পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫ এর সময়সূচী

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫ এর সময়সূচী প্রকাশ পেয়েছে।পাকিস্তান ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ এর সাথে সিরিজ হারায় অনেকটাই চাপে রয়েছে।এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও তাদের ঘরের মাটিতে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারার পর দেশটি ক্রিকেট কাঠামো এখন প্রশ্নের মুখে।তাই দুইদলের কাছে এই সিরিজ হতে চলেছে নিজেদের প্রমাণের এক মঞ্চ।

১ আগস্ট টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। ১ দিন বিরতি দিয়ে ৩তারিখ ২য় এবং ৪ তারিখ শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সব গুলো ম্যাচ। এরপর ৯ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। ১০ তারিখ হবে সিরিজ এর ২য় ম্যাচ এবং শেষ ম্যাচ হবে ১২ তারিখ। সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক এবং ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম টি-টুয়েন্টি সিরিজ এবং ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫ সময়সূচী ও দলগুলোর স্কোয়াড দেখতে এখানে ক্লিক করুন

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫ এর সময়সূচী

ম্যাচতারিখভেন্যুসময়
১ম টি-টুয়েন্টি১-৮-২০২৫সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক এবং ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামভোর ৬টা
২য় টি-টুয়েন্টি৩-৮-২০২৫সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক এবং ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামভোর ৬টা
৩য় টি-টুয়েন্টি৪-৮-২০২৫সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক এবং ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামভোর ৬টা
১ম ওয়ানডে৯-৮-২০২৫ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামরাত ১২
২য় ওয়ানডে১০-৮-২০২৫ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামসন্ধ্যা ৭.৩০
৩য় ওয়ানডে১২-৮-২০২৫ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামসন্ধ্যা ৭.৩০


বাংলাদেশ সময় অনুযায়ী দেখানো হয়েছে

2 thoughts on “পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫ এর সময়সূচী”

Leave a Comment