জাকের আলী বাংলাদেশের একজন ডানহাতি ব্যাটসম্যান। তিনি দলে মূলত দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে খেলে থাকেন। জাকের আলীর পুরো নাম জাকের আলী অনিক। তিনি দলের শেষের দিকে ব্যাটিং এ এসে বাংলাদেশের জন্য অবেদন রাখেন।
জাকের আলী বাংলাদেশের জন্য খুব কম সময় এ অনেক অবদান রেখেছেন।তিনি শেষের দিকে দানবীয় ব্যাটিং উপহার দিতে পারেন।যা জাকের আলী কে অন্য ভাবে চিনিয়েছে।আজকে আমরা জাকের আলী ব্যাটিং তার বয়স এবং জাকের আলীর স্ত্রী সম্পর্কে জানব।
জাকের আলীর ব্যাটিং
জাকের আলী বাংলাদেশের এ সময়ের সেরা ফিনিশিং হিসাবে ধরা যায়। জাকের আলী শেষের ওভার গুলোতে প্রতিপক্ষের বোলার উপর রীতিমত তান্ডব চালান। জাকের আলীর ব্যাটিং দেখে সবাই মুগ্ধ। তিনি বাংলাদেশ ক্রিকেট এ এখন ব্যাটিংয়ে আস্থার জায়গা নিয়ে আছেন।জাকের আলী খুব কম সময়ে ভালো কিছু ইনিংস খেলেছেন।যা বাংলাদেশ এ শেষের দিকে অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।
জাকের আলী বাংলাদেশের ঘরোয়া লীগ গুলোতেও নিজেকে বার বার প্রমাণ করে আসছে। শেষ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) এ তিনি শেষ এর দিকে তার অতিমানবীয় ব্যাটিং ক্রিকেট প্রেমীদের উপহার দিয়ে গেছেন।।
জাকের আলীর ব্যাটিং পরিসংখ্যান
ফরম্যাট | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ |
ওয়ানডে | ৭ | ৭ | ২৬৪ | ৬৮ | ৫২.৮ | ৮৬.৮ | ২ |
টি-টুয়েন্টি | ২২ | ২০ | ৩৭৪ | ৭২* | ২৮.৮ | ১২২.২ | ২ |
টেস্ট | ৩ | ৬ | ২৩৬ | ৯১ | ৩৯.৩৩ | ৬০.৭ | ৩ |
জাকের আলীর বিপিএল ব্যাটিং পরিসংখ্যান
জাকের আলী অনিক প্রথম বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) খেলার সু্যোগ পান ২০১৮-১৯ বিপিএলে।তিনি এ পর্যন্ত বিপিএলে ৪টি দল পরিবর্তন করেছেন।তিনি সর্বশেষ ২০২৪-২৫ বিপিএলে খেলেছেন সিলেট এর হয়ে। প্রথম দিকে সে রকম সুযোগ না পেলেও এখন তিনি তার দলের হয়ে সব ম্যাচ খেলেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বছর | দল | ম্যাচ | রান | সর্বোচ্চ | এভারেজ | স্টাইক রেট | ৫০ |
২০১৮-১৯ | সিলেট | ৫ | ৪০ | ২৫ | ২০.০০ | ১৩৭.৯৩ | ০ |
২০১৯-২০ | ঢাকা | ৯ | ১০৭ | ২৭ | ১৫.২৮ | ১৪২.৬৬ | ০ |
২০২১-২২ | খুলনা | ৪ | ৫ | ৫ | ৫ | ১০০.০০ | ০ |
২০২২-২৩ | কুমিল্লা | ১৪ | ১৭৫ | ৫৭* | ২৫ | ১২০.৬৮ | ১ |
২০২৩-২৪ | কুমিল্লা | ১৪ | ১৯৯ | ৪০* | ৯৯.৫০ | ১৪১.১৩ | ১ |
২০২৪-২৫ | সিলেট | ১২ | ২৪১ | ৪৭* | ২৪.১০ | ১২৭.৫১ | ০ |
জাকের আলীর বাড়ী কোথায়
জাকের আলী বাংলাদেশের একজন হাডহিটার ব্যাটসম্যান। এই ব্যাটসম্যান এর জন্ম হবিগঞ্জ জেলায়। তাকে হবিগঞ্জ জেলার সূর্য সন্তান হিসাবে বিবেচনা করা হয়।
রিশাদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
জাকের আলীর বয়স কত
জাকের আলী ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। বর্তমানে তার বয়স ২৭ বছর।
জাকের আলী অনিকের স্ত্রী কে
জাকের আলী অনিকের স্ত্রীর নাম নাফিসা তাবাসসুম। তিনি পেশায় একজন জাতীয় পর্যায়ের শুটার। তিনি দেশের জন্য অনেক সম্মান নিয়ে এসেছেন। তিনি ২০২২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ প্রিতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেন।
জাকের আলী অনিক এবং নাফিসা তাবাসসুম বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির মাধ্যমে তার পরিচয় হয়।২০২০ সালে বিবাহ বন্ধনে মাধ্যমে তারা নব দম্পতি হিসাবে তাদের সম্পর্ক শুরু করেন।
জাকের আলী অনিকের অজানা বিষয়
জাকের আলী ছোট থেকেই ছিল ক্রিকেট পাগল।বাবা ছিল আর্মির একজন সদস্য। অনিকের বাবা ক্রিকেটাকে তেমন ভাবে খেলতে দিত না।ফুটবল এর কোচের কাছেও দিয়েছিল তার বাবা।কিন্তু তার বড় বোনের কাছে আবদার করে সে ক্রিকেটাই খেলবে।বোন তার বাবা কে মানিয়ে আবারো ক্রিকেট এ ফিরিয়ে নিয়ে আসে।
জাকির আলী ছোট থেকেই ছিল কঠিন পরিশ্রমী।সে কখনই তার অনুশীলনে ফাঁকি দেন নাই।ছোট থেকেই ইচ্ছা সে জাতীয় দল এর সদস্য হবেন।সে লক্ষ্যে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান) তে ভর্তি হন।সেখানে তিনি একের পর এক সাফল্য পেতে থাকেন।
পরিবারের সদস্যরা জানন তিনি এতটাই নিজের উপর বিশ্বাস ছিল যে তিনি একদিন জাতীয় দলে খেলবেন এবং ইংরেজি তাকে ম্যাচ শেষে কথা বলতে হবে তাই সে নিজে নিজে টিভির সামনে তার ইংরেজিতে কথার বলার চর্চা করতেন।তার এই আগ্রহ দেখে তার বাবাও আস্তে আস্তে তার উপর বিশ্বাস জন্মাতে শুরু করেন।
জাকের আলী অনিকের শুধু ব্যাটিং নয় তিনি কিপিং এ ছিল দুর্দান্ত।পরিবার আরো জানন সে কিপিং এতটাই ভালোবাসত যে কিপিং করার পর তার হাত এ ক্ষত পরে যেত।তবু সে দমে না গিয়ে আবারো তার ভালোবাসার কিপিং কিট নিয়ে মাঠে চলে যেতেন।
পরিশেষে বলা যায় জাকের আলীর ক্রিকেটার হওয়ার পিছনে তার কঠিন পরিশ্রম রয়েছে। যা তাকে বাংলাদেশের একজন সফল খেলোয়ার হিসাবে গড়ে তুলবে।

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.