয়োজন করবে।বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি হওয়া কথা। বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে সিরিজ জয় লাভ করলে তারা সরাসরি ২০২৫ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলবে।হেরে গেলে বাছাই পর্ব পেরিয়ে খেলতে হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫
নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর আসর ভারতে হওয়ার কথা রয়েছে।সেপ্টেম্বর-অক্টোবর এ টুর্নামেন্ট টি আয়োজনের কথা রয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওয়ানডে সিরিজ জয় লাভ করলে তারা সরাসরি ২০২৫ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলবে।হেরে গেলে বাছাইপর্ব দিয়ে আসতে হবে।
বাংলাদেশ–ভারত নারী সিরিজ ২০২৫
বছরের শেষে ভারত নারী দলের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ভারতের মাটিতে হবে সিরিজটি। ৩ ওয়ানডে,৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল।ভারত এর তুলনায় বাংলাদেশ কিছুটা কম শক্তির দল হলেও গত সিরিজগুলোতে চোখে চোখ রেখেই লড়াঈ করেছে বাংলাদেশ।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.