তানভীর ইসলাম এর পরিচয় বাড়ি কোথায় এবং বোলিং পরিসংখ্যান

আজ আমরা জানব তানভীর ইসলাম এর পরিচয় বাড়ি কোথায় এবং বোলিং পরিসংখ্যান সম্পর্কে।তানভীর ইসলাম একজন বাংলাদেশী প্রতিভাবান বোলার।তিনি মূলত বাঁ-হাতি স্পিন বোলিং করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং বিভাগের অন্যতম ভরসার নাম তানভীর ইসলাম।

তানভীর ইসলাম এর পরিচয়

তানভীর ইসলাম বাংলাদেশের একজন তরুন খেলোয়াড়।তিনি সম্প্রতি দলে জায়গা করেই সফলতার মুখ দেখেছেন।তানভীর ইসলাম বরিশাল বিভাগ থেকে উঠে এসেছেন। তার ক্রিকেটে প্রথম হাতেখড়ি বরিশাল বিভাগ থেকেই।

তানভীর ইসলাম ২০১৭-১৮ জাতীয় ক্রিকেট লিগে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি আত্ম প্রকাশ করেন।তিনি একই বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে তিনি সর্বোচ্চ উইকেট পান।তিনি ২০১৭- ১৮ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ তিনি প্রথম সুযোগ পান।

তিনি জাতীয় দলে প্রথম ডাক পান টি-টুয়েন্টি দলে ইংল্যান্ড এর বিপক্ষে।তিনি ২০২৩ সালের ওই সিরিজে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পান। তিনি প্রথম ও ডি আই ওয়ানডে দলে ডাক পান শ্রীলঙ্কার বিপক্ষে জুলাই ২০২৫ সালে। ২য় ওয়ানডে তে তিনি দুরদান্ত বলিং করে ৫ উইকেট শিকার করেন। তিনি বাংলাদেশ দল জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেন। তিনি তার দুরদান্ত বোলিং করে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

তানভীর ইসলাম এর শিক্ষাগত যোগ্যতা

তানভীর ইসলাম এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও তিনি তার দুর্দান্ত বোলিং পারফরমেন্স ও দক্ষতা দিয়ে একজন প্রতিভাবান ক্রিকেটার (বলার) হিসাবে পরিচিতি লাভ করেন।

তানভীর ইসলাম এর অভিষেক

তানভীর ইসলাম টি-টুয়েন্টি টি-টুয়েন্টি ও ও ডি আই ফরম্যাটে অভিষেক হয়েছেন। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ক্রিকেট এ টি-টুয়েন্টি অভিষেক এর মাধ্যমে। তানভীর ইসলাম ১৪ই মার্চ ২০২৩ সালে ইংল্যান্ড এর বিপক্ষে অভিষেক হন টি-টুয়েন্টি ম্যাচ এ। এর পর অর্থাৎ ২০২৫ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ এ সুযোগ পান।

তানভীর ইসলামের বোলিং

তানভীর ইসলাম একজন বাম হাতি স্পিন বোলার। তিনি একজন ধীর গতির বা হাতি স্পিন বোলার। তিনি ভালো লাইন এবং লেন্থে বোলিং করতে পারেন।্তানভির ইসলাম বাংলাদেশ এর হয়ে ২ ফরম্যাট এ খেলে থাকেন। তানভীর ইসলাম ফরম্যাট এর সাথে মিল রেখে অসাধারণ বোলিং করে যাচ্ছেন। তানভীর ইসলাম এখন পর্যন্ত ৬টি টি-টুয়েন্টি খেলেছেন। তিনি এখন পর্যন্ত ২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং তার ক্যারিয়ার এর ২য় ওয়ানডে তে ৫ টি উইকেট শিকার করেছেন এই তরুন বোলার।

ফরমেটম্যাচইনিংসউইকেটসর্বোচ্চইকোনমি
ওয়ানডে৫/৩৯৪.৮০
টি-টুয়েন্টি১/১৭৮.০০

নাঈম শেখ এর ক্রিকেট ক্যারিয়ার তার বাড়ি কোথায় এবং সকল পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

তানভীর ইসলাম এর বিপিএল ক্যারিয়ার

তানভীর ইসলাম ২০১৭ সালে ২৪ শে নভেম্বর ২০১৭-১৮ মৌসুমে খুলনা টাইটান এর হয়ে বিপিএল টি-টুয়েন্টি তে অভিষেক হন।এরপর ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্রাফ এর পর খুলনা টাইটানস দলে তাকে সুযোগ দেওয়া হয়। ২০২২-২৩ মৌসুমে তিনি কুমিল্লার হয়ে তার ক্যারিয়ারের সফল সিজন পার করেন। সেই বছর বিপিএলে তিনি ১৭ উইকেট এর পাশাপাশি ৬.৩৬ ইকোনমিতে বোলিং করেন। তিনি দুর্দান্ত পারফরমেন্স এর জন্য তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি।

তানভীর ইসলাম বিপিএল পরিসংখ্যান

বছরদলম্যাচউইকেটসর্বোচ্চইকোনমি
২০২৪-২৫ বরিশাল১২১০৩/২৮.১৫
২০২৩-২৪কুমিল্লা১৩১৩৪/১৩৭.৪৯
২০২২-২৩কুমিল্লা১২১৭৪/৩৩৬.৩৬
২০২১-২২কুমিল্লা১২১৬২/১৯৭.৬৫
২০১৯-২০খুলনা২/২৯৭.৪৬
২০১৭-১৮খুলনা৪.৫০

তানভীর ইসলাম এর অজানা বিষয়

তানভীর ইসলাম মুলত (বা) হাতি স্পিন বোলার। তিনি শৈশব এ বেড়ে উঠেছেন তার নানির কাছে । তানভীর ইসলাম তার আগ্রাসী বোলিং অ্যাকশনের জন্য প্রতিপক্ষ দলের জন্য বিপদ জনক হয়ে উঠেন। তিনি দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। দলের হয়ে তিনি প্রথমেই তার বোলিং পারফমেন্স দিয়ে প্রতিপক্ষের ডেরায় আঘাত হানতে দারুণ পটু এই বোলার।

তানভীর ইসলাম ছোট বেলা থেকেই ছিলেন খেলার উপর অনেক ভালোবাসা।বাবা ক্রিকেটের ভবিষ্যৎ খারাপ ভেবে ছেলেকে ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নিতে বাধা দিলেও নানার জোরাজরিতেই ক্রিকেটকে তার পেশা হিসাবে বেছে নেয়া।

ঢাকায় এসে সকল একাডেমী তে গেলেও তিনি সিসিএস (ক্রিকেট কোচিং স্কুল) নামের একটি একাডেমীতে তার প্রথম ক্রিকেট জীবন শুরু করেন। সেখানে বেশিদিন স্থায়ী না হলেও খেলাঘর একাডেমীতে তিনি নতুন করে আবার একাডেমীতে ভর্তি হন।সেখান থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

তানভীর ইসলাম বাংলাদেশ স্পিন বিভাগের অন্যতম এক ভরসার নাম।তিনি বাংলাদেশ এর হয়ে সকল বড় মঞ্চে প্রতিনিধিত্ব করে থাকেন। তানভীর ইসলাম বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই আশা সকল ক্রিকেটপ্রেমীর।

Leave a Comment