বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজের স্কোয়াড ও সময়সূচী

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজের স্কোয়াড ও সময়সূচী প্রকাশ পেয়েছে।আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দলই তাদের স্কোয়াড প্রকাশ করছে।বাংলাদেশ আগেই প্রকাশ করলেও স্বাগতিক শ্রীলঙ্কাও তাদের দল প্রকাশ করেছে।

সম্প্রতি টি-২০ র‌্যাঙ্কিয়ে শ্রীলঙ্কা ৭ম স্থানে থাকলেও বাংলাদেশ রয়েছে।অনেকটা পিছিয়ে থেকেই সিরিজ শুরু করবে টাইগাররা তা বুজাই যাচ্ছে।তবে সম্প্রতি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ মানেই আলাদা কিছু।শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশ রণ কৌশল নিয়েই নামবে তা আর বলার কিছুই থাকে না।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজের বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজের শ্রীলঙ্কা স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (সি), পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, চমিকা করুণা, নুরুরানা, নুরুরানা, মাহিশ থেইক্সানা, নুরুরানা। ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

জিম্বাবুয়ে টি-২০ ট্রাই নেশন সিরিজ ২০২৫ এর সময়-সূচী দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সময়সূচী

তিনটি আলাদা মাঠে হবে সিরিজের ৩টি মাচ।যা সিরিজকে আকর্ষীয় করে তুলবে। ১০ই জুলাই প্রথম ম্যাচে নামবে দুইদল। দুইদিন বিরতি দিয়ে ১৩ই জুলাই ডাম্বুলায় ২য় ম্যাচে মোকাবেলা করবে। কলম্বোয় শেষ ম্যাচে মোকাবেলা করবে ১৬ই জুলাই।

ম্যাচতারিখভেন্যুসময়
১ম টি-টুয়েন্টি১০-৭-২০২৫পাল্লেকেলেরাত ৮টা
২য় টি-টুয়েন্টি১৩-৭-২০২৫ডাম্বুলারাত ৮টা
৩য় টি-টুয়েন্টি১৬-৭-২০২৫কলম্বোরাত ৮টা

Leave a Comment