গ্লোবাল সুপার লিগে সাকিবের দল দুবাই ক্যাপিটালের সময়সূচী

গ্লোবাল সুপার লিগে সাকিবের দল দুবাই ক্যাপিটালের সময়সূচী প্রকাশ পেয়েছে। প্রথম আসরে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডারস এর চ্যাম্পিয়ন হওয়ার পর এই টুর্নামেন্ট নিয়ে সমর্থকদের আগ্রহ অনেক।এবার আগ্রহ আরও অনেক বেড়ে গেছে। এবারের আসরে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। তিনি দুবাই ক্যাপিটাল এর হয়ে খেলবেন জি এসএল এর ২য় আসরে।

সাকিবের দুবাই ক্যাপিটাল সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি টুয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায় সাকিব এই দলে ডাক পেয়েছেন। দুবাই ক্যাপিটাল তাদের জি এসএল এর প্রথম ম্যাচ খেলবেন নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকস।দলে সুযোগ পেলেই এই টুর্নামেন্টে অভিষেক হবেন সাকিব।

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী দেখতে এখানে ক্লিক করুন

গ্লোবাল সুপার লিগে সাকিবের দল দুবাই ক্যাপিটাল এর খেলার সময়সূচী

ম্যাচতারিখভেন্যুসময়
দুবাই ক্যাপিটাল বনাম সেন্ট্রাল ডিসট্রিকস১০ জুলাই গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামরাত ৮টা
দুবাই ক্যাপিটাল বনাম হোবার্ট হারিকেন্স১১ জুলাই গায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামরাত ৮টা
দুবাই ক্যাপিটাল বনাম গায়ানা অ্যামাজন ১৪ জুলাইগায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামভোর ৫টা
দুবাই ক্যাপিটাল বনাম রংপুর রাইডারস১৬ জুলাইগায়ানা প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামরাত ৮টা

Leave a Comment