বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ ২০২৫ দেখবেন যেসব টিভি চ্যানেলে

বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ ২০২৫ দেখবেন যেসব টিভি চ্যানেলে সম্প্রতি নাম প্রকাশ পেয়েছে।বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ সিরিজ হবে টাইগারদের ঘরের মাঠে। ২০শে জুলাই সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও দর্শক আগ্রহ এবং বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল অবস্থার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিভি স্বত্ব বিক্রি করতে পাচ্ছিলো না। এর কারণ হিসাবে যদিও দেখানো হচ্ছে বিসিবির ৪ কোটি টাকায় টেন্ডার বিক্রির বিজ্ঞপ্তিকে।

তবে সেই অনিশ্চয়তার ইতি টেনেছে। বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেলেই। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ। তাদের ভেরিফাইড সাইডে এই বিষয়টি নিশ্চিত করেছে টি স্পোর্টস কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম ম্যাচ ২০শে জুলাই। ১ দিন বিরতি দিয়ে ২২ জুলাই দ্বিতীয় এবং ২৪ জুলাই শেষ ম্যাচে অংশগ্রহণ করবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচেই হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায়। লিটন দাসের অধিনায়ক হিসাবে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে। চেনা কন্ডিশন এবং চেনা উইকেটে আশা করা যেতেই পারে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে টিম টাইগার। সব কিছু ঠিক থাকলে বাঘের গর্জন শুনা যাবে রাওয়ালপিন্ডি পর্যন্ত।

1 thought on “বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ ২০২৫ দেখবেন যেসব টিভি চ্যানেলে”

Leave a Comment